ETV Bharat / state

আসানসোলে "ভাইরাল" বৃক্ষরোপণ - Facebook Group

আসানসোল শহরকে সবুজে মুড়তে বৃক্ষরোপণের ফেসবুক বার্তা ভাইরাল । আসানসোলের বিভিন্ন পাড়ায়, ব্লকে, রাস্তার ধারে চলছে সবুজায়ন উৎসব ।

আসানসোল
author img

By

Published : Jul 22, 2019, 6:00 AM IST

Updated : Jul 22, 2019, 7:51 AM IST

আসানসোল, 22 জুলাই : আজকের ডিজিটাল যুগে ভাইরাল শব্দটি বেশ প্রচলিত । ফেসবুকে প্রতিদিনই কিছু না কিছু ভাইরাল হয় । তবে সবই ফেসবুকের পাতায় । আসানসোলের চিত্রটা আলাদা । শহরকে সবুজে মুড়তে বৃক্ষরোপণের বার্তা ভাইরাল । আর তা হয়েছে ফেসবুকের সৌজন্যেই । আসানসোলের বিভিন্ন পাড়ায়, ব্লকে, রাস্তার ধারে চলছে সবুজায়ন উৎসব । সৌজন্যে ফেসবুকের বন্ধুরা ।

Asansole
" একটি গাছ, একটি প্রাণ "

আসানসোল নামে ফেসবুকে দুটি গ্রুপ আছে । একটি ইংরেজিতে লেখা "Asansol" । অন্যটি বাংলায় "আসানসোল"। এই দুটি গ্রুপে কমপক্ষে দেড় লাখের উপরে সদস্য-সদস্যা রয়েছে । গ্রুপ অ্যাডমিনরা সকল সদস্যদের কাছে আবেদন করেছিলেন, "আসুন এই বিপদের সময় গাছ লাগাই । " আর সেই বার্তাই ভাইরাল হয়েছে অন্যভাবে ।

Asansole
আসানসোলের মহিলা উদ্যোগের বৃক্ষ রোপণ

আসানসোলজুড়ে কার্যত উৎসবের রূপ নিয়েছে সেই বার্তা । সবুজায়ন উৎসব শুরু হয় আসানসোল BNR মোড় থেকে কোর্ট পর্যন্ত । রাস্তার দুই ধারে গাছ লাগানো হয় । শুধু গাছ লাগানো নয়, নিয়ম করে বেড়া দেওয়া, প্রতিদিন পরিচর্যা করা এবং বেড়ার দেওয়ালে সুন্দর ভাবে স্লোগান লিখে মানুষজনকে সচেতন করতে অসাধারণ উদ্যোগ নিয়েছে "আসানসোল" গ্রুপ । এরপর শহরের অন্যান্য জায়গাতেও এই উৎসবের পরশ লেগেছে । "আসানসোল" গ্রুপের অ্যাডমিনরা জানিয়েছেন, প্রতিদিন প্রচুর মানুষ তাঁদের এই উদ্যোগে সামিল হচ্ছেন । তাঁরা নিজেরাই চাঁদা তুলে শহরের বুকে সবুজায়নে নেমেছেন ।

Asansole
" গাছ লাগান, গাছ বাঁচান "

এদিকে "Asansol" গ্রুপের উদ্যোগেও পৃথকভাবে গাছ লাগানো শুরু হয়েছে । প্রথমে আসানসোলের কল্যাণপুর এবং জেলা হাসপাতালজুড়ে গাছ লাগিয়েছে তারা । সেই সঙ্গে বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছে গাছগুলিকে । "Asansol" গ্রুপের অ্যাডমিনরা জানিয়েছেন, তাঁরা নিয়মকরে দায়িত্ব ভাগ করে নিয়েছেন । কেউ জায়গা নির্বাচন করছে, কেউ গাছ কিনে আনছে, কেউ ফান্ড কালেকশন করছে, আবার গাছের পরিচর্যার দায়িত্ব কেউ কেউ নিজের কাঁধে তুলে নিয়েছেন ।

