ETV Bharat / state

কবর থেকে তুলে মৃতদেহ ময়নাতদন্তে পাঠাল পুলিশ - মাটির নীচ থেকে দেহ তুলে তদন্তে পুলিশ,আটক এক

গতকাল সোমু মাঝি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ৷ কিন্তু, কাউকে কিছু না জানিয়েই পরিবারের সদস্যরা সমুর দেহ স্থানীয় শ্মশানে কবর দিয়ে দেয় ৷ সেকারণেই আজ মৃতদেহ কবর থেকে তোলে পুলিশ ৷ সেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷

Police recovered a dead body and put it for post mortem in andal
মাটির নীচ থেকে দেহ তুলে তদন্তে পুলিশ,আটক 1
author img

By

Published : Mar 2, 2020, 8:11 PM IST

অন্ডাল , 2 মার্চ : কবর থেকে দেহ তুলে ময়নাতদন্তে পাঠাল পুলিশ ৷ দুর্গাপুরের অন্ডাল থানার বেনেডিহি মাঝি পাড়ার ঘটনা ৷ মৃতের নাম সোমু মাঝি ( 24 ) ৷ মৃতের দাদাকে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ ৷

পরিবার সূত্রে খবর , সোমু গতকাল নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ৷ কিন্তু কাউকে কিছু না জানিয়েই সোমুর দেহ স্থানীয় শ্মশানে কবর দিয়ে দেয় তার পরিবারের লোকজন ৷ এরপর ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থানে যায় অন্ডাল থানার পুলিশ ৷ সোমুর দাদা দেবু মাঝিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ ৷

কবর থেকে মৃতদেহ তুলে ময়নাতদন্তে পাঠাল পুলিশ...

পুলিশ স্থানীয় শ্মশানে গিয়ে মাটিচাপা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ৷ দেবু মাঝিকে জিজ্ঞাসাবাদ করলে সে বলে, ফেঁসে যাওয়ার ভয়ে তারা কাউকে জানায়নি ৷ প্রতিবেশীদের থেকে জানতে চাইলে তারা বলে, তারাও আজ সকালে জানতে পারে সোমু মারা গেছে ৷ কেউই ঘটনার সঠিক কারণ জানাতে পারেনি ৷ ঘটনার তদন্তে করছে অন্ডাল থানার পুলিশ ৷

অন্ডাল , 2 মার্চ : কবর থেকে দেহ তুলে ময়নাতদন্তে পাঠাল পুলিশ ৷ দুর্গাপুরের অন্ডাল থানার বেনেডিহি মাঝি পাড়ার ঘটনা ৷ মৃতের নাম সোমু মাঝি ( 24 ) ৷ মৃতের দাদাকে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ ৷

পরিবার সূত্রে খবর , সোমু গতকাল নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ৷ কিন্তু কাউকে কিছু না জানিয়েই সোমুর দেহ স্থানীয় শ্মশানে কবর দিয়ে দেয় তার পরিবারের লোকজন ৷ এরপর ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থানে যায় অন্ডাল থানার পুলিশ ৷ সোমুর দাদা দেবু মাঝিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ ৷

কবর থেকে মৃতদেহ তুলে ময়নাতদন্তে পাঠাল পুলিশ...

পুলিশ স্থানীয় শ্মশানে গিয়ে মাটিচাপা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ৷ দেবু মাঝিকে জিজ্ঞাসাবাদ করলে সে বলে, ফেঁসে যাওয়ার ভয়ে তারা কাউকে জানায়নি ৷ প্রতিবেশীদের থেকে জানতে চাইলে তারা বলে, তারাও আজ সকালে জানতে পারে সোমু মারা গেছে ৷ কেউই ঘটনার সঠিক কারণ জানাতে পারেনি ৷ ঘটনার তদন্তে করছে অন্ডাল থানার পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.