ETV Bharat / state

বাড়ছে করোনা, তবু পরীক্ষা নেই বাংলা-ঝাড়খন্ড চেকপোস্টে - surge of COVID 19 cases in West Bengal

বরাকরে চেকপোস্ট, চিত্তরঞ্জনে রূপনারায়নপুর চেকপোস্ট, এছাড়াও বাংলা-ঝাড়খন্ড সীমান্তে রুণাকুড়াঘট... কোথাও করোনা পরীক্ষার তেমন ব্যবস্থা নেই এখনও পর্যন্ত ৷

করোনার দ্বিতীয় ঢেউ
ছবি
author img

By

Published : Apr 19, 2021, 5:37 PM IST

আসানসোল, 19 এপ্রিল : হু হু করে বাড়ছে করোনা । পশ্চিম বর্ধমান জেলায় গড়ে 350 জনের বেশি মানুষ প্রতিদিন আক্রান্ত হচ্ছেন । তার পরেও হুঁশ নেই প্রশাসনের । ভিন রাজ্য থেকে আসা মানুষজনকে পরীক্ষা না করেই এই রাজ্যে প্রবেশের অধিকার দেওয়া হচ্ছে বলে অভিযোগ । আর এর ফলে করোনা সংক্রমণ ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।

গতবছর করোনাকালে বাংলা ঝাড়খণ্ডের প্রত্যেকটি চেকপোষ্টে করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল । রিপোর্ট নেগেটিভ আসার পরেই ভিন রাজ্য থেকে আসা মানুষজনকে এই রাজ্যে ঢোকার অধিকার দেওয়া হচ্ছিল । কিন্তু গতবারের তুলনায় এই বছর সংক্রমণের হার আরও অনেক বেশি ।

শুধুমাত্র পশ্চিম বর্ধমান জেলা দৈনিক সাড়ে তিনশোর উপর মানুষ আক্রান্ত হচ্ছেন করোনায় । বর্তমানে প্রায় আড়াই হাজার মানুষ সক্রিয়ভাবে চিকিৎসাধীন রয়েছেন । কিন্তু তারপরেও চেকপোস্টগুলিতে এখনও পর্যন্ত কোনও পরীক্ষার ব্যবস্থা করা হয়নি ।

রাজ্যে বাড়ছে করোনা, তবু হুঁশ নেই প্রশাসনের

আরও পড়ুন : রাজ্যে 2 হাজার করোনা রোগী আশঙ্কাজনক : মমতা

আসানসোল মহকুমায় দুই নম্বর জাতীয় সড়কের ডুবুরডি চেকপোস্ট, পুরানো জি টি রোডের উপরে বরাকরে চেকপোস্ট, চিত্তরঞ্জনে রূপনারায়নপুর চেকপোস্ট, এছাড়াও বাংলা-ঝাড়খন্ড সীমান্তে রুণাকুড়াঘটে পরীক্ষার ব্যবস্থা ছিল । এবার এখনও কোথাও সেই ব্যবস্থা নেই । ফলে সংক্রমনের আশঙ্কা আরও বাড়ছে ।

আসানসোল, 19 এপ্রিল : হু হু করে বাড়ছে করোনা । পশ্চিম বর্ধমান জেলায় গড়ে 350 জনের বেশি মানুষ প্রতিদিন আক্রান্ত হচ্ছেন । তার পরেও হুঁশ নেই প্রশাসনের । ভিন রাজ্য থেকে আসা মানুষজনকে পরীক্ষা না করেই এই রাজ্যে প্রবেশের অধিকার দেওয়া হচ্ছে বলে অভিযোগ । আর এর ফলে করোনা সংক্রমণ ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।

গতবছর করোনাকালে বাংলা ঝাড়খণ্ডের প্রত্যেকটি চেকপোষ্টে করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল । রিপোর্ট নেগেটিভ আসার পরেই ভিন রাজ্য থেকে আসা মানুষজনকে এই রাজ্যে ঢোকার অধিকার দেওয়া হচ্ছিল । কিন্তু গতবারের তুলনায় এই বছর সংক্রমণের হার আরও অনেক বেশি ।

শুধুমাত্র পশ্চিম বর্ধমান জেলা দৈনিক সাড়ে তিনশোর উপর মানুষ আক্রান্ত হচ্ছেন করোনায় । বর্তমানে প্রায় আড়াই হাজার মানুষ সক্রিয়ভাবে চিকিৎসাধীন রয়েছেন । কিন্তু তারপরেও চেকপোস্টগুলিতে এখনও পর্যন্ত কোনও পরীক্ষার ব্যবস্থা করা হয়নি ।

রাজ্যে বাড়ছে করোনা, তবু হুঁশ নেই প্রশাসনের

আরও পড়ুন : রাজ্যে 2 হাজার করোনা রোগী আশঙ্কাজনক : মমতা

আসানসোল মহকুমায় দুই নম্বর জাতীয় সড়কের ডুবুরডি চেকপোস্ট, পুরানো জি টি রোডের উপরে বরাকরে চেকপোস্ট, চিত্তরঞ্জনে রূপনারায়নপুর চেকপোস্ট, এছাড়াও বাংলা-ঝাড়খন্ড সীমান্তে রুণাকুড়াঘটে পরীক্ষার ব্যবস্থা ছিল । এবার এখনও কোথাও সেই ব্যবস্থা নেই । ফলে সংক্রমনের আশঙ্কা আরও বাড়ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.