ETV Bharat / state

খড়গপুরে জোড়া অভিযানে হেরোইন ও গাঁজা সহ 7 জন গ্রেফতার - 22 কেজি গাঁজা

খড়গপুর টাউন থানার জোড়া অভিযানে হেরোইন ও গাঁজা সহ 7 জনকে গ্রেফতার করল পুলিশ ৷ প্রথম ঘটনায় 11 গ্রাম হেরোইন সহ 3 জনকে গ্রেফতার করে পুলিশ ৷ ধৃতদের মধ্য়ে এক দম্পতি রয়েছে ৷ অন্য ঘটনায় তল্লাশিতে 22 কেজি গাঁজা সহ 4 জনকে গ্রেফতার করে খড়গপুর টাউন থানার পুলিশ ৷ এক্ষেত্রে ধৃতরা খড়গপুরে একাধিক ছিনতাইয়ের ঘটনায় যুক্ত রয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা ৷

Police arrest 7 person for Smuggling Heroin and Ganja in Kharagpur
খড়গপুরে জোড়া অভিযানে হেরোইন ও গাঁজা সহ 7 জন গ্রেফতার
author img

By

Published : Jul 18, 2021, 7:22 PM IST

খড়গপুর, 18 জুলাই : করোনা আবহের মধ্যেও গাঁজা ও হেরোইনের মতো মাদকের রমরমা রেল শহর খড়গপুরে ৷ দু’টি পৃথক অভিযানে নেমে মোট 7 জনকে গ্রেফতার করল খড়গপুর টাউন থানার পুলিশ ৷ শনিবার সন্ধ্যায় গ্রাহক সেজে 3 হেরোইন কারবারীকে গ্রেফতার করেছে খড়গপুর টাউন থানার পুলিশ ৷ অন্যদিকে, রাতে অন্য আরেকটি অভিযানে খড়গপুর টাউন থানার পুলিশ 22 কেজি গাঁজা সহ 4 জনকে গ্রেফতার করেছে ৷ উদ্ধার হওয়া গাঁজা ও হেরোইনের বাজারমূল্য কয়েক লাখ টাকা ৷

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে খড়গপুর বারবেটিয়া এলাকায় অভিযান চালায় পুলিশ ৷ সেখানে গ্রাহক সেজে মাদককারবারীদের জন্য ফাঁদ পাতে পুলিশ ৷ একটি বাইকে করে অভিযুক্তরা সেখানে যায় ৷ পুলিশকে হেরোইন বিক্রি করতে গেলে হাতেনাতে তাদের ধরা হয় ৷ ধৃত 3 জনের মধ্যে এক দম্পতি ছিল ৷ এছাড়াও এক যুবককে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতদের নাম নাজিনা বিবি, মুস্তাক খান এবং আজমল খান ৷ প্রথম দু’জন স্বামী-স্ত্রী, তাদের বাড়ি নারায়ণগড়ের কসবা গ্রামে ৷ দ্বিতীয় মাদককারবারীর বাড়ি তেঁতুলিয়া-ভূমিজান গ্রামে ৷ ধৃতদের কাছ থেকে 11 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে ৷

অন্যদিকে, রাতে 22 কেজি গাঁজা সহ 4 যুবককে গ্রেফতার করে খড়গপুর টাউন থানার পুলিশ ৷ নিমপুরা এলাকায় ওই 4 জনকে আটক করে তল্লাশি চালালে 22 কেজি গাঁজা উদ্ধার হয় ৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে ধৃতদের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগও রয়েছে ৷ খড়গপুর শহরের বিভিন্ন এলাকায় এরা ছিনতাইয়ের সঙ্গে জড়িত ৷ খড়পুরের বিদ্য়াসাগর এলাকায় এক সেনাকর্মীর স্ত্রীর গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালিয়েছিল এরা ৷ পুলিশের কাছে সিসিটিভি ফুটেজে এদের ছবিও আছে ৷ ধৃতরা হল, সুরেশকুমার যাদব, টি ভেঙ্কট রাও, উজ্জ্বল স্বর্ণকার এবং ছোটু কেসরিয়া ৷ পুলিশ জানিয়েছে, খড়গপুর শহরকে সুরক্ষিত এবং অপরাধ মুক্ত করতে এমন অভিযান আরও চলবে ৷

খড়গপুর, 18 জুলাই : করোনা আবহের মধ্যেও গাঁজা ও হেরোইনের মতো মাদকের রমরমা রেল শহর খড়গপুরে ৷ দু’টি পৃথক অভিযানে নেমে মোট 7 জনকে গ্রেফতার করল খড়গপুর টাউন থানার পুলিশ ৷ শনিবার সন্ধ্যায় গ্রাহক সেজে 3 হেরোইন কারবারীকে গ্রেফতার করেছে খড়গপুর টাউন থানার পুলিশ ৷ অন্যদিকে, রাতে অন্য আরেকটি অভিযানে খড়গপুর টাউন থানার পুলিশ 22 কেজি গাঁজা সহ 4 জনকে গ্রেফতার করেছে ৷ উদ্ধার হওয়া গাঁজা ও হেরোইনের বাজারমূল্য কয়েক লাখ টাকা ৷

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে খড়গপুর বারবেটিয়া এলাকায় অভিযান চালায় পুলিশ ৷ সেখানে গ্রাহক সেজে মাদককারবারীদের জন্য ফাঁদ পাতে পুলিশ ৷ একটি বাইকে করে অভিযুক্তরা সেখানে যায় ৷ পুলিশকে হেরোইন বিক্রি করতে গেলে হাতেনাতে তাদের ধরা হয় ৷ ধৃত 3 জনের মধ্যে এক দম্পতি ছিল ৷ এছাড়াও এক যুবককে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতদের নাম নাজিনা বিবি, মুস্তাক খান এবং আজমল খান ৷ প্রথম দু’জন স্বামী-স্ত্রী, তাদের বাড়ি নারায়ণগড়ের কসবা গ্রামে ৷ দ্বিতীয় মাদককারবারীর বাড়ি তেঁতুলিয়া-ভূমিজান গ্রামে ৷ ধৃতদের কাছ থেকে 11 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে ৷

অন্যদিকে, রাতে 22 কেজি গাঁজা সহ 4 যুবককে গ্রেফতার করে খড়গপুর টাউন থানার পুলিশ ৷ নিমপুরা এলাকায় ওই 4 জনকে আটক করে তল্লাশি চালালে 22 কেজি গাঁজা উদ্ধার হয় ৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে ধৃতদের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগও রয়েছে ৷ খড়গপুর শহরের বিভিন্ন এলাকায় এরা ছিনতাইয়ের সঙ্গে জড়িত ৷ খড়পুরের বিদ্য়াসাগর এলাকায় এক সেনাকর্মীর স্ত্রীর গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালিয়েছিল এরা ৷ পুলিশের কাছে সিসিটিভি ফুটেজে এদের ছবিও আছে ৷ ধৃতরা হল, সুরেশকুমার যাদব, টি ভেঙ্কট রাও, উজ্জ্বল স্বর্ণকার এবং ছোটু কেসরিয়া ৷ পুলিশ জানিয়েছে, খড়গপুর শহরকে সুরক্ষিত এবং অপরাধ মুক্ত করতে এমন অভিযান আরও চলবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.