Asansole
" পাড়ায় পাড়ায় বৃক্ষরোপণ"

এখানেই থেমে নেই আসানসোলের বৃক্ষরোপণ উৎসব । ফেসবুকে গাছ লাগানোর ছবি ও বার্তা পোস্ট হওয়া শুরু হতেই পরপর বৃক্ষরোপণ উৎসব চলছে আসানসোলের বিভিন্ন প্রান্তে ।

Asansole
" সবুজ বনই বাঁচিয়ে রাখবে এ বিশ্ব পরিবেশ"

আসানসোলের "মহিলা উদ্যোগ" নামের একটি মহিলাদের সংগঠনও শহরের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করছে । ঘরের কাজ সেরে মাহিলারা হাতে তুলে নিয়েছেন বৃক্ষরোপণের সরঞ্জাম । "মহিলা উদ্যোগ"-এর পক্ষ থেকে সুদেষ্ণা ঘটক বলেন, "আমরা প্রত্যেকেই প্রায় মধ্যবয়স্ক । গাঁইতি কোদাল নিয়ে নিজেরাই শহরকে সবুজ করতে নেমে পড়েছি ।"

উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে আসানসোল পৌরনিগমও । মেয়র পারিষদ অভিজিৎ ঘটক বলছেন, "সত্যিই আমরা অভিভূত । পৌরনিগমের পক্ষ থেকে ওদের সবরকম সহযোগিতা করতে তৈরি ।"

আসানসোল, 22 জুলাই : আজকের ডিজিটাল যুগে ভাইরাল শব্দটি বেশ প্রচলিত । ফেসবুকে প্রতিদিনই কিছু না কিছু ভাইরাল হয় । তবে সবই ফেসবুকের পাতায় । আসানসোলের চিত্রটা আলাদা । শহরকে সবুজে মুড়তে বৃক্ষরোপণের বার্তা ভাইরাল । আর তা হয়েছে ফেসবুকের সৌজন্যেই । আসানসোলের বিভিন্ন পাড়ায়, ব্লকে, রাস্তার ধারে চলছে সবুজায়ন উৎসব । সৌজন্যে ফেসবুকের বন্ধুরা ।

Asansole
" একটি গাছ, একটি প্রাণ "

আসানসোল নামে ফেসবুকে দুটি গ্রুপ আছে । একটি ইংরেজিতে লেখা "Asansol" । অন্যটি বাংলায় "আসানসোল"। এই দুটি গ্রুপে কমপক্ষে দেড় লাখের উপরে সদস্য-সদস্যা রয়েছে । গ্রুপ অ্যাডমিনরা সকল সদস্যদের কাছে আবেদন করেছিলেন, "আসুন এই বিপদের সময় গাছ লাগাই । " আর সেই বার্তাই ভাইরাল হয়েছে অন্যভাবে ।

Asansole
আসানসোলের মহিলা উদ্যোগের বৃক্ষ রোপণ

আসানসোলজুড়ে কার্যত উৎসবের রূপ নিয়েছে সেই বার্তা । সবুজায়ন উৎসব শুরু হয় আসানসোল BNR মোড় থেকে কোর্ট পর্যন্ত । রাস্তার দুই ধারে গাছ লাগানো হয় । শুধু গাছ লাগানো নয়, নিয়ম করে বেড়া দেওয়া, প্রতিদিন পরিচর্যা করা এবং বেড়ার দেওয়ালে সুন্দর ভাবে স্লোগান লিখে মানুষজনকে সচেতন করতে অসাধারণ উদ্যোগ নিয়েছে "আসানসোল" গ্রুপ । এরপর শহরের অন্যান্য জায়গাতেও এই উৎসবের পরশ লেগেছে । "আসানসোল" গ্রুপের অ্যাডমিনরা জানিয়েছেন, প্রতিদিন প্রচুর মানুষ তাঁদের এই উদ্যোগে সামিল হচ্ছেন । তাঁরা নিজেরাই চাঁদা তুলে শহরের বুকে সবুজায়নে নেমেছেন ।

