দুর্গাপুর, 17 জুন : NRS-এর ঘটনার প্রতিবাদে আজ দেশজুড়ে IMA-এর ধর্মঘট চলছে । বন্ধ সব সরকারি ও বেসরকারি হাসপাতালের আউটডোর পরিষেবা । এরই মধ্যে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ উঠল দুর্গাপুর মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে । আউটডোরে চেকআপের জন্য টিকিট কাটার পরও মিলল না চিকিৎসা পরিষেবা । তিনঘণ্টা অপেক্ষা করার পর ফিরে যেতে হল রোগী ও তার পরিজনদের ।
আজ সকাল থেকে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে আউটডোরে চেক আপের জন্য টিকিট দেওয়া হচ্ছিল । কিন্তু তিনঘণ্টা পরও চেক আপ শুরু না হওয়ায় কখন থেকে চেক আপ শুরু হবে জানতে চায় রোগী ও তার পরিজনরা । অভিযোগ, সেইসময় টিকিট ঘর থেকে জানানো হয় আজ চিকিৎসকরা আসবেন না । বাড়ি ফিরে যেতে বলা হয় রোগীদের । এরপরেই ক্ষোভ দেখা যায় রোগী ও তার পরিজনদের মধ্যে । তাদের দাবি, এবার আন্দোলন প্রত্যাহার করে নিন চিকিৎসকরা ।
দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিজের সন্তানের চিকিৎসার জন্য আসা পিউ মণ্ডল বলেন, "আমি চাইল্ড স্পেশালিটসকে দেখাতে এসেছিলাম । যখন টিকিট দেওয়া হল তখন বলা হল ডাক্তার আসবেন । এখন বলছে ডাক্তার আসবেন না । বাড়ি চলে যান । অসুস্থ বাচ্চাকে নিয়ে এসেছিলাম । তাই বাধ্য হয়ে বাড়ি চলে যাচ্ছি । আমরা চিকিৎসকদের ভগবান মনে করি । আমাদের কিছু হলে যেমন ভগবানের কাছে প্রার্থনা করি, তেমন অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই । তাই যত তাড়াতাড়ি সম্ভব এই ধর্মঘট তুলে নেওয়াই বাঞ্চনীয় ।"