ETV Bharat / state

Coal Smuggling Case: কয়লাকান্ডে বিনয় মিশ্র-সহ চারজনের নামে ওপেন ডেটেড ওয়ারেন্ট জারি - কয়লাকান্ডে বিনয় মিশ্র সহ চারজনের নামে ওপেন ডেটেড ওয়ারেন্ট জারি

হুলিয়া জারি করেও লাভ না-হওয়ায় এবার কয়লাকাণ্ডে(Coal Smuggling Case)অভিযুক্তদের বিরুদ্ধে ওপেন ডেটেড ওয়ারেন্ট জারি করল আসানসোল সিবিআই আদালত ৷

asansol
আসানসোল সিবিআই আদালত
author img

By

Published : Jul 18, 2022, 8:08 PM IST

আসানসোল, 18 জুলাই: সকলেই বেআইনি কয়লাকান্ডে অভিযুক্ত ৷ একাধিকবার নোটিশ জারি করা হলেও তারা একবারও সিবিআই দফতরে হাজিরা দেয়নি । এর আগে হুলিয়া জারি করা হয়েছিল । এবার কয়লাকান্ডে মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে 'লালা'র ঘনিষ্ঠ চার সঙ্গী বিনয় মিশ্র, রত্নেশ ভার্মা, অমিত সিং ও নীরজ সিংয়ের নামে 'ওপেন ডেটেড ওয়ারেন্ট' জারি করল আসানসোল সিবিআই আদালত(open dated warrant issued in four people including Binoy Mishra in coal smuggling case)। সিবিআইয়ের আবেদনের ভিত্তিতেই এই ওপেন ডেটেড ওয়ারেন্ট জারি হয়েছে । এই সমন জারির বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্তারা অভিযুক্তদের যে কোনও সময় গ্রেফতার করতে পারবেন ৷

বেআইনি কয়লা মামলার শুরু থেকেই অনুপ মাজি ওরফে লালার ঘনিষ্ঠ হিসেবে নাম উঠে এসেছিল বিনয় মিশ্র এবং রত্নেশ ভার্মার । বিনয় মিশ্র কলকাতার বাসিন্দা হলেও রত্নেশের বাড়ি আসানসোলের বড়তোড়িয়া গ্রামে ৷ এর আগে রত্নেশ ভার্মার বাড়িতে একাধিক বার সিবিআই হানা দিয়েছে । তার বাড়িতে নোটিশও লাগিয়েছে । কিন্তু তারপরেও রত্নেশের কোনও খোঁজ পাওয়া যায়নি । একইভাবে বিনয় মিশ্রেরও কোনও হদিশ নেই । তার ভাই বিকাশ বেআইনি কয়লা কাণ্ডে এবং গরু পাচার কাণ্ডে অভিযুক্ত হয়ে জেল হেফাজতে রয়েছে । পাশাপাশি অমিত সিং ও নীরজ সিং নামে আরও দুই ভাইয়ের নাম উঠে এসেছে ৷ পেশায় বস্ত্র ব্যবসায়ী এরা দু'জনেই হুগলির উত্তরপাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে ।

এই চারজনের বিরুদ্ধে অভিযোগ যে এরা অনুপ মাজি ওরফে লালার এজেন্ট হয়ে কাজ করত । এদের মাধ্যমেই কয়লা পাচারের টাকা-পয়সা লেনদেন-সহ বেআইনি কয়লা কারবারের অন্যান্য কাজ নিয়ন্ত্রণ করত লালা । দীর্ঘদিন ধরে এই চারজনকে খুঁজে না পাওয়া যাওয়ার ফলে আসানসোল সিবিআই বিশেষ আদালতে সিবিআই ওপেন ডেটেড ওয়ারেন্টের জন্য আবেদন করে ।

সোমবার আসানসোল সিবিআই আদালত অভিযুক্ত এই চারজনের বিরুদ্ধে ওপেন ডেটেড ওয়ারেন্ট জারি করেছে অর্থাৎ সিবিআই আধিকারিকরা যে কোনও তারিখে এই চারজনকে গ্রেফতার করতে পারে ।

আরও পড়ুন : আসানসোল বিশেষ আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ বিনয় মিশ্রকে

আসানসোল, 18 জুলাই: সকলেই বেআইনি কয়লাকান্ডে অভিযুক্ত ৷ একাধিকবার নোটিশ জারি করা হলেও তারা একবারও সিবিআই দফতরে হাজিরা দেয়নি । এর আগে হুলিয়া জারি করা হয়েছিল । এবার কয়লাকান্ডে মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে 'লালা'র ঘনিষ্ঠ চার সঙ্গী বিনয় মিশ্র, রত্নেশ ভার্মা, অমিত সিং ও নীরজ সিংয়ের নামে 'ওপেন ডেটেড ওয়ারেন্ট' জারি করল আসানসোল সিবিআই আদালত(open dated warrant issued in four people including Binoy Mishra in coal smuggling case)। সিবিআইয়ের আবেদনের ভিত্তিতেই এই ওপেন ডেটেড ওয়ারেন্ট জারি হয়েছে । এই সমন জারির বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্তারা অভিযুক্তদের যে কোনও সময় গ্রেফতার করতে পারবেন ৷

বেআইনি কয়লা মামলার শুরু থেকেই অনুপ মাজি ওরফে লালার ঘনিষ্ঠ হিসেবে নাম উঠে এসেছিল বিনয় মিশ্র এবং রত্নেশ ভার্মার । বিনয় মিশ্র কলকাতার বাসিন্দা হলেও রত্নেশের বাড়ি আসানসোলের বড়তোড়িয়া গ্রামে ৷ এর আগে রত্নেশ ভার্মার বাড়িতে একাধিক বার সিবিআই হানা দিয়েছে । তার বাড়িতে নোটিশও লাগিয়েছে । কিন্তু তারপরেও রত্নেশের কোনও খোঁজ পাওয়া যায়নি । একইভাবে বিনয় মিশ্রেরও কোনও হদিশ নেই । তার ভাই বিকাশ বেআইনি কয়লা কাণ্ডে এবং গরু পাচার কাণ্ডে অভিযুক্ত হয়ে জেল হেফাজতে রয়েছে । পাশাপাশি অমিত সিং ও নীরজ সিং নামে আরও দুই ভাইয়ের নাম উঠে এসেছে ৷ পেশায় বস্ত্র ব্যবসায়ী এরা দু'জনেই হুগলির উত্তরপাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে ।

এই চারজনের বিরুদ্ধে অভিযোগ যে এরা অনুপ মাজি ওরফে লালার এজেন্ট হয়ে কাজ করত । এদের মাধ্যমেই কয়লা পাচারের টাকা-পয়সা লেনদেন-সহ বেআইনি কয়লা কারবারের অন্যান্য কাজ নিয়ন্ত্রণ করত লালা । দীর্ঘদিন ধরে এই চারজনকে খুঁজে না পাওয়া যাওয়ার ফলে আসানসোল সিবিআই বিশেষ আদালতে সিবিআই ওপেন ডেটেড ওয়ারেন্টের জন্য আবেদন করে ।

সোমবার আসানসোল সিবিআই আদালত অভিযুক্ত এই চারজনের বিরুদ্ধে ওপেন ডেটেড ওয়ারেন্ট জারি করেছে অর্থাৎ সিবিআই আধিকারিকরা যে কোনও তারিখে এই চারজনকে গ্রেফতার করতে পারে ।

আরও পড়ুন : আসানসোল বিশেষ আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ বিনয় মিশ্রকে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.