ETV Bharat / state

পাইপ লাইনে বাড়ছে তেল চুরি, সংকটের আশঙ্কা - চুরির ঘটনা গলসি

ইন্ডিয়ান অয়েলের রাজবাঁধ স্টেশনের জেনেরাল ম্যানেজার আশুতোষ কুমার মেহতা বলেন ," গলসি এলাকায় তেল চুরি হচ্ছে রাতের দিকে । তারা সিস্টেমের মাধ্যমেই জানতে পেরে যান কোথাও কী ঘটনা ঘটছে ।"

galsi pipe line oil steal
তেল চুরি
author img

By

Published : Dec 19, 2019, 2:03 PM IST

গলসি , 19 ডিসেম্বর : গলসিতে রাতের অন্ধকারে চুরি হচ্ছে পাইপ লাইনের তেল । আর তা ক্রমাগত বেড়েই চলেছে । ফলে রাজ্যে পেট্রল, ডিজ়েলের ঘাটতি দেখা দিতে পারে । এমনটাই আশঙ্কা করছেন ইন্ডিয়ান ওয়েলের কর্তারা । এতে সাধারণ মানুষই সমস্যায় পড়বেন ।

দেখুন ভিডিয়ো

এপ্রসঙ্গে ইন্ডিয়ান অয়েলের রাজবাঁধ স্টেশনের জেনেরাল ম্যানেজার আশুতোষ কুমার মেহতা বলেন, "গলসি এলাকায় তেল চুরি হচ্ছে রাতের দিকে । সিস্টেমের মাধ্যমেই জানতে পারছি কোথায় কী ঘটনা ঘটছে । দুঃখের বিষয় বেশ কয়েকদিন ধরে বেশ কিছু জায়গায় পাইপ লাইনে তেল চুরির ঘটনা বাড়ছে । আমরা পুলিশের সহযোগিতা পাচ্ছি । পুলিশের কাছে আরও কিছু সহযোগিতা চাই । কারণ যেভাবে তেল চুরির ঘটনা বাড়ছে তাতে রাষ্ট্রের পক্ষে ক্ষতিকর । এই পাইপলাইন হলদিয়া থেকে বিহারের বারাউনি পর্যন্ত চলে গেছে । সারা রাজ্যে এই লাইনের মাধ্যমে তেল সরবরাহ করা হয় । কিন্তু কোথাও যদি লাইনে সমস্যা থাকে তাহলে তেল সরবরাহের কাজ বন্ধ হয়ে যায় । ফলে রাজ্যজুড়ে পেট্রল, ডিজ়েলের সংকট দেখা দেবে । তাই গ্রামবাসী কিংবা স্থানীয়দের সতর্ক হওয়া উচিত। কোনও ঘটনা ঘটলে তাদের বিষয়টি জানানো উচিত । গ্রামবাসী কিংবা স্থানীয়দের সহযোগিতা পেলে আমাদের কাজ করতে আরও সুবিধা হয় ।"

গলসি , 19 ডিসেম্বর : গলসিতে রাতের অন্ধকারে চুরি হচ্ছে পাইপ লাইনের তেল । আর তা ক্রমাগত বেড়েই চলেছে । ফলে রাজ্যে পেট্রল, ডিজ়েলের ঘাটতি দেখা দিতে পারে । এমনটাই আশঙ্কা করছেন ইন্ডিয়ান ওয়েলের কর্তারা । এতে সাধারণ মানুষই সমস্যায় পড়বেন ।

দেখুন ভিডিয়ো

এপ্রসঙ্গে ইন্ডিয়ান অয়েলের রাজবাঁধ স্টেশনের জেনেরাল ম্যানেজার আশুতোষ কুমার মেহতা বলেন, "গলসি এলাকায় তেল চুরি হচ্ছে রাতের দিকে । সিস্টেমের মাধ্যমেই জানতে পারছি কোথায় কী ঘটনা ঘটছে । দুঃখের বিষয় বেশ কয়েকদিন ধরে বেশ কিছু জায়গায় পাইপ লাইনে তেল চুরির ঘটনা বাড়ছে । আমরা পুলিশের সহযোগিতা পাচ্ছি । পুলিশের কাছে আরও কিছু সহযোগিতা চাই । কারণ যেভাবে তেল চুরির ঘটনা বাড়ছে তাতে রাষ্ট্রের পক্ষে ক্ষতিকর । এই পাইপলাইন হলদিয়া থেকে বিহারের বারাউনি পর্যন্ত চলে গেছে । সারা রাজ্যে এই লাইনের মাধ্যমে তেল সরবরাহ করা হয় । কিন্তু কোথাও যদি লাইনে সমস্যা থাকে তাহলে তেল সরবরাহের কাজ বন্ধ হয়ে যায় । ফলে রাজ্যজুড়ে পেট্রল, ডিজ়েলের সংকট দেখা দেবে । তাই গ্রামবাসী কিংবা স্থানীয়দের সতর্ক হওয়া উচিত। কোনও ঘটনা ঘটলে তাদের বিষয়টি জানানো উচিত । গ্রামবাসী কিংবা স্থানীয়দের সহযোগিতা পেলে আমাদের কাজ করতে আরও সুবিধা হয় ।"

