ETV Bharat / state

পশ্চিম বর্ধমানের তৃণমূল সভাপতি অপূর্ব মুখোপাধ্যায় - অপূর্ব মুখার্জি

নির্বাচনী ডামাডোলে তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি পদ থেকে অব্যহতি নিয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি । ফেরানো হল না তাঁকে ৷ নতুন সভাপতি হলেন অপূর্ব মুখোপাধ্যায় ৷ যিনি শাসকদলের জন্মলগ্ন থেকে মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে থাকলেও গত পাঁচ বছর দলীয় কাজকর্ম থেকে দূরে ছিলেন ।

new-tmc-president-of-west-burdwan-is-apurba-mukherjee
new-tmc-president-of-west-burdwan-is-apurba-mukherjee
author img

By

Published : Jan 17, 2021, 4:31 PM IST

Updated : Jan 17, 2021, 4:37 PM IST

দুর্গাপুর, 17 জানুয়ারি: জিতেন্দ্র তিওয়ারিকে ফেরানো হল না তৃণমূলের পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি পদে । তাঁর জায়গায় নতুন সভাপতি হলেন দু'বারের তৃণমূল বিধায়ক ও দুর্গাপুরের প্রাক্তন মেয়র অপুর্ব মুখোপাধ্যায় ৷

নির্বাচনী ডামাডোলে তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি পদ থেকে অব্যহতি নিয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি । এরপর তিনি দলের আরেক বিদ্রোহী সাংসদ সুনীল মণ্ডলের বাড়িতে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন । তবে, শেষ অবধি বিজেপিতে যোগ দেননি । মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকের পর জিতেন্দ্র জানান, তৃণমূলেই আছেন । কিন্তু এরপরেও জিতেন্দ্র তিওয়ারিকে পশ্চিম বর্ধমান জেলা সভাপতির পদে ফেরানো হল না । তাঁর জায়গায় নতুন সভাপতি হলেন অপূর্ব মুখোপাধ্যায় ৷ যিনি শাসকদলের জন্মলগ্ন থেকে মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে থাকলেও গত পাঁচ বছর দলীয় কাজকর্ম থেকে খানিক দূরে ছিলেন । 2016 সালে বিধানসভা নির্বাচনে অপূর্ব মুখার্জি পরাজিত হন তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া বিশ্বনাথ পাড়িয়ালের কাছে । এরপরই অপূর্ব মুখোপাধ্যায় রাজনৈতিক আঙিনা থেকে অনেকটাই দূরে চলে যান । অভিমান করেই তিনি ঘরে বসে যান বলে মনে করে দলের একাংশ । সেই সময় পশ্চিম বর্ধমানের পর্যবেক্ষক অরূপ বিশ্বাসের সঙ্গে অপূর্ব মুখোপাধ্যায়ের "দূরত্ব"ও তৈরি হয় । বর্তমান পরিস্থিতি অবশ্য আলাদা ৷

দলকে একসূত্রে বাঁধব, বললেন নতুন তৃণমূল জেলা সভাপতি ৷

আরও পড়ুন:জেলা কমিটিতে জিতেন্দ্রকে ফেরাল না তৃণমূল

কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রানিগঞ্জে সভা করে দুর্গাপুরে আসেন ৷ যাওয়ার আগে অপূর্ব মুখোপাধ্যায়কে ফোন করে নতুন করে দলের কাজে নামার নির্দেশ দেন । "দুঃসময়ে" দলনেত্রীর পুরোনো ভরসা সেই "অপু"র হাতে দেওয়া হল পশ্চিম বর্ধমানের গুরুভার ।

জেলা সভাপতি হয়ে অপূর্ব মুখোপাধ্যায় বললেন, "সামনে একটাই চ্যালেঞ্জ, গত দশ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে যেভাবে উনশত্তরটা প্রকল্প করে এসেছেন, সেই কাজকে তরান্বিত করা ৷ দলকে একসূত্রে বাঁধা ৷ "

দুর্গাপুর, 17 জানুয়ারি: জিতেন্দ্র তিওয়ারিকে ফেরানো হল না তৃণমূলের পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি পদে । তাঁর জায়গায় নতুন সভাপতি হলেন দু'বারের তৃণমূল বিধায়ক ও দুর্গাপুরের প্রাক্তন মেয়র অপুর্ব মুখোপাধ্যায় ৷

নির্বাচনী ডামাডোলে তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি পদ থেকে অব্যহতি নিয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি । এরপর তিনি দলের আরেক বিদ্রোহী সাংসদ সুনীল মণ্ডলের বাড়িতে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন । তবে, শেষ অবধি বিজেপিতে যোগ দেননি । মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকের পর জিতেন্দ্র জানান, তৃণমূলেই আছেন । কিন্তু এরপরেও জিতেন্দ্র তিওয়ারিকে পশ্চিম বর্ধমান জেলা সভাপতির পদে ফেরানো হল না । তাঁর জায়গায় নতুন সভাপতি হলেন অপূর্ব মুখোপাধ্যায় ৷ যিনি শাসকদলের জন্মলগ্ন থেকে মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে থাকলেও গত পাঁচ বছর দলীয় কাজকর্ম থেকে খানিক দূরে ছিলেন । 2016 সালে বিধানসভা নির্বাচনে অপূর্ব মুখার্জি পরাজিত হন তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া বিশ্বনাথ পাড়িয়ালের কাছে । এরপরই অপূর্ব মুখোপাধ্যায় রাজনৈতিক আঙিনা থেকে অনেকটাই দূরে চলে যান । অভিমান করেই তিনি ঘরে বসে যান বলে মনে করে দলের একাংশ । সেই সময় পশ্চিম বর্ধমানের পর্যবেক্ষক অরূপ বিশ্বাসের সঙ্গে অপূর্ব মুখোপাধ্যায়ের "দূরত্ব"ও তৈরি হয় । বর্তমান পরিস্থিতি অবশ্য আলাদা ৷

দলকে একসূত্রে বাঁধব, বললেন নতুন তৃণমূল জেলা সভাপতি ৷

আরও পড়ুন:জেলা কমিটিতে জিতেন্দ্রকে ফেরাল না তৃণমূল

কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রানিগঞ্জে সভা করে দুর্গাপুরে আসেন ৷ যাওয়ার আগে অপূর্ব মুখোপাধ্যায়কে ফোন করে নতুন করে দলের কাজে নামার নির্দেশ দেন । "দুঃসময়ে" দলনেত্রীর পুরোনো ভরসা সেই "অপু"র হাতে দেওয়া হল পশ্চিম বর্ধমানের গুরুভার ।

জেলা সভাপতি হয়ে অপূর্ব মুখোপাধ্যায় বললেন, "সামনে একটাই চ্যালেঞ্জ, গত দশ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে যেভাবে উনশত্তরটা প্রকল্প করে এসেছেন, সেই কাজকে তরান্বিত করা ৷ দলকে একসূত্রে বাঁধা ৷ "

Last Updated : Jan 17, 2021, 4:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.