আসানসোল, 20 জুন: বিরোধীদের মনোনয়ন প্রত্যাহার করার হিড়িক পড়ে গিয়েছিল সোমবার থেকেই । আজ মঙ্গলবারও ব্যাপক হারে বিরোধীদের মনোনয়ন প্রত্যাহার করা হতে পারে বলে গুঞ্জন। গ্রামে গ্রামে রাতের বেলায় গিয়ে প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে । ফলে শাসকদলের ভয়ে অনেকেই সরে দাঁড়াচ্ছেন । আর সেদিক দিয়ে দেখতে গেলে বিরোধীরা এখন শাসকের মাথাব্যথা নয় । মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে দলেরই গোঁজ প্রার্থীরা । যারা প্রবল ইচ্ছা সত্ত্বেও প্রার্থী হতে পারেননি। তারা নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমে পড়েছেন ।
তবে লড়াই এখন তৃণমূলে-তৃণমূলে। আর তাই এই বিষয়টা নিয়ে স্পষ্ট হুঁশিয়ারি দিলেন পশ্চিম বর্ধমানের তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী । তাঁর বক্তব্য, "তৃণমূল হয়ে যারা নির্দল থেকে মনোনয়ন করেছেন, তারা মনোনয়ন প্রত্যাহার করুন । নইলে দলের দরজা তাদের কাছে বন্ধ হয়ে যাবে ।"
পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই সবার চোখ ছিল তৃণমূলের দিকে । তৃণমূল কাদের প্রার্থী করবে এবং প্রার্থী ঘোষণার পর দলীয় স্তরে কতটা কোন্দল হবে । বিষয়টি আঁচ করে তৃণমূল কোনও প্রার্থী তালিকাই ঘোষণা করেনি । সরাসরি মনোনয়ন হয়েছে । আর এই মনোনয়ন নিয়েই তৃণমূলের অন্দরে এখন বেশ দ্বন্দ্ব । বহু নেতা কর্মীরা দলীয় নির্দেশের অপেক্ষা না করে নিজেরাই মনোনয়ন দিয়েছেন । পরবর্তীকালে দলের কাছে এসে দলীয় প্রতীক চেয়েছেন । যারা পাননি তারা নির্দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন । সংখ্যাটা কম নয় । জেলায় 168 জন প্রার্থী রয়েছেন, যারা তৃণমূল হয়েও নির্দলের প্রতিদ্বন্দ্বিতা করছেন । অর্থাৎ এক্ষেত্রে তৃণমূলের প্রতিদ্বন্দ্বী তৃণমূল নিজেই ।
সোমবার ব্লকে ব্লকে বিরোধীদের মনোনয়ন প্রত্যাহার করার চিত্র দেখা গিয়েছে । মূলত সিপিএমেরই বেশি প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছে । সিপিএম নেতৃত্বের দাবি, শাসকদল বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে এসেছে । সেই কারণেই ভয়ে মনোনয়ন প্রত্যাহার করেছে গ্রামের সহজ সরল সাধারণ মানুষরা । যদিও মনোনয়ন প্রত্যাহার করতে এসে প্রার্থীরা জানিয়েছেন ব্যক্তিগত অসুবিধার কারণে তারা মনোনয়ন প্রত্যাহার করেছেন । তবে কারণ যাই হোক না কেন পশ্চিম বর্ধমান জেলায় বিরোধীদের নিয়ে আর কোনও মাথাব্যথা নেই তৃণমূল কংগ্রেসের ।
পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ তৃণমূল দখল করছে এমনটা তারা নিশ্চিত হয়ে গিয়েছে । কিন্তু গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে দলেরই গোঁজপ্রার্থীরা । প্রার্থী পদ না পেয়ে যারা নির্দল থেকে দাঁড়িয়েছে, প্রতিদ্বন্দ্বিতা তাদের সঙ্গেই হবে না তো ? আর এমন প্রশ্নেই এবার সরাসরি হুঁশিয়ারি দিলেন তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী । তিনি বলেন, "আমি আবেদন করছি যারা নির্দলে দাঁড়িয়েছেন তারা অবিলম্বে প্রত্যাহার করে দলের জন্য মাঠে নামুন, দলের প্রার্থীদের জন্য লড়াই করুন । যারা এটা শুনেও প্রার্থী পদ প্রত্যাহার করবেন না তাদের জন্য দলের দরজা-জানলা সব বন্ধ হয়ে যাবে । অতীতে কী হয়েছে জানি না, তবে এবার প্রথম থেকে বলে দেওয়া হয়েছে নির্দলে যে তৃণমূল কর্মীরা দাঁড়াবেন, তাদের রেয়াত করা হবে না ।"
আরও পড়ুন : মমতার ছায়া থেকে বেরিয়ে জননেতা হতেই কি অভিষেকের নবজোয়ার ?