ETV Bharat / state

হাতে লাঠি নিয়ে পালন রামনবমী, নজর রাখল ড্রোন - police

দুর্গাপুরে রামনবমীর র‍্যালিতে ড্রোন ক্যামেরার সাহায্যে নজরদারি চালাল পুলিশ।

ড্রোন ক্যামেরা
author img

By

Published : Apr 14, 2019, 6:03 PM IST

Updated : Apr 14, 2019, 6:08 PM IST

দুর্গাপুর, 14 এপ্রিল : দুর্গাপুরে রামনবমীর র‍্যালিতে কড়া নিরাপত্তা বজায় রাখল পুলিশ। ড্রোনের সাহায্যে চলল নজরদারি। অনভিপ্রেত ঘটনা এড়াতে এই পদক্ষেপ গ্রহণ দুর্গাপুর পুলিশের।

বেশ কিছু বছর ধরে দুর্গাপুরের বেশ কয়েকটি এলাকায় রামনবমীর র‍্যালি আয়োজিত হচ্ছে। তারমধ্যে অন্যতম হল দুর্গাপুর থানা এলাকার মেইনগেট অঞ্চল। ইতিপূর্বে এই অঞ্চলে মাঝেমধ্যেই নানারকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। সেই পরিস্থিতি সামাল দিতে পুলিশকে নাজেহাল হতে হয়েছে। তাই সেই অভিজ্ঞতা থেকেই রামনবমীতে কড়া নজরদারি ছিল পুলিশের।

দেখুন ভিডিয়ো

আজ আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার (পূর্ব) অভিষেক মোদির নেতৃত্বে দুর্গাপুরের মেইনগেট রিভারসাইড এলাকায় বিশাল পুলিশ বাহিনী লক্ষ্য করা যায়। দু'বছর আগে এই মেইনগেট এলাকায় দুর্গা বাহিনীর মহিলাদের হাতে অস্ত্র ধরানোয় বিতর্কে জড়ায় রামনবমী পরিচালন সমিতি। যদিও এবার দুর্গা বাহিনীকে লাঠি হাতে অংশ নিতে দেখা গেছে।

দুর্গাপুরের আরও বেশ কয়েকটি আখড়ার পক্ষ থেকে রামনবমীর র‍্যালির আয়োজনকে ঘিরেও পুলিশি ব্যস্ততা চোখে পড়ে।

দুর্গাপুর, 14 এপ্রিল : দুর্গাপুরে রামনবমীর র‍্যালিতে কড়া নিরাপত্তা বজায় রাখল পুলিশ। ড্রোনের সাহায্যে চলল নজরদারি। অনভিপ্রেত ঘটনা এড়াতে এই পদক্ষেপ গ্রহণ দুর্গাপুর পুলিশের।

বেশ কিছু বছর ধরে দুর্গাপুরের বেশ কয়েকটি এলাকায় রামনবমীর র‍্যালি আয়োজিত হচ্ছে। তারমধ্যে অন্যতম হল দুর্গাপুর থানা এলাকার মেইনগেট অঞ্চল। ইতিপূর্বে এই অঞ্চলে মাঝেমধ্যেই নানারকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। সেই পরিস্থিতি সামাল দিতে পুলিশকে নাজেহাল হতে হয়েছে। তাই সেই অভিজ্ঞতা থেকেই রামনবমীতে কড়া নজরদারি ছিল পুলিশের।

দেখুন ভিডিয়ো

আজ আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার (পূর্ব) অভিষেক মোদির নেতৃত্বে দুর্গাপুরের মেইনগেট রিভারসাইড এলাকায় বিশাল পুলিশ বাহিনী লক্ষ্য করা যায়। দু'বছর আগে এই মেইনগেট এলাকায় দুর্গা বাহিনীর মহিলাদের হাতে অস্ত্র ধরানোয় বিতর্কে জড়ায় রামনবমী পরিচালন সমিতি। যদিও এবার দুর্গা বাহিনীকে লাঠি হাতে অংশ নিতে দেখা গেছে।

দুর্গাপুরের আরও বেশ কয়েকটি আখড়ার পক্ষ থেকে রামনবমীর র‍্যালির আয়োজনকে ঘিরেও পুলিশি ব্যস্ততা চোখে পড়ে।

Intro:দুর্গাপুরের রামনবমীর র‍্যালি কে কেন্দ্র করে অনভিপ্রেত ঘটনা এড়াতে পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তা বেষ্টনী লক্ষ্য করা গেল। পাশাপাশি নজরদারি চালানো হলো ড্রোন ক্যামেরার সাহায্যে। দুর্গাপুরের বেশ কয়েকটি এলাকায় রামনবমীর র‍্যালি আজ কয়েক বছর ধরেই আয়োজিত হচ্ছে। তার মধ্যে অন্যতম দুর্গাপুর থানা এলাকার মেনগেট অঞ্চল। এই অঞ্চলে মাঝেমধ্যেই বেশ কযেকবার অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতিপূর্বে সেই পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশকে নাজেহাল হতে হয়েছে। সেই তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই আজ রামনবমীর কড়া নজরদারি ছিল।কড়া নিরাপত্তার সাথে সাথে নামানো হয়েছিল কমব্যাট ফোর্স। আসানসোল- দুর্গাপুর পুলিশ কমিশনারেটের(পূর্ব) অভিষেক মোদীর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী লক্ষ্য করা যায় দুর্গাপুরের মেনগেট রিভারসাইড এলাকায়। এইখান থেকে শুরু হয় র‍্যালি। মাত্র দু বছর আগে এই মেনগেট এলাকাতেই দুর্গা বাহিনীর মহিলাদের হাতে অস্ত্র ধরিয়ে দিয়ে বিতর্কে জড়ায় এই রাম নবমী পরিচালন কমিটি। আজও দুর্গা বাহিনী কে অংশ নিতে দেখা যায়। কিন্তু তাদের হাতে আজ ছিল শুধুই লাঠি।। ছোট ছোট মেয়েরা লাঠি খেলায় মেতে উঠলো। রামনবমীর এই অনুষ্ঠানে পুলিশের পক্ষ থেকে এই র‍্যালিতে নজরদারি চালানোর জন্য ড্রোন ক্যামেরার সাহায্য নেওয়া হয়।দুর্গাপুরের আরো বেশ কয়েকটি আখড়ার পক্ষ থেকে রামনবমীর র‍্যালির আয়োজন কে ঘিরেও পুলিশি ব্যাস্ততা চোখে পড়ল।।Body:কপিConclusion:কপি
Last Updated : Apr 14, 2019, 6:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.