ETV Bharat / state

Andal Landslide Incident: দায় কার? অণ্ডালের ধস নিয়ে শুরু রাজনৈতিক তরজা

দুর্গাপুরের অণ্ডালের ধান্ডারডিহি গ্রামের ধসের জেরে এখনও আতঙ্কে মানুষ (People are scared due to landslide in Aandal) ৷ ঘটনাকে ঘিরে চলছে রাজনৈতিক তরজা ৷ কয়লা চোরদের দাপটে এই অবস্থার অভিযোগ ৷

Andal Landslide
অন্ডালে ধস
author img

By

Published : Jan 30, 2023, 7:19 PM IST

ধসের জেরে আতঙ্কে গ্রামের মানুষ

দুর্গাপুর, 30 জানুয়ারি: আস্ত একটা পুকুর মাটির তলায় যেতে বসেছে ৷ গ্রামের প্রতিটি ঘরে ফাটলের চিহ্ন স্পষ্ট ৷ গ্রামবাসীদের অভিযোগ, বেআইনি কয়লা চোরেরা অন্ধকার নামলেই দাপিয়ে বেড়াচ্ছে ৷ বেআইনিভাবে এতো কিছুর পর কয়লা কাটা চলছে ৷ প্রতিবাদ করলেই শাসানি জোটে বলেও অভিযোগ ৷ সবমিলিয়ে দুর্গাপুরের অণ্ডালের কাজোড়ার ধান্ডারডিহি গ্রামের প্রায় পাঁচ হাজার অসহায় মানুষের অবস্থা ঠিক একইরকম ৷

ইসিএলের খোলা মুখ খনির বিকট শব্দে কেঁপে ওঠে বাড়ি ৷ ফাটল ধরে এলাকার কমবেশি সব বাড়িতে ৷ এর ওপর কয়লা চোরদের উৎপাত । সবমিলিয়ে এখন মুক্তির পথ খুঁজছে অন্ডালের ধান্ডারডিহি গ্রামের বাসিন্দারা। এই ধস নতুন এক সমস্যাও তৈরি করে দিয়েছে গ্রামে ৷ পুকুর মাটির তলায় যাচ্ছে ৷ কুঁয়োতেও জল মেলে না ৷ ভরসা বলতে রাস্তার টাইম কল ৷ ধসের কারণে যেকোনও সময় জলের এই শেষ সম্বলটুকুও চলে যেতে পারে মাটির নীচে ৷ তৈরি হতে চলেছে জল সংকট ।

সবমিলিয়ে কার্যত জীবনের ঝুঁকি নিয়ে বাস করছেন এলাকাবাসীরা ৷ উড়েছে রাতের ঘুম ৷ মৃত্যু হাতছানি দেয় প্রতিনিয়ত । কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না । অণ্ডালের এই গ্রামের পাশেই রয়েছে হরিশপুর গ্রাম ৷ ধসের কবলে পড়ে ওই গ্রামের মানুষ আজ অসহায় ৷ ভোট বয়কটও করেছে তারা ৷ কিন্তু আজও মেলেনি পুনর্বাসন। হরপ্পা-মহেঞ্জোদারো সভ্যতার মতো ইতিহাসের পাতায় জায়গা করে নেবে না তো অণ্ডালের হরিশপুর, ধান্ডারডিহি গ্রাম-সহ খনি এলাকার বিস্তীর্ণ অঞ্চল ৷ সেই আশংকা এখন করছেন খনি এলাকার এই অংশের মানুষজন ।

জামুরিয়ার তৃণমূল বিধায়ক হরেরাম সিং-এর সাফাই, তৎকালীন বাম সরকার এই অবস্থার জন্য দায়ী ৷ তবে কয়লাচুরি বন্ধে প্রশাসনকে আরও তৎপর হওয়ার জন্য তিনি বলবেন বলে জানান ৷ তৃণমূল বিধায়কের আনা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন জেলা সিপিআইএম নেতৃত্ব ৷ বাম-তৃণমূল দুই দলকে বিঁধেছেন জেলা বিজেপি নেতৃত্ব । সবমিলিয়ে চলছে রাজনৈতিক তরজা ৷ চলছে দায় নিয়ে দড়ি টানাটানির খেলা ৷ আর ততোধিক সমানতালে বাড়ছে অসহায় মানুষের প্রতিদিনের আতঙ্ক । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশংকা প্রকাশ করেছিলেন ৷ একদিন জোশীমঠের মতো অবস্থা হতে পারে রানীগঞ্জ-সহ আসানসোল ও দুর্গাপুর শিল্পাঞ্চলের খনি এলাকাগুলির ৷

