দুর্গাপুর, 7 ডিসেম্বর : কাঁকসার ত্রিলোকচন্দ্রপুর পঞ্চায়েতের মধ্যে আক্রান্ত প্রধান শাহিনা বেগম । তাঁকে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভরতি করা হয়েছে ।
আরও পড়ুন : PPE মডেলে বাস হল্ট হাব তৈরি হচ্ছে পূর্ব বর্ধমানের পালসিটে
সোমবার এলাকার বাসিন্দাদের নিয়ে পানীয় জলের সমস্যা প্রসঙ্গে প্রধানের সঙ্গে কথা বলতে যান তৃণমূল নেতা বিনোদ গোস্বামী । অভিযোগ বিনোদ ও স্থানীয়দের সঙ্গে প্রধানের তর্কাতর্কি শুরু হয় । সেই সময় প্রধানের টেবিলে ধাক্কা মারেন বিনোদ ও স্থানীয়রা । সেই টোবিলের ধাক্কায় আহত হন ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত প্রধান শাহিনা বেগম । ঘটনার খবর পেয়ে পঞ্চায়েত অফিসে যায় কাঁকসা থানার পুলিশ । পুলিশের সহযোগিতায় পঞ্চায়েতের সদস্যরা প্রধানকে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভরতি করেন । কাঁকসা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে ।