ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 20 লাখ টাকা দান দুর্গাপুরের সংগীত শিক্ষকের - মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল

পুত্রশোকে কাতর হলেও মথুরানাথবাবু গান ছাড়েননি । বহু পরিশ্রম করে বাড়ি বাড়ি ছাত্র-ছাত্রীদেরকে গান শিখিয়ে উপার্জিত অর্থ দান করে ভীষণ গর্বিত মথুরানাথ ভট্টাচার্য ।

কুড়ি লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে
কুড়ি লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে
author img

By

Published : May 30, 2020, 8:21 PM IST

দুর্গাপুর ,30 মে: মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 20 লাখ টাকা দান করলেন দুর্গাপুরের এক সংগীত শিক্ষক ৷ সারাজীবন গান শিখিয়ে করে যেটুকু সঞ্চয় করেছেন তার কিছুটা দেশ ও দশের কল্যাণে তুলে দেন মথুরানাথ ভট্টাচার্য নামে ওই শিক্ষক ৷ শনিবার দুর্গাপুর নগর নিগমের ডেপুটি মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়ের হাতে 20 লাখ টাকার চেক তুলে দেন ।

আশি বছরের মথুরানাথ ভট্টাচার্য বলেন, "কোরোনা মোকাবিলায় এক বিরাট যজ্ঞ শুরু হয়েছে ৷ মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে সেই যজ্ঞে মানুষের