ETV Bharat / state

মৃতদেহ কোন দলের? চলছে তরজা - crime

কালনায় মৃতদেহ ঘিরে রাজনৈতিক তরজা ৷

মৃতদেহ কোন দলের? চলছে তরজা
author img

By

Published : Sep 18, 2019, 11:04 PM IST

Updated : Sep 18, 2019, 11:16 PM IST

কালনা, 18 সেপ্টেম্বর : কালনায় পিটিয়ে মেরে ফেলা হয়েছে এক ব্যক্তিকে ৷ কালনার ময়নাগুড়ি গ্রামে তৃণমূল ও BJP-র মধ্যে মৃতদেহ নিয়ে চলছে রাজনৈতিক দড়ি টানাটানি ৷ তৃণমূল বলছে, মৃত ব্যক্তি তাদেরই কর্মী ৷ অন্যদিকে BJP-র দাবি, মৃত ব্যক্তি তাদের দলের সদস্য ৷

মাছ ধরার অপরাধে 14 তারিখে জয়দেব ক্ষেত্রপাল নামে এক বৃদ্ধকে পিটিয়ে মারা ঘটনায় অভিযোগের আঙুল ওঠে গ্রামেরই বাসিন্দা রাম ক্ষেত্রপালের দিকে ৷ তাঁর কঠিন শাস্তির দাবি তোলেন মৃতের পরিবার । পুকুরে ছিপ ফেলে মাছ ধরার অপরাধে গাছে বেঁধে নৃশংসভাবে পিটিয়ে খুন করা হয় জয়দেব ক্ষেত্রপালকে, অভিযোগ এমনটাই ৷ পুকুরের মালিক রাম ক্ষেত্রপালের বিরুদ্ধে অভিযোগ ওঠে মৃতের পরিবারের তরফে ৷ এরপরই শুরু রাজনৈতিক দড়ি টানাটানি ৷

কালনার ময়নাগুড়ি গ্রামে তৃণমূল ও BJP-র মধ্যে মৃতদেহ নিয়ে চলছে রাজনৈতিক দড়ি টানাটানি

এলাকার তৃণমূল নেতৃত্বের কথায়, ''BJP ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে ৷ কারণ জেলায় তাদের পায়ের তলায় মাটি নেই ৷ রাম বাবু আমাদের দলের সব মিছিলে যেতেন ৷ উনি আমাদের সমর্থক ৷ '' BJP নেতৃত্বের দাবি, '' রাম ক্ষেত্রপালের মৃতদেহের ময়নাতদন্তও আটকে দেওয়া হয়েছিল ৷ আমরা প্রশাসনের দ্বারস্থ হতে চাইছি এ নিয়ে ৷ যে খুন করেছে, সে তৃণমূলের তোলাবাজ ৷''

কালনা, 18 সেপ্টেম্বর : কালনায় পিটিয়ে মেরে ফেলা হয়েছে এক ব্যক্তিকে ৷ কালনার ময়নাগুড়ি গ্রামে তৃণমূল ও BJP-র মধ্যে মৃতদেহ নিয়ে চলছে রাজনৈতিক দড়ি টানাটানি ৷ তৃণমূল বলছে, মৃত ব্যক্তি তাদেরই কর্মী ৷ অন্যদিকে BJP-র দাবি, মৃত ব্যক্তি তাদের দলের সদস্য ৷

মাছ ধরার অপরাধে 14 তারিখে জয়দেব ক্ষেত্রপাল নামে এক বৃদ্ধকে পিটিয়ে মারা ঘটনায় অভিযোগের আঙুল ওঠে গ্রামেরই বাসিন্দা রাম ক্ষেত্রপালের দিকে ৷ তাঁর কঠিন শাস্তির দাবি তোলেন মৃতের পরিবার । পুকুরে ছিপ ফেলে মাছ ধরার অপরাধে গাছে বেঁধে নৃশংসভাবে পিটিয়ে খুন করা হয় জয়দেব ক্ষেত্রপালকে, অভিযোগ এমনটাই ৷ পুকুরের মালিক রাম ক্ষেত্রপালের বিরুদ্ধে অভিযোগ ওঠে মৃতের পরিবারের তরফে ৷ এরপরই শুরু রাজনৈতিক দড়ি টানাটানি ৷

কালনার ময়নাগুড়ি গ্রামে তৃণমূল ও BJP-র মধ্যে মৃতদেহ নিয়ে চলছে রাজনৈতিক দড়ি টানাটানি

এলাকার তৃণমূল নেতৃত্বের কথায়, ''BJP ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে ৷ কারণ জেলায় তাদের পায়ের তলায় মাটি নেই ৷ রাম বাবু আমাদের দলের সব মিছিলে যেতেন ৷ উনি আমাদের সমর্থক ৷ '' BJP নেতৃত্বের দাবি, '' রাম ক্ষেত্রপালের মৃতদেহের ময়নাতদন্তও আটকে দেওয়া হয়েছিল ৷ আমরা প্রশাসনের দ্বারস্থ হতে চাইছি এ নিয়ে ৷ যে খুন করেছে, সে তৃণমূলের তোলাবাজ ৷''

Intro:মৃতদেহ কোন দলের? চলছে চাপানউতোর

সন্তোষ দাস, কালনা


মৃতদেহ কোন দলের ? তা নিয়ে কালনার ময়নাগুড়ি গ্রামে তৃণমূল ও বি জে পি এর মধ্যে চলছে রাজনৈতিক দড়ি টানাটানি,কিন্তু ছিপে মাছ ধরার অপরাধে গত 14 তারিখে বৃদ্ধ জয়দেব ক্ষেত্রপালকে পিটিয়ে মারার ঘটনা দোষী রাম ক্ষেত্রপালের কঠিন শাস্তির দাবি তোলেন মৃতার পরিবার।
মৃতদেহ নিয়ে রাজনীতি রাজ্যের এটা নতুন কোন ঘটনা নয়,কিন্তু যারা খুন করেছে তাদের বিরুদ্ধে শাস্তির দাবি তুলছে না রাজনৈতিক কোন দলের নেতারা,14 তারিখে পুকুরে ছিপ ফেলে মাছ ধরার অপরাধে গাছে বেঁধে নৃশংস ভাবে পিটিয়ে খুন করা হয় জয়দেব ক্ষেত্রপালকে,পুকুরে ঠিকা নিয়ে মাছ চাষ করা রাম ক্ষেত্রপালের বিরুদ্ধে অভিযোগ তোলেন মৃতের পরিবার,মৃত জয়দেব ক্ষেত্রপাল কোন দলের কর্মী ছিলেন সেটা নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে,বিজেপি বলে মৃত জয়দেব ক্ষেত্রপাল তাদের সমর্থক কিন্তু পাল্টা দাবি করছে তৃণমূল,দুই দলের মধ্যে মৃতদেহ নিয়ে রাজনীতি নতুন তরজা শুরু হয়েছে কালনায়।Body:মৃতদেহ কোন দলের Conclusion:চলছে চাপানউতোর
Last Updated : Sep 18, 2019, 11:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.