Intro:পাইপ লাইনে বাড়ছে তেল চুরি, তেল সংকটের আশংকা কর্তৃপক্ষের

পুলক যশ, গলসি


রাতের অন্ধকারে চলছে ইন্ডিয়ান অয়েলের পাইপ লাইনের তেল চুরি। এইভাবে তেল চুরি বাড়তে থাকলে রাজ্যে পেট্রোল ডিজেলের ঘাটতি দেখা দেবে এমনই আশংকা করছেন ইন্ডিয়ান ওয়েলের কর্তারা। ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়বেন। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা সূত্রে জানা গেছে হলদিয়া থেকে বিহারের বারাউনি পর্যন্ত এই পাইপলাইন গেছে। এই লাইনের মাধ্যমেই সারা রাজ্যে তেল সরবরাহ করা হয়। কিন্তু ইদানিং পাইপলাইনে তেল চুরির পরিমাণ বাড়ছে। ফলে একদিকে যেমন রাষ্ট্রের আর্থিক ক্ষতি বাড়ছে অন্যদিকে রাজ্য জুড়ে পেট্রোল ডিজেলের সংকট দেখা দেবে এমনই আশংকা করছেন সংস্থার কর্তাব্যক্তিরা।


ইন্ডিয়ান অয়েলের রাজবাঁধ স্টেশনের জেনারেল ম্যানেজার
আশুতোষ কুমার মেহতা বলেন , গলসি এলাকায় তেল চুরি হচ্ছে রাতের দিকে। তারা সিস্টেমের মাধ্যমেই জানতে পেরে যান কোথাও কিছু ঘটনা ঘটছে। তিনি বলেন, দুঃখের বিষয় বেশ কয়েকদিন ধরে বেশ কিছু জায়গায় পাইপ লাইনে তেল চুরির ঘটনা বাড়ছে। আমরা পুলিশের সহযোগিতা পাচ্ছি। আমরা পুলিশের কাছে আরো কিছু সহযোগিতা চাই। কারণ যেভাবে তেল চুরির ঘটনা বাড়ছে তাতে রাষ্ট্রের পক্ষে ক্ষতিকর। এই পাইপলাইন হলদিয়া থেকে বিহারের বারাউনি পর্যন্ত চলে গেছে।সারা রাজ্যে এই লাইনের মাধ্যমে তেল সরবরাহ করা হয়। কিন্তু কোথাও যদি লাইনে গন্ডগোল ঘটে তাহলে তেল সরবরাহের কাজ বন্ধ হয়ে যায়। ফলে রাজ্য জুড়ে পেট্রোল ডিজেলের সংকট দেখা দেবে। তাই গ্রামবাসী কিংবা স্থানীয়দের সতর্ক হওয়া উচিৎ। কোন ঘটনা ঘটলে তাদের বিষয়টি জানানো উচিত। যদিও আমাদের সিস্টেমের মাধ্যমেই আমরা জানতে পেরে যাই কোথাও কোন ঘটনা ঘটছে কি না। গ্রামবাসী কিংবা স্থানীয়দের সহযোগিতা পেলে আমাদের কাজ করতে আরো সুবিধা হয়।

সংস্থার রাজবাঁধ স্টেশনের চিফ অপারেশন ম্যানেজার সন্দীপ কুমার সুমন বলেন , এটা হলদিয়া বারাউনি পাইপ লাইন। সারা রাজ্যে এই পাইপ লাইনের মাধ্যমে তেল সরবরাহ করা হয়। একাধিকবার পাইপ লাইনে তেল চুরির ঘটনা ঘটছে। দুষ্কৃতীরা রাতের অন্ধকারে ওই লাইনে ভাল্ব জাতীয় জিনিস লাগিয়ে তেল চুরির চেষ্টা করছে।Body:পাইপ লাইনে বাড়ছে তেল চুরি, তেল সংকটের আশংকা কর্তৃপক্ষেরConclusion:পাইপ লাইনে বাড়ছে তেল চুরি, তেল সংকটের আশংকা কর্তৃপক্ষের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.