দুর্গাপুর , 5 মে - নাবালিকাকে একাধিকবার ধর্ষণ ৷ অভিযোগ উঠল পশ্চিম বর্ধমান জেলা BJP-র সভাপতি লক্ষ্মণ ঘোড়ুইয়ের ভাইপো সহদেব ঘোড়ুইয়ের বিরুদ্ধে ৷ নিষিদ্ধ মাদক দ্রব্য খাইয়ে ধর্ষণ করে নিগৃহীতার ছবি তুলে রাখে ৷ সেই ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ ৷ কিন্তু অভিযোগের 24 ঘণ্টা পরেও অধরা BJP-র জেলা সভাপতির ভাইপো ।
ঘটনার নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস । যদিও পশ্চিম বর্ধমান জেলার BJP সভাপতি বলেন , আইন আইনের পথে চলবে । ধর্ষণের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ৷ তবে ভাইপোর সঙ্গে ওই নাবালিকার প্রণয়ের সম্পর্ক ছিল বলে তিনি শুনেছেন । কাঁকসা থানার পুলিশের পক্ষ থেকে দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করার কথা জানানো হয়েছে ৷
দুর্গাপুরের কাঁকসা থানা এলাকার বামনাবেড়া গ্রামে থাকেন পশ্চিম বর্ধমান জেলার BJP-র সভাপতি লক্ষ্মণ ঘড়ুই । ওই একই গ্রামে বাস করেন তাঁর ভাইপো সহদেব ঘড়ুই । কাঁকসা দু'নম্বর মণ্ডল BJP-র প্রাক্তন সভাপতি সহদেব দলীয় কাজকর্ম নিয়ে এক BJP কর্মীর বাড়িতে যেত ৷ সহদেব ওই দলীয় কর্মীর 16 বছর বয়সি নাবালিকা মেয়েকে প্রথমদিকে বোন বলত ।
অভিযোগ , একদিন ওই নাবালিকা কম্পিউটার প্রশিক্ষণের পর বাড়ি ফেরার পথে সহদেব নাবালিকাকে দুর্গাপুরের একটি জায়গায় নিয়ে তাকে লস্যি জাতীয় কোনও ঠান্ডা পানীয়-র সঙ্গে নিষিদ্ধ মাদক মিশিয়ে খাওয়ায় ৷ তারপর ওই নাবালিকাকে ধর্ষণ করা হয় এবং সহদেব সেই ছবি তুলে রাখে বলেও ওই নাবালিকার অভিযোগ । এরপর থেকেই ওই ছবি দেখিয়ে এমনকী , তার বাবা-মাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করে ৷ মঙ্গলবার কাঁকসা থানায় এমনটাই অভিযোগ জানায় ওই নাবালিকা । ওই নাবালিকার দাবি , মোবাইলে তুলে রাখা ছবি সোশাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়ার ভয় দেখাত সহদেব ঘোড়ুই ।
নাবালিকার বাবা তথা BJP-র ওই কর্মীর অভিযোগ ," আজ আমি বলতে বাধ্য হচ্ছি সব দলেই দুষ্কৃতীরা আছে ।রাজনৈতিক প্রভাব খাটিয়েছে সহদেব । কারণ সে জানে তার মাথার উপরে তার কাকার হাত আছে । আমরা চাই দোষীর কঠোরতম শাস্তি হোক ।"
মঙ্গলবার দুপুরে ওই নাবালিকার বাবা কাঁকসা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে । কিন্তু অভিযোগের 24 ঘণ্টা পর এখনও পর্যন্ত পুলিশের হাতে অধরা BJP-র জেলা সভাপতির ভাইপো সহদেব ঘোড়ুই । মঙ্গলবার ওই নাবালিকার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করানো হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ।
এই বিষয় নিয়ে কাঁকসার তৃণমূল নেতা দেবদাস বক্সী বলেন ,"BJP যে দুষ্কৃতীদের দল , এই ঘটনা সেই কথাকেই প্রমাণ করে । একজন জেলা সভাপতির ভাইপোর এই কুকর্ম কখনওই মেনে নেওয়া যায় না । আমি চাইছি ওই কর্মী যেন সুবিচার পান ।"
BJP-র পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই বলেন ," আমি এই ঘটনার কথা শুনে খুব অবাক হচ্ছি । কয়েকদিন আগেও মেয়েটির বাবা আমার কাছে এসেছিল বিয়ে দেওয়ার প্রস্তাব নিয়ে । ধর্ষণের অভিযোগ নিয়ে আমাকে কিন্তু তখনও বলা হয়নি । আমার ভাইপো আমার সঙ্গে থাকে না । আমার বাড়ি থেকে দূরে থাকে । আমি জানতাম ওই মেয়েটির সঙ্গে তার প্রণয় জনিত সম্পর্ক আছে । আইন আইনের পথেই চলবে । সে আমার কাছের মানুষ হোক , আত্মীয় হোক ৷ দোষী হলে শাস্তি পাওয়া উচিত । ওই নাবালিকার বাবা অত্যন্ত ভালো মানুষ । তিনি BJP-র একজন কর্মী এবং আমার সঙ্গে দীর্ঘদিন তিনি রাজনীতি করছেন ৷ আমি এটুকু বলতেই পারি।"
এনিয়ে ,DCP (পূর্ব) অভিষেক গুপ্তা জানান " অভিযোগ পেয়েছি । ধর্ষণ এবং POCSO আইন অনুযায়ী মামলা হয়েছে ৷ দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে । "