ETV Bharat / state

"জনরোষ" এলাকাছাড়া করেছিল কাউন্সিলরকে, ঘরে ফেরাল পুলিশ - tmc

ভোটের কুড়ি দিন পর দুর্গাপুরের 39 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর শশাঙ্ক শেখর মণ্ডল পুলিশ পাহারায় ঘরে ফিরল । রবিবার কোকওভেন থানার পুলিশ শশাঙ্ক ও তার মাকে আশিসনগরে তাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে যায় । অপ্রীতিকর ঘটনা এড়াতে কাউন্সিলরের বাড়ির সামনে পুলিশ মোতায়েন রয়েছে ।

শশাঙ্ক শেখর মণ্ডল ও তার মা
author img

By

Published : May 20, 2019, 3:32 AM IST

দুর্গাপুর, 20 মে : ভোটের কুড়ি দিন পর দুর্গাপুরের 39 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর শশাঙ্ক শেখর মণ্ডল পুলিশ পাহারায় ঘরে ফিরল । রবিবার কোকওভেন থানার পুলিশ শশাঙ্ক ও তার মাকে আশিসনগরে তাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে যায় । অপ্রীতিকর ঘটনা এড়াতে কাউন্সিলরের বাড়ির সামনে পুলিশ মোতায়েন রয়েছে । তবে পুলিশ পাহারা থাকলেও নিরাপত্তাহীনতায় ভুগছে শশাঙ্ক ।


২৯ এপ্রিল বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে নির্বাচনের পরে শশাঙ্কর নেতৃত্বে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিরোধী দলের কর্মী, সমর্থকদের বাড়িতে ভাঙচুর চালায় ও তাদের মারধর করে বলে অভিযোগ । ৩০ এপ্রিল শশাঙ্ক সহ তার দুই ভাই ও আরও কয়েকজনের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনে এলাকার বাসিন্দাদের একাংশ তার বাড়িতে ভাঙচুর চালায়। এরপরেই শশাঙ্ক পরিবার নিয়ে এলাকাছাড়া হয় ।

এরপর কাউন্সিলরকে ঘরে ফেরাতে উদ্যোগ নেন স্থানীয় বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল। তিনি আশিসনগরের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন ও এলাকায় সভা করেন । কিন্তু কাউন্সিলরকে এলাকায় ঢুকতে দেওয়া হবে না - এই সিদ্ধান্তে অনড় থাকেন স্থানীয় বাসিন্দারা । শেষ পর্যন্ত শশাঙ্ক দলের নেতৃত্ব ও পুলিশ প্রশাসনের কাছে লিখিত আবেদন করে ঘরে ফেরার জন্য । এরপর পুলিশ প্রশাসনের উদ্যোগে রবিবার বাড়ি ফেরে শশাঙ্ক ।

তবে শশাঙ্কর এলাকা ছাড়ার পেছনে কতটা জনরোষ, আর কতটা রাজনৈতিক ইন্ধন ছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে । রাজনৈতিক মহলের একাংশের মতে, নিজের দলের বিশেষ কোনও নেতার কথা না শোনার ফল ভোগ করতে হল তাকে। তবে শশাঙ্কর অভিযোগ, "এতদিন যা যা হয়েছে সবটাই বিরোধীদের ষড়যন্ত্র । তবে এর অন্তরালে আরও কে বা কারা রয়েছে সেই খবরও আমার কাছে আছে । সময় হলে সেই তথ্যও সামনে আনব। "

দুর্গাপুর, 20 মে : ভোটের কুড়ি দিন পর দুর্গাপুরের 39 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর শশাঙ্ক শেখর মণ্ডল পুলিশ পাহারায় ঘরে ফিরল । রবিবার কোকওভেন থানার পুলিশ শশাঙ্ক ও তার মাকে আশিসনগরে তাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে যায় । অপ্রীতিকর ঘটনা এড়াতে কাউন্সিলরের বাড়ির সামনে পুলিশ মোতায়েন রয়েছে । তবে পুলিশ পাহারা থাকলেও নিরাপত্তাহীনতায় ভুগছে শশাঙ্ক ।


২৯ এপ্রিল বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে নির্বাচনের পরে শশাঙ্কর নেতৃত্বে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিরোধী দলের কর্মী, সমর্থকদের বাড়িতে ভাঙচুর চালায় ও তাদের মারধর করে বলে অভিযোগ । ৩০ এপ্রিল শশাঙ্ক সহ তার দুই ভাই ও আরও কয়েকজনের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনে এলাকার বাসিন্দাদের একাংশ তার বাড়িতে ভাঙচুর চালায়। এরপরেই শশাঙ্ক পরিবার নিয়ে এলাকাছাড়া হয় ।

এরপর কাউন্সিলরকে ঘরে ফেরাতে উদ্যোগ নেন স্থানীয় বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল। তিনি আশিসনগরের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন ও এলাকায় সভা করেন । কিন্তু কাউন্সিলরকে এলাকায় ঢুকতে দেওয়া হবে না - এই সিদ্ধান্তে অনড় থাকেন স্থানীয় বাসিন্দারা । শেষ পর্যন্ত শশাঙ্ক দলের নেতৃত্ব ও পুলিশ প্রশাসনের কাছে লিখিত আবেদন করে ঘরে ফেরার জন্য । এরপর পুলিশ প্রশাসনের উদ্যোগে রবিবার বাড়ি ফেরে শশাঙ্ক ।

তবে শশাঙ্কর এলাকা ছাড়ার পেছনে কতটা জনরোষ, আর কতটা রাজনৈতিক ইন্ধন ছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে । রাজনৈতিক মহলের একাংশের মতে, নিজের দলের বিশেষ কোনও নেতার কথা না শোনার ফল ভোগ করতে হল তাকে। তবে শশাঙ্কর অভিযোগ, "এতদিন যা যা হয়েছে সবটাই বিরোধীদের ষড়যন্ত্র । তবে এর অন্তরালে আরও কে বা কারা রয়েছে সেই খবরও আমার কাছে আছে । সময় হলে সেই তথ্যও সামনে আনব। "

Intro:নির্বাচন এর পরে কুড়িদিন পর দুর্গাপুরের 39নম্বর ওয়ার্ডের টিএমসি র কাউন্সিলার শশাঙ্ক শেখর মন্ডল পুলিশ পাহারায় ঘরে ফিরলেন।রবিবার কোকওভেন থানার পুলিশ কাউন্সিলার শশাঙ্ক শেখর মন্ডল ও তার মাকে আশিসনগরে তাদের বাড়ীতে নিয়ে যান।কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়ন রয়েছে আশীষনগরে কাউন্সিলর আর ঘরে।তবে বাড়িতে আজ কড়া পুলিশি পাহারাতে ফিরেও নিরাপত্তাহীনতায় ভুগছেন টিএমসি কাউন্সিলার শশাঙ্ক শেখর মন্ডল।তার প্রশ্ন এখন তো পুলিশ পাহারা আছে কিন্তু যখন পুলিশ থাকবে না তখন আবার পুরোনো ঘটনার পুনরাবৃত্তি হবে না তো? তৃণমূল কংগ্রেসের যুব নেতা শশাঙ্ক শেখর মন্ডলের অভিযোগ,এতদিন যা যা হয়েছে সবটাই বিরোধীদের ষড়যন্ত্র।তবে এর অন্তরালে আরো কে বা কারা রয়েছে সেই খবরও তার কাছে আছে সময় এলে সেই তথ্যও সামনে আনব।গত ২৯ শে এপ্রিল বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের নির্বাচনের পরে কাউন্সিলর এর নেতৃত্বে শাসকদলের লোকেরা বিরোধীদের বাড়ি ভাংচুর ও মারধোর করে এমন অভিযোগ ওঠে।৩০ শে এপ্রিল পালটা দুর্নীতি আর তোলাবাজীর অভিযোগে,কাউন্সিলার শশাঙ্ক শেখর মন্ডল তার দুই ভাই ও তার  দলবলদের বিরুদ্ধে একরাশ অভিযোগ এনে আশিসনগরের মানুষজন একজোট হয়ে কাউন্সিলার ও তার পরিবারকে ঘরছাড়া করেছিল।ব্যাপক ভাঙচুর হয়েছিল কাউন্সিলারের বাড়ীতে। কয়েক দিন পার হওয়ার পর কাউন্সিলর কে ঘরে ফেরাতে ওই এলাকায় যান দুর্গাপুর পশ্চিমের বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল।আশীষনগরের বাসিন্দাদের সাথে কথা বলেন,সভা করেন INTTUC পশ্চিম বর্ধমান জেলা সভাপতি বিশ্বনাথ পাড়িয়াল।কিন্তু কাউন্সিলরকে এলাকায় ঢুকতে দেওয়া যাবেনা এই সিদ্ধান্তে অনড় থাকেন আশিসনগরের আমজনতা।শেষ পর্যন্ত দুর্গাপুর পুরসভার কাউন্সিলার শশাঙ্ক শেখর মন্ডল দলের কাছে ঘরে ফেরার লিখিত আবেদন জানায় আর একই আবেদন জানায় পুলিশ প্রশাসনের কাছেও।পরিস্থিতি কিছুটা শান্ত এবং স্বাভাবিক হতেই প্রশাসনিক উদ্যোগে শেষ পর্যন্ত রবিবার পুলিশ পাহারায় আশীষনগরে নিজের বাড়ীতে ফিরলেন কাউন্সিলার শশাঙ্ক শেখর মন্ডল ও তার মা।তবে আদৌ কি শশাঙ্ক শেখর মন্ডল এত বড় অপরাধী যে তাকে ঘর ছাড়া হতে হল জনরোষের জেরে? না কি এর পিছনেও শাসকদলেরই কারো "" অশুভ খেলা""ছিল? শাসকদলের কোনও বড় নেতার কথা না শুনে চলার ফল কি ভোগ করতে হোল শশাঙ্ক এবং তার পরিবারকে?Body:কপিConclusion:কপি

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.