Asansole
" গাছ লাগান, গাছ বাঁচান "

এদিকে "Asansol" গ্রুপের উদ্যোগেও পৃথকভাবে গাছ লাগানো শুরু হয়েছে । প্রথমে আসানসোলের কল্যাণপুর এবং জেলা হাসপাতালজুড়ে গাছ লাগিয়েছে তারা । সেই সঙ্গে বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছে গাছগুলিকে । "Asansol" গ্রুপের অ্যাডমিনরা জানিয়েছেন, তাঁরা নিয়মকরে দায়িত্ব ভাগ করে নিয়েছেন । কেউ জায়গা নির্বাচন করছে, কেউ গাছ কিনে আনছে, কেউ ফান্ড কালেকশন করছে, আবার গাছের পরিচর্যার দায়িত্ব কেউ কেউ নিজের কাঁধে তুলে নিয়েছেন ।

Asansole
" পাড়ায় পাড়ায় বৃক্ষরোপণ"

এখানেই থেমে নেই আসানসোলের বৃক্ষরোপণ উৎসব । ফেসবুকে গাছ লাগানোর ছবি ও বার্তা পোস্ট হওয়া শুরু হতেই পরপর বৃক্ষরোপণ উৎসব চলছে আসানসোলের বিভিন্ন প্রান্তে ।

Asansole
" সবুজ বনই বাঁচিয়ে রাখবে এ বিশ্ব পরিবেশ"

আসানসোলের "মহিলা উদ্যোগ" নামের একটি মহিলাদের সংগঠনও শহরের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করছে । ঘরের কাজ সেরে মাহিলারা হাতে তুলে নিয়েছেন বৃক্ষরোপণের সরঞ্জাম । "মহিলা উদ্যোগ"-এর পক্ষ থেকে সুদেষ্ণা ঘটক বলেন, "আমরা প্রত্যেকেই প্রায় মধ্যবয়স্ক । গাঁইতি কোদাল নিয়ে নিজেরাই শহরকে সবুজ করতে নেমে পড়েছি ।"

উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে আসানসোল পৌরনিগমও । মেয়র পারিষদ অভিজিৎ ঘটক বলছেন, "সত্যিই আমরা অভিভূত । পৌরনিগমের পক্ষ থেকে ওদের সবরকম সহযোগিতা করতে তৈরি ।"

Intro:আজকের যুগে ভাইরাল শব্দটি বড্ড বেশি প্রচলিত। ফেসবুকে নাকি যা খুশি ভাইরাল হতে পারে।কিন্তু শহরকে সবুজায়ন করতে গাছ লাগানোর বার্তা যে ভাইরাল ভাইরাল হয়ে যেতে পারে, তার সাক্ষী থাকল আসানসোল আসানসোলে গাছ লাগানো এখন কার্যত ভাইরাল। আর তা হয়েছে ফেসবুকের কল্যাণে। বিভিন্ন পাড়ায় ব্লকে রাস্তার ধারে চলছে সবুজায়ন উৎসব। সৌজন্যে ফেসবুকের বন্ধুরা।

