ETV Bharat / state

ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ, গ্রেপ্তার 5 - 5 arrested for robbery in asansol

পেট্রল পাম্পে ডাকাতির ছক ভেস্তে দিল কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ৷ ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে ৷ ধৃতদের 10 দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেয় আসানসোল আদালত৷

asn_kulti_dakat_arrest
ড়সড় ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ
author img

By

Published : Feb 3, 2020, 11:27 PM IST

কুলটি, 3 ফেব্রুয়ারি : বড়সড় ডাকাতির ছক ভেস্তে দিল কুলটি থানার পুলিশ৷ ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র সহ 7 রাউন্ড গুলি৷

পুলিশ সূত্রের খবর, রবিবার রাতে স্থানীয় এক পেট্রল পাম্পে ডাকাতির উদ্দেশ্য ছক করে কয়েকজন যুবক৷ সেই মতোই ভোর রাতে অভিযান চালায় পুলিশ৷ ধৃতদের নাম সুশীল কুমার, অমন সিং, বিজয় কুমার, সুনীল কুমার ও চন্দন পাসওয়ান৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি 9 MM পিস্তল, 7 রাউন্ড কার্তুজ, 2টি রড ও দড়ি৷

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের বাড়ি দুর্গাপুর, অন্ডাল ও কুলটি এলাকায়৷ ধৃতদের আসানসোল আদালতে তোলা হলে 10 দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেয় আদালত৷

পুলিশের বক্তব্য, ধৃতদের জিজ্ঞাসাবাদ করলে আরও বড় চক্রের হদিশ মিলতে পারে৷

কুলটি, 3 ফেব্রুয়ারি : বড়সড় ডাকাতির ছক ভেস্তে দিল কুলটি থানার পুলিশ৷ ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র সহ 7 রাউন্ড গুলি৷

পুলিশ সূত্রের খবর, রবিবার রাতে স্থানীয় এক পেট্রল পাম্পে ডাকাতির উদ্দেশ্য ছক করে কয়েকজন যুবক৷ সেই মতোই ভোর রাতে অভিযান চালায় পুলিশ৷ ধৃতদের নাম সুশীল কুমার, অমন সিং, বিজয় কুমার, সুনীল কুমার ও চন্দন পাসওয়ান৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি 9 MM পিস্তল, 7 রাউন্ড কার্তুজ, 2টি রড ও দড়ি৷

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের বাড়ি দুর্গাপুর, অন্ডাল ও কুলটি এলাকায়৷ ধৃতদের আসানসোল আদালতে তোলা হলে 10 দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেয় আদালত৷

পুলিশের বক্তব্য, ধৃতদের জিজ্ঞাসাবাদ করলে আরও বড় চক্রের হদিশ মিলতে পারে৷

Intro:কুলটিঃ বড়সড় ডাকাতির ছক রুখে দিল কুলটি থানার পুলিশ। কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ৫ জন কুখ্যাত দুস্কৃতিকে গ্রেপ্তার করেছে।
ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আধুনিক আগ্নেয়াস্ত্র সহ ৭ রাউন্ড গুলি। কুলটি এলাকার নিষিদ্ধপল্লী লছিপুরের পিছনে একটি জঙ্গল থেকেই গ্রেপ্তার করা হয় ওই ৫ জনকে। ধৃতদের আজ আসানসোল মহকুমা আদালতে তোলা হয়।

কুলটি এলাকার লছিপুর নিষিদ্ধপল্লী এলাকা ক্রমেই অপরাধীদের মুক্তাঞ্চল হয়ে উঠছে। যে কোনও ধরনের অপরাধ করার আগে লছিপুর এলাকায় প্রথমে জড়ো হয় অপরাধীর। অতীতে এমন উদাহরণ ভুরি ভুরি। গতরাতেও গোপনসুত্রে খবর পেয়েছিল কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ, যে কয়েকজন জুস্কৃতি জড়ো হয়েছে
স্থানীয় কোনও পেট্রোল পাম্পে ডাকাতি করার উদ্দেশ্যে। সেই মত পুলিশ অভিযান চালায়। লছিপুর নিষিদ্ধপল্লীর পিছনে জঙ্গল থেকে ৫ জনকে ভোররাতে ধরতে সক্ষম হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সুত্রে জানা গেছে ধৃতদের নাম সুশীল কুমার, অমন সিং, বিজয় কুমার, সুনিল কুমার ও চন্দন পাসয়ান। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি নাইন এমএম এর পিস্তল , ৭ রাউন্ড তাজা কার্তুজ , ২টি
রড ও ১টি দড়ি। পুলিশ জানিয়েছে ধৃতরা দুর্গাপুর, অন্ডাল ও কুলটি এলাকার বাসিন্দা। আজ ওই ৫ দুষ্কৃতীকে আসানসোল আদালতে তোলা হয় ।ধৃতদের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। পুলিশের দাবি ধৃতদের জিজ্ঞাসাবাদ করলে আরও বড়সড় চক্রের হদিশ মিলবে।
Body:..Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.