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর আশংকা প্রকাশের দিনকয়েকের মধ্যে ধস অণ্ডালে, আতঙ্কে এলাকাবাসী

ধসের জেরে আতঙ্কে গ্রামের মানুষ

দুর্গাপুর, 30 জানুয়ারি: আস্ত একটা পুকুর মাটির তলায় যেতে বসেছে ৷ গ্রামের প্রতিটি ঘরে ফাটলের চিহ্ন স্পষ্ট ৷ গ্রামবাসীদের অভিযোগ, বেআইনি কয়লা চোরেরা অন্ধকার নামলেই দাপিয়ে বেড়াচ্ছে ৷ বেআইনিভাবে এতো কিছুর পর কয়লা কাটা চলছে ৷ প্রতিবাদ করলেই শাসানি জোটে বলেও অভিযোগ ৷ সবমিলিয়ে দুর্গাপুরের অণ্ডালের কাজোড়ার ধান্ডারডিহি গ্রামের প্রায় পাঁচ হাজার অসহায় মানুষের অবস্থা ঠিক একইরকম ৷

ইসিএলের খোলা মুখ খনির বিকট শব্দে কেঁপে ওঠে বাড়ি ৷ ফাটল ধরে এলাকার কমবেশি সব বাড়িতে ৷ এর ওপর কয়লা চোরদের উৎপাত । সবমিলিয়ে এখন মুক্তির পথ খুঁজছে অন্ডালের ধান্ডারডিহি গ্রামের বাসিন্দারা। এই ধস নতুন এক সমস্যাও তৈরি করে দিয়েছে গ্রামে ৷ পুকুর মাটির তলায় যাচ্ছে ৷ কুঁয়োতেও জল মেলে না ৷ ভরসা বলতে রাস্তার টাইম কল ৷ ধসের কারণে যেকোনও সময় জলের এই শেষ সম্বলটুকুও চলে যেতে পারে মাটির নীচে ৷ তৈরি হতে চলেছে জল সংকট ।

সবমিলিয়ে কার্যত জীবনের ঝুঁকি নিয়ে বাস করছেন এলাকাবাসীরা ৷ উড়েছে রাতের ঘুম ৷ মৃত্যু হাতছানি দেয় প্রতিনিয়ত । কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না । অণ্ডালের এই গ্রামের পাশেই রয়েছে হরিশপুর গ্রাম ৷ ধসের কবলে পড়ে ওই গ্রামের মানুষ আজ অসহায় ৷ ভোট বয়কটও করেছে তারা ৷ কিন্তু আজও মেলেনি পুনর্বাসন। হরপ্পা-মহেঞ্জোদারো সভ্যতার মতো ইতিহাসের পাতায় জায়গা করে নেবে না তো অণ্ডালের হরিশপুর, ধান্ডারডিহি গ্রাম-সহ খনি এলাকার বিস্তীর্ণ অঞ্চল ৷ সেই আশংকা এখন করছেন খনি এলাকার এই অংশের মানুষজন ।

জামুরিয়ার তৃণমূল বিধায়ক হরেরাম সিং-এর সাফাই, তৎকালীন বাম সরকার এই অবস্থার জন্য দায়ী ৷ তবে কয়লাচুরি বন্ধে প্রশাসনকে আরও তৎপর হওয়ার জন্য তিনি বলবেন বলে জানান ৷ তৃণমূল বিধায়কের আনা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন জেলা সিপিআইএম নেতৃত্ব ৷ বাম-তৃণমূল দুই দলকে বিঁধেছেন জেলা বিজেপি নেতৃত্ব । সবমিলিয়ে চলছে রাজনৈতিক তরজা ৷ চলছে দায় নিয়ে দড়ি টানাটানির খেলা ৷ আর ততোধিক সমানতালে বাড়ছে অসহায় মানুষের প্রতিদিনের আতঙ্ক । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশংকা প্রকাশ করেছিলেন ৷ একদিন জোশীমঠের মতো অবস্থা হতে পারে রানীগঞ্জ-সহ আসানসোল ও দুর্গাপুর শিল্পাঞ্চলের খনি এলাকাগুলির ৷

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর আশংকা প্রকাশের দিনকয়েকের মধ্যে ধস অণ্ডালে, আতঙ্কে এলাকাবাসী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.