ETV Bharat / state

পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তরের হাতে নেই থার্মাল স্ক্যানার

পশ্চিম বর্ধমানের মতো একটি গুরুত্বপূর্ণ জেলায় যেখানে একটি বিমানবন্দর রয়েছে সেই জেলা স্বাস্থ্য দপ্তরের হাতে এখনও পর্যন্ত থার্মাল স্ক্যানার নেই । একথা স্বীকার করছেন খোদ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক । তিনি বলেন , "এখনও পর্যন্ত আমরা থার্মাল স্ক্যানার পাইনি । অন্ডাল এয়ারপোর্টে যদি কেউ বিদেশ থেকে আসে , আগেই তাদের চিহ্নিত করে নেওয়া হচ্ছে । এয়ারপোর্ট থেকেই তাদেরকে নিয়ে সোজা জেলা হাসপাতালে আসা হচ্ছে এবং সেখানেই তাদের শারীরিক পরীক্ষা করা হচ্ছে ৷ "

no thermal scanner
স্বাস্থ্য দপ্তরের হাতে নেই থার্মাল স্ক্যানার
author img

By

Published : Mar 18, 2020, 3:38 PM IST

Updated : Mar 18, 2020, 4:33 PM IST

আসানসোল, 18 মার্চ : মঙ্গলবার রাত থেকেই এক লহমায় রাজ্যে কোরোনা নিয়ে আতঙ্ক আরও বেড়ে গেছে । কলকাতায় এক যুবক কোরোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই এই আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে রাজ্যবাসীদের মনে । রাজ্য স্বাস্থ্য দপ্তরও আরও সক্রিয় হতে চাইছে । অথচ পশ্চিম বর্ধমানের মতো একটি গুরুত্বপূর্ণ জেলায় যেখানে একটি বিমানবন্দর রয়েছে সেই জেলা স্বাস্থ্য দপ্তরের হাতে এখনও পর্যন্ত থার্মাল স্ক্যানার নেই । একথা স্বীকার করছেন খোদ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ৷

দেশে কোরোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পরেই সচেষ্ট হয়েছে প্রতিটি রাজ্য । এরাজ্যেও সরকারের তরফ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয়েছে । বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে নানান সুরক্ষা ব্যবস্থা নেওয়া হচ্ছে । গতকাল দুর্গাপুরের বিভিন্ন শপিংমলে থার্মাল স্ক্যানার দিয়ে স্ক্যান করিয়ে ক্রেতাদের শপিংমলে ঢোকানো হয়েছে । বর্ধমান স্টেশনে দেখা গিয়েছে থার্মাল স্ক্যানার ৷ কিন্তু পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তরের হাতে এখনও পর্যন্ত থার্মাল স্ক্যানার নেই । পশ্চিম বর্ধমানে অন্ডাল এয়ারপোর্ট বিদেশ থেকে বহু যাত্রী এই এয়ারপোর্টে নামেন । সে ক্ষেত্রে তাদের প্রাথমিকভাবে পরীক্ষা করার জন্য জেলা স্বাস্থ্য দপ্তরের হাতে এখনও পর্যন্ত থার্মাল স্ক্যানার নেই । বিষয়টি নিয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশিস হালদার জানিয়েছেন "এখনও পর্যন্ত আমরা থার্মাল স্ক্যানার পাইনি । অন্ডাল এয়ারপোর্টে যদি কেউ বিদেশ থেকে আসে, আগেই চিহ্নিত করে নেওয়া হচ্ছে । এয়ারপোর্ট থেকেই সোজা জেলা হাসপাতালে আসা হচ্ছে এবং সেখানেই শারীরিক পরীক্ষা করা হচ্ছে ৷ "

শুনে নিন কী বলছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশিস হালদার

কিন্তু জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে থার্মাল স্ক্যানার কেন পাঠানো হয়নি, এনিয়েও বিভিন্ন মহলে প্ৰশ্ন উঠছে ৷

আসানসোল, 18 মার্চ : মঙ্গলবার রাত থেকেই এক লহমায় রাজ্যে কোরোনা নিয়ে আতঙ্ক আরও বেড়ে গেছে । কলকাতায় এক যুবক কোরোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই এই আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে রাজ্যবাসীদের মনে । রাজ্য স্বাস্থ্য দপ্তরও আরও সক্রিয় হতে চাইছে । অথচ পশ্চিম বর্ধমানের মতো একটি গুরুত্বপূর্ণ জেলায় যেখানে একটি বিমানবন্দর রয়েছে সেই জেলা স্বাস্থ্য দপ্তরের হাতে এখনও পর্যন্ত থার্মাল স্ক্যানার নেই । একথা স্বীকার করছেন খোদ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ৷

দেশে কোরোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পরেই সচেষ্ট হয়েছে প্রতিটি রাজ্য । এরাজ্যেও সরকারের তরফ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয়েছে । বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে নানান সুরক্ষা ব্যবস্থা নেওয়া হচ্ছে । গতকাল দুর্গাপুরের বিভিন্ন শপিংমলে থার্মাল স্ক্যানার দিয়ে স্ক্যান করিয়ে ক্রেতাদের শপিংমলে ঢোকানো হয়েছে । বর্ধমান স্টেশনে দেখা গিয়েছে থার্মাল স্ক্যানার ৷ কিন্তু পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তরের হাতে এখনও পর্যন্ত থার্মাল স্ক্যানার নেই । পশ্চিম বর্ধমানে অন্ডাল এয়ারপোর্ট বিদেশ থেকে বহু যাত্রী এই এয়ারপোর্টে নামেন । সে ক্ষেত্রে তাদের প্রাথমিকভাবে পরীক্ষা করার জন্য জেলা স্বাস্থ্য দপ্তরের হাতে এখনও পর্যন্ত থার্মাল স্ক্যানার নেই । বিষয়টি নিয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশিস হালদার জানিয়েছেন "এখনও পর্যন্ত আমরা থার্মাল স্ক্যানার পাইনি । অন্ডাল এয়ারপোর্টে যদি কেউ বিদেশ থেকে আসে, আগেই চিহ্নিত করে নেওয়া হচ্ছে । এয়ারপোর্ট থেকেই সোজা জেলা হাসপাতালে আসা হচ্ছে এবং সেখানেই শারীরিক পরীক্ষা করা হচ্ছে ৷ "

শুনে নিন কী বলছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশিস হালদার

কিন্তু জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে থার্মাল স্ক্যানার কেন পাঠানো হয়নি, এনিয়েও বিভিন্ন মহলে প্ৰশ্ন উঠছে ৷

Last Updated : Mar 18, 2020, 4:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.