ETV Bharat / state

করোনা আক্রান্ত দম্পতির পাশে পুলিশ আধিকারিক

author img

By

Published : May 21, 2021, 6:30 PM IST

মানবিক পুলিশ ৷ করোনা আক্রান্ত দম্পতি দোরগোড়ায় নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিলেন পশ্চিম বর্ধমানের সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত আধিকারিক প্রসেনজিৎ রায় ৷ তাঁর উদ্যোগে খুশি এলাকাবাসী ৷

wb_asn_police helps to corona family_7203430
করোনা আক্রান্ত দম্পতির পাশে পুলিশ আধিকারিক

সালানপুর, 21 মে : মানবিকতার পরিচয় দিলেন পশ্চিম বর্ধমানের সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত আধিকারিক প্রসেনজিৎ রায় ৷ করোনা আক্রান্তের বাড়িতে পৌঁছে দিলেন নিত্য প্রয়োজনীয় সামগ্রী ৷

পুলিশ সূত্রে খবর, রূপনারায়ণপুরের কেন্দুয়াডি মোড় সংলগ্ন এলাকায় এক দম্পতি করোনা পজিটিভ হয়েছেন ৷ তাঁরা দু’জনেই বাড়ি থেকে বেরোতে পারছেন না ৷ ওই দম্পতি এক সিভিক ভলান্টিয়ারকে নিজেদের দুর্দশার কথা জানিয়েছিলেন ৷ আর তা জানতে পেরেই সহযোগিতার হাত বাড়িয়ে দেন প্রসেনজিৎ ৷ আক্রান্ত দম্পতির বাড়িতে, চাল, ডাল, তেল, নুন, আটা, সাবান ও তেল-সহ যাবতীয় নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে উপস্থিত হন তিনি ৷

প্রসেনজিৎ ওই দম্পতিকে বাড়িতেই থাকতে বলেছেন ৷ পাশাপাশি তাঁর আশ্বাস, যদি তাঁদের আরও কিছু প্রয়োজন হয়, তাহলে তাঁরা যেন নির্দ্বিধায় পুলিশকে জানান ৷ ফাঁড়ির তরফেই তাঁদের কাছে সমস্ত কিছু পাঠিয়ে দেওয়া হবে ৷ এছাড়া, চিকিৎসা সংক্রান্ত কোনও সমস্য়া তৈরি হলে বা সহযোগিতার প্রয়োজন হলেও পুলিশ ওই দম্পতির পাশে থাকবে ৷

আরও পড়ুন : সবংয়ে করোনা মোকাবিলায় সাহায্য সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার এন্ড আর্কিটেক্টের

পুলিশ আধিকারিকের এমন আচরণে খুশি করোনা আক্রান্ত দম্পতি ৷ তাঁরা প্রসেনজিৎকে কৃতজ্ঞতা জানিয়েছেন ৷ পুলিশের এই পদক্ষেপকে কুর্নিশ করেছেন স্থানীয় বাসিন্দারাও ৷

সালানপুর, 21 মে : মানবিকতার পরিচয় দিলেন পশ্চিম বর্ধমানের সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত আধিকারিক প্রসেনজিৎ রায় ৷ করোনা আক্রান্তের বাড়িতে পৌঁছে দিলেন নিত্য প্রয়োজনীয় সামগ্রী ৷

পুলিশ সূত্রে খবর, রূপনারায়ণপুরের কেন্দুয়াডি মোড় সংলগ্ন এলাকায় এক দম্পতি করোনা পজিটিভ হয়েছেন ৷ তাঁরা দু’জনেই বাড়ি থেকে বেরোতে পারছেন না ৷ ওই দম্পতি এক সিভিক ভলান্টিয়ারকে নিজেদের দুর্দশার কথা জানিয়েছিলেন ৷ আর তা জানতে পেরেই সহযোগিতার হাত বাড়িয়ে দেন প্রসেনজিৎ ৷ আক্রান্ত দম্পতির বাড়িতে, চাল, ডাল, তেল, নুন, আটা, সাবান ও তেল-সহ যাবতীয় নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে উপস্থিত হন তিনি ৷

প্রসেনজিৎ ওই দম্পতিকে বাড়িতেই থাকতে বলেছেন ৷ পাশাপাশি তাঁর আশ্বাস, যদি তাঁদের আরও কিছু প্রয়োজন হয়, তাহলে তাঁরা যেন নির্দ্বিধায় পুলিশকে জানান ৷ ফাঁড়ির তরফেই তাঁদের কাছে সমস্ত কিছু পাঠিয়ে দেওয়া হবে ৷ এছাড়া, চিকিৎসা সংক্রান্ত কোনও সমস্য়া তৈরি হলে বা সহযোগিতার প্রয়োজন হলেও পুলিশ ওই দম্পতির পাশে থাকবে ৷

আরও পড়ুন : সবংয়ে করোনা মোকাবিলায় সাহায্য সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার এন্ড আর্কিটেক্টের

পুলিশ আধিকারিকের এমন আচরণে খুশি করোনা আক্রান্ত দম্পতি ৷ তাঁরা প্রসেনজিৎকে কৃতজ্ঞতা জানিয়েছেন ৷ পুলিশের এই পদক্ষেপকে কুর্নিশ করেছেন স্থানীয় বাসিন্দারাও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.