ETV Bharat / state

Recover Newborn Baby in Pandaveswar: পাণ্ডবেশ্বরে ঝোপ থেকে মিলল সদ্যোজাত কন্যা

ঝোপ থেকে উদ্ধার এক সদ্যোজাত শিশুকন্যা (Newborn Baby recovery in Pandaveswar) । ঘটনাটি পাণ্ডবেশ্বরে কুমারডিহির ৷ শিশুকন্য়ার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় ভর্তি স্বাস্থ্যকেন্দ্রে ৷

পান্ডবেশ্বরে ঝোপ থেকে মিলল সদ্যোজাত কন্যা
Recover Newborn Baby
author img

By

Published : Apr 18, 2022, 7:45 PM IST

দুর্গাপুর, 18 এপ্রিল: পাণ্ডবেশ্বরে কুমারডিহির জিজিসি কলোনির ঝোপ থেকে উদ্ধার হল এক সদ্যোজাত শিশুকন্যা (Newborn Baby recovery in Pandaveswar)। পুলিশ এসে ওই নবজাতক শিশুকন্যাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খান্দরার বিশ্বেশ্বরী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় । কে বা কারা তাকে ফেলে দিয়ে গিয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ।

আরও পড়ুন : Girl Child Death : কৃষ্ণনগরে চিকিৎসার গাফিলতিতে 9 মাসের শিশুকন্যার মৃত্যুর অভিযোগ

জানা গিয়েছে, এদিন দুপুর বেলায় জিজিসি কলোনির ঝোপ থেকে কান্নার আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছিল ৷ এরপর এলাকার মানুষ দেখতে পান এক নবজাতক শিশুকন্যা পড়ে রয়েছে ৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পাণ্ডবেশ্বর থানার পুলিশকে । স্থানীয় মহিলাদের প্রাথমিক সন্দেহ, কন্যাসন্তান হওয়ার কারণেই কেউ ওই সদ্যোজাতকে ঝোপে ফেলে দিয়ে গিয়েছে ৷ যে বা যারা এই কাজ করেছে তাদের খুঁজে বের করে শাস্তির দাবিও জানান স্থানীয় মহিলারা । তীব্র গরমে খনি অঞ্চলে এই সদ্যোজাত শিশুকন্যাটি পড়ে থাকায় তার শারীরিক সমস্যা হয় ৷ পরে তাকে খান্দরার বিশ্বেশ্বরী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ কে বা কারা এই শিশুকন্যাটিকে ফেলে দিয়ে যায় ৷ তা জানতে তদন্ত শুরু করেছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ ।

দুর্গাপুর, 18 এপ্রিল: পাণ্ডবেশ্বরে কুমারডিহির জিজিসি কলোনির ঝোপ থেকে উদ্ধার হল এক সদ্যোজাত শিশুকন্যা (Newborn Baby recovery in Pandaveswar)। পুলিশ এসে ওই নবজাতক শিশুকন্যাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খান্দরার বিশ্বেশ্বরী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় । কে বা কারা তাকে ফেলে দিয়ে গিয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ।

আরও পড়ুন : Girl Child Death : কৃষ্ণনগরে চিকিৎসার গাফিলতিতে 9 মাসের শিশুকন্যার মৃত্যুর অভিযোগ

জানা গিয়েছে, এদিন দুপুর বেলায় জিজিসি কলোনির ঝোপ থেকে কান্নার আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছিল ৷ এরপর এলাকার মানুষ দেখতে পান এক নবজাতক শিশুকন্যা পড়ে রয়েছে ৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পাণ্ডবেশ্বর থানার পুলিশকে । স্থানীয় মহিলাদের প্রাথমিক সন্দেহ, কন্যাসন্তান হওয়ার কারণেই কেউ ওই সদ্যোজাতকে ঝোপে ফেলে দিয়ে গিয়েছে ৷ যে বা যারা এই কাজ করেছে তাদের খুঁজে বের করে শাস্তির দাবিও জানান স্থানীয় মহিলারা । তীব্র গরমে খনি অঞ্চলে এই সদ্যোজাত শিশুকন্যাটি পড়ে থাকায় তার শারীরিক সমস্যা হয় ৷ পরে তাকে খান্দরার বিশ্বেশ্বরী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ কে বা কারা এই শিশুকন্যাটিকে ফেলে দিয়ে যায় ৷ তা জানতে তদন্ত শুরু করেছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.