আসানসোল নামে ফেসবুকে দুটি গ্রুপ আছে। একটি ইংরেজিতে লেখা "Asansol" । অন্যটি বাংলায় "আসানসোল"। এই দুটি গ্রুপে কমপক্ষে গ্রুপে কমপক্ষে কমপক্ষে দেড় লক্ষের উপরে উপরে সদস্য। গ্রুপ এডমিনরা সাধারণভাবে আবেদন রেখেছিলেন, আসুন এই বিপদের সময় গাছ লাগাই। আর সেই বার্তাই লাগাতাএ একটি উৎসবের রূপ নিতে পারে তা তাদের ধারনাতেই ছিল না না ছিল না না। "আসানসোল" গ্রুপের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়ার পর প্রচুর মানুষ এগিয়ে আসেন। সবুজায়নের উৎসবে প্রথম শুরু হয় আসানসোল হয় আসানসোল বিএনআর মোড় থেকে কোর্ট পর্যন্ত। রাস্তার দুই ধারে গাছ লাগানো হয়। শুধু গাছ লাগানো নয়, নিয়ম করে বেড়া দেওয়া, প্রতিদিন পরিচর্যা করা এবং বেড়ার দেওয়ালে সুন্দর ভাবে স্লোগান লিখে মানুষজনকে সচেতন করতে অসাধারণ উদ্যোগ নেয় "আসানসোল" গ্রুপ। তারা তারপর অন্যত্র আবার এই "সবুজ উদ্যোগে" সামিল হয়। "আসানসোল" গ্রুপের এডমিন "দেবাদৃতা, প্রশান্তরা জানায়, প্রচুর মানুষ রোজ আসছেন। আমরাই নিজেরাই চাঁদা তুলে শহরের বুকে এমন সবুজায়ন করতে নেমেছি"।
এর পাশাপাশি " ASANSOL" গ্রুপের ই-মোশনের উদ্যোগের তরফ থেকে পৃথকভাবে গাছ লাগানো শুরু হয়। তারাও প্রথমে আসানসোলের কল্যাণপুর এলাকায় এবং জেলা হাসপাতাল জুড়ে প্রচুর গাছ লাগায়। সাথে সাথে বাঁশের বেড়া দিয়ে সুন্দর ভাবে পরিচর্যা করছে গাছগুলির। গ্রুপ এডমিন অর্ক, প্রিয়াংকা জানায়, নিয়মকরে দায়িত্ব ভাগ করে দিয়ে গাছগুলির পরিচর্যা চলছে।
তবে এখানেই থেমে থাকেনি। ফেসবুকের এই গাছ লাগানোর ছবি ও বার্তা ভাইরাল হতে শুরু করে। পরপর গাছ লাগানোর উৎসব চলতেই থাকে শহরের বিভিন্ন জায়গায়। সাধারণ মানুষেরা ফেসবুকেই বন্ধু খুঁজে নিয়ে রীতিমত শহরকে সবুজ বিভিন্ন জায়গায় এমন উৎসবের বারে বারে বারে আয়োজন করা করছে। আর সেই ছবি ফেসবুকে আপলোড হচ্ছে ক্রমশ। আসানসোলের মহিশীলাতে ১০০ টির বেশী এইভাবে গাছ লাগান হয়েছে। চলছে যত্ন, পরিচর্যা। আসানসোলের "মহিলা উদ্যোগ" নামে আরও একটি মহিলাদের সংগঠনও এগিয়ে এসেছে শহরের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করতে। মহিলা উদ্যোগের পক্ষ থেকে সুদেষ্ণা ঘটক জানান, "আমরা প্রত্যেকেই প্রায় মধ্যবয়স্ক। গাঁইতি কোদাল নিয়ে নিজেরাই নেমে পড়েছি শহরকে সবুজ করতে।"
এখনও পর্যন্ত প্রায় আসানসোলে এক হাজারের বেশি বেশি গাছ লাগানো হয়েছে এবং পরিচর্যা করা হয়েছে। গত একমাস ধরে এই কাজে সবার এগিয়ে আসা কার্যত নজিরবিহীন উদ্যোগ। আসানসোল পুরনিগমের পক্ষ থেকেও প্রত্যেককেই সহযোগিতা করা হচ্ছে।
মেয়র পরিষদ অভিজিৎ ঘটক আসানসোলবাসীর এমন চেতনার উন্মেষ দেখে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।Body:..Conclusion:
Last Updated : Jul 22, 2019, 7:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.