ETV Bharat / state

দুর্গাপুর হাসপাতালে আউটডোরের টিকিট কেটেও পরিষেবা পেলেন না রোগীরা - durgapur mahakuma hospital

সকাল থেকেই দেওয়া হচ্ছে আউটডোরের টিকিট । তারপরও চিকিৎসা পরিষেবা না পেয়েই ফিরে যেতে হল রোগীদের ।

হাসপাতাল
author img

By

Published : Jun 17, 2019, 2:29 PM IST

দুর্গাপুর, 17 জুন : NRS-এর ঘটনার প্রতিবাদে আজ দেশজুড়ে IMA-এর ধর্মঘট চলছে । বন্ধ সব সরকারি ও বেসরকারি হাসপাতালের আউটডোর পরিষেবা । এরই মধ্যে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ উঠল দুর্গাপুর মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে । আউটডোরে চেকআপের জন্য টিকিট কাটার পরও মিলল না চিকিৎসা পরিষেবা । তিনঘণ্টা অপেক্ষা করার পর ফিরে যেতে হল রোগী ও তার পরিজনদের ।

আজ সকাল থেকে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে আউটডোরে চেক আপের জন্য টিকিট দেওয়া হচ্ছিল । কিন্তু তিনঘণ্টা পরও চেক আপ শুরু না হওয়ায় কখন থেকে চেক আপ শুরু হবে জানতে চায় রোগী ও তার পরিজনরা । অভিযোগ, সেইসময় টিকিট ঘর থেকে জানানো হয় আজ চিকিৎসকরা আসবেন না । বাড়ি ফিরে যেতে বলা হয় রোগীদের । এরপরেই ক্ষোভ দেখা যায় রোগী ও তার পরিজনদের মধ্যে । তাদের দাবি, এবার আন্দোলন প্রত্যাহার করে নিন চিকিৎসকরা ।

দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিজের সন্তানের চিকিৎসার জন্য আসা পিউ মণ্ডল বলেন, "আমি চাইল্ড স্পেশালিটসকে দেখাতে এসেছিলাম । যখন টিকিট দেওয়া হল তখন বলা হল ডাক্তার আসবেন । এখন বলছে ডাক্তার আসবেন না । বাড়ি চলে যান । অসুস্থ বাচ্চাকে নিয়ে এসেছিলাম । তাই বাধ্য হয়ে বাড়ি চলে যাচ্ছি । আমরা চিকিৎসকদের ভগবান মনে করি । আমাদের কিছু হলে যেমন ভগবানের কাছে প্রার্থনা করি, তেমন অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই । তাই যত তাড়াতাড়ি সম্ভব এই ধর্মঘট তুলে নেওয়াই বাঞ্চনীয় ।"

দুর্গাপুর, 17 জুন : NRS-এর ঘটনার প্রতিবাদে আজ দেশজুড়ে IMA-এর ধর্মঘট চলছে । বন্ধ সব সরকারি ও বেসরকারি হাসপাতালের আউটডোর পরিষেবা । এরই মধ্যে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ উঠল দুর্গাপুর মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে । আউটডোরে চেকআপের জন্য টিকিট কাটার পরও মিলল না চিকিৎসা পরিষেবা । তিনঘণ্টা অপেক্ষা করার পর ফিরে যেতে হল রোগী ও তার পরিজনদের ।

আজ সকাল থেকে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে আউটডোরে চেক আপের জন্য টিকিট দেওয়া হচ্ছিল । কিন্তু তিনঘণ্টা পরও চেক আপ শুরু না হওয়ায় কখন থেকে চেক আপ শুরু হবে জানতে চায় রোগী ও তার পরিজনরা । অভিযোগ, সেইসময় টিকিট ঘর থেকে জানানো হয় আজ চিকিৎসকরা আসবেন না । বাড়ি ফিরে যেতে বলা হয় রোগীদের । এরপরেই ক্ষোভ দেখা যায় রোগী ও তার পরিজনদের মধ্যে । তাদের দাবি, এবার আন্দোলন প্রত্যাহার করে নিন চিকিৎসকরা ।

দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিজের সন্তানের চিকিৎসার জন্য আসা পিউ মণ্ডল বলেন, "আমি চাইল্ড স্পেশালিটসকে দেখাতে এসেছিলাম । যখন টিকিট দেওয়া হল তখন বলা হল ডাক্তার আসবেন । এখন বলছে ডাক্তার আসবেন না । বাড়ি চলে যান । অসুস্থ বাচ্চাকে নিয়ে এসেছিলাম । তাই বাধ্য হয়ে বাড়ি চলে যাচ্ছি । আমরা চিকিৎসকদের ভগবান মনে করি । আমাদের কিছু হলে যেমন ভগবানের কাছে প্রার্থনা করি, তেমন অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই । তাই যত তাড়াতাড়ি সম্ভব এই ধর্মঘট তুলে নেওয়াই বাঞ্চনীয় ।"

Intro:কলকাতার এনআরএস হাসপাতালে জুনিয়র চিকিৎসক নিগ্রহের ঘটনার পর চিকিৎসকরা একত্রিত হয়ে বেশ কয়েকদিন ধরে বিভিন্ন ভাবে আন্দোলনের বিভিন্ন পথকে বেছে নিয়েছেন। রবিবার তারা ঘোষণা করেছিলেন সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত দেশজুড়ে সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে আউটডোরে চিকিৎসা পরিষেবা বন্ধ থাকবে। কিন্তু চিকিৎসকদের ঘোষণা গ্রাম থেকে গ্রামান্তরে মানুষের কাছে পৌঁছায়নি। আর তার জেরেই সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা পরিষেবা পেতে আসা গ্রামীণ দরিদ্র মানুষেরা হয়রানির শিকার। সোমবার সকাল থেকে দুর্গাপুর মহকুমা হাসপাতালের আউটডোরে চিকিৎসা করাতে আসেন দুর্গাপুর মহকুমার বিভিন্ন এলাকার অসুস্থ রোগীরা। তাদের অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে আউটডোরে দেখানোর জন্য যে টিকিট দেওয়া হয় আজও সেই টিকিট দেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘ তিন চার ঘন্টা পেরিয়ে যাওয়ার পর যখন অসুস্থ রোগীরা চিকিৎসকরা কখন আসবেন জানতে চান তখন সেই টিকিট ঘর থেকে জানানো হয় আজ চিকিৎসকরা আসবেন না, আপনারা বাড়ি ফিরে যান। তারপরেই ক্ষুব্ধ রোগীদের ক্ষোভ ঝরে পড়ে আমাদের ক্যামেরার সামনে। রোগী এবং তাদের পরিবারের অনেকের আবেদন চিকিৎসকরা এইভাবে প্রতিবাদ না করলেই পারতেন কারণ তারা বহু দূর দূরান্ত থেকে আজ বেশ কয়েকদিন এসেও চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না। তারা দরিদ্র মানুষ একদিকে হাসপাতলে আসা-যাওয়ার আর্থিক খরচ অন্যদিকে এই তীব্র দাবদাহে তাদের আরও অসুস্থ হয়ে পড়া। এই দুইয়ের কারণে চিকিৎসকের কাছে করজোড়ে রোগীদের আবেদন আপনারা এবার আন্দোলন প্রত্যাহার করুন ফিরে আসুন হাসপাতালে দুস্থ ও অসহায় রোগীদের কথা ভেবে।।Body:KpiConclusion:Copy
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.