ETV Bharat / state

ছেলের অস্বাভাবিক মৃত্যু, আটক তৃণমূল নেতা - বৈদ্যনাথপুর গ্রাম

পাণ্ডবেশ্বর থানা এলাকার বৈদ্যনাথপুর গ্রামের তৃণমূল নেতা প্রকাশ পালের সঙ্গে বিয়ে হয়েছিল পূর্ণিমার ৷ প্রায়ই ঝগড়া চলত দু'জনের ৷ তাই রাগ করে ছেলে সূর্য ও স্বামীকে ছেড়ে বাপের বাড়ি চলে গেছিলেন ৷ আজ সকালে হঠাৎই প্রকাশের এক বন্ধু ফোন করেন পূর্ণিমাকে ৷ জানান, এক ঘণ্টার মধ্যে শ্মশানে আসুন ৷ সূর্য মারা গেছে ৷

ছেলের অস্বাভাবিক মৃত্যু
author img

By

Published : Oct 16, 2019, 11:25 PM IST

পাণ্ডবেশ্বর, 16 অক্টোবর : বাড়িতে নিত্যদিন লেগে থাকত অশান্তি ৷ নিজেকে আর সামলাতে পারেননি পূর্ণিমা পাল ৷ তাই কয়েক দিনের জন্য ছেলে-স্বামীকে ছেড়ে বাপের বাড়ি চলে গেছিলেন ৷ কিন্তু এর ফল যে এতটা মারাত্মক হবে ভাবতে পারেননি তিনি ৷ আজ সকালে তাঁর কাছে হঠাৎ খবর আসে ছেলে মারা গেছে ৷ খবর পেয়ে হতবাক সকলে ৷ মা হয়ে ছেলের অস্বাভাবিক মৃত্যু মেনে নিতে পারেননি পূর্ণিমা ৷ স্বামীর বিরুদ্ধে ছেলেকে খুনের লিখিত অভিযোগ দায়ের করেন থানায় ৷

পাণ্ডবেশ্বর থানা এলাকার বৈদ্যনাথপুর গ্রামের তৃণমূল নেতা প্রকাশ পালের সঙ্গে বিয়ে হয়েছিল পূর্ণিমার ৷ প্রায়ই ঝগড়া চলত দু'জনের ৷ তাই রাগ করে ছেলে সূর্য ও স্বামীকে ছেড়ে বাপের বাড়ি চলে গেছিলেন ৷ আজ সকালে হঠাৎই প্রকাশের এক বন্ধু ফোন করেন পূর্ণিমাকে ৷ জানান, এক ঘণ্টার মধ্যে শ্মশানে আসুন ৷ সূর্য মারা গেছে ৷ তার শেষকৃত্য করা হচ্ছে ৷

খবর পেয়েই সঙ্গে সঙ্গে পাণ্ডবেশ্বর থানায় যোগাযোগ করেন পূর্ণিমার বাবার বাড়ির লোকজন ৷ সমস্ত ঘটনা জানানো হয় ৷ শেষ পর্যন্ত পুলিশ স্থানীয় শ্মশানে গিয়ে সূর্যর দেহ উদ্ধার করে ৷ আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তর জন্য পাঠানো হয় দেহ ৷ পূর্ণিমা ছেলে মৃত্যুর জন্য দায়ি করছেন প্রকাশকেই ৷ ছেলেকে মেরে ফেলেছে বলেও অভিযোগ তাঁর ৷ রাত 10 টা নাগাদ থানায় প্রকাশের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন পূর্ণিমা ৷

পূর্ণিমার অভিযোগের উপর ভিত্তি করে প্রকাশকে আটক করেছে পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

পাণ্ডবেশ্বর, 16 অক্টোবর : বাড়িতে নিত্যদিন লেগে থাকত অশান্তি ৷ নিজেকে আর সামলাতে পারেননি পূর্ণিমা পাল ৷ তাই কয়েক দিনের জন্য ছেলে-স্বামীকে ছেড়ে বাপের বাড়ি চলে গেছিলেন ৷ কিন্তু এর ফল যে এতটা মারাত্মক হবে ভাবতে পারেননি তিনি ৷ আজ সকালে তাঁর কাছে হঠাৎ খবর আসে ছেলে মারা গেছে ৷ খবর পেয়ে হতবাক সকলে ৷ মা হয়ে ছেলের অস্বাভাবিক মৃত্যু মেনে নিতে পারেননি পূর্ণিমা ৷ স্বামীর বিরুদ্ধে ছেলেকে খুনের লিখিত অভিযোগ দায়ের করেন থানায় ৷

পাণ্ডবেশ্বর থানা এলাকার বৈদ্যনাথপুর গ্রামের তৃণমূল নেতা প্রকাশ পালের সঙ্গে বিয়ে হয়েছিল পূর্ণিমার ৷ প্রায়ই ঝগড়া চলত দু'জনের ৷ তাই রাগ করে ছেলে সূর্য ও স্বামীকে ছেড়ে বাপের বাড়ি চলে গেছিলেন ৷ আজ সকালে হঠাৎই প্রকাশের এক বন্ধু ফোন করেন পূর্ণিমাকে ৷ জানান, এক ঘণ্টার মধ্যে শ্মশানে আসুন ৷ সূর্য মারা গেছে ৷ তার শেষকৃত্য করা হচ্ছে ৷

খবর পেয়েই সঙ্গে সঙ্গে পাণ্ডবেশ্বর থানায় যোগাযোগ করেন পূর্ণিমার বাবার বাড়ির লোকজন ৷ সমস্ত ঘটনা জানানো হয় ৷ শেষ পর্যন্ত পুলিশ স্থানীয় শ্মশানে গিয়ে সূর্যর দেহ উদ্ধার করে ৷ আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তর জন্য পাঠানো হয় দেহ ৷ পূর্ণিমা ছেলে মৃত্যুর জন্য দায়ি করছেন প্রকাশকেই ৷ ছেলেকে মেরে ফেলেছে বলেও অভিযোগ তাঁর ৷ রাত 10 টা নাগাদ থানায় প্রকাশের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন পূর্ণিমা ৷

পূর্ণিমার অভিযোগের উপর ভিত্তি করে প্রকাশকে আটক করেছে পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

Intro:পাণ্ডবেশ্বর থানা এলাকার বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েতের টিএমসি র প্রাক্তন পঞ্চায়েত সদস্যের ১২ বছর বয়সী পুত্র সন্তানের বাড়িতেই অস্বাভাবিক মৃত্যু।পুলিশ কে না জানিয়ে দেহ শ্মশানে দাহ করতে গেলে মৃতের মায়ের পরিবারের পক্ষ থেকে বাধা।পুলিশ শ্মশান থেকে দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠালো।জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক প্রাক্তন পঞ্চায়েত সদস্য।ঘটনায় চাঞ্চল্য এলাকায়।

পান্ডবেশ্বরের বৈদ্যনাথপুর গ্রাম।পঞ্চায়েতের প্রাক্তন টিএমসি র সদস্য প্রকাশ পাল এর সাথে তার স্ত্রীর মাঝে মধ্যেই ঝগড়া বিবাদ লেগেই থাকত।তার জেরেই গি
ত কয়েকদিন প্রকাশ পালের স্ত্রী বাপের বাড়িতে গিয়ে আছেন।পান্ডবেশ্বরের বাঙাল পাড়ায় প্রকাশ পালের সাথে তার পুত্র সন্তান সুর্য্য পাল ছিল।বুধবার সকালে সুর্য্য পাল (১২ বছর)এর মৃত্যু হয় বাড়িতেই।কিন্তু কিভাবে সুর্য্য পালের মৃত্যু হোল তা নিয়ে সবাই ধোঁয়াশা তে।প্রকাশ পাল নিজের ছেলের দেহ নিয়ে স্থানীয় শ্মশানে দাহ করতে গেলে সুর্য্যর মামার বাড়ি থেকে পান্ডবেশ্বর থানার পুলিশ কে জস্নায়।পুলিশ শ্মশানে গিয়ে দাহ র জন্য তৈরি ওই কিশোরের দেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে তা ময়না তদন্তের জন্য পাঠায় এবং টিএমসি র প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।।এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।।Body:GConclusion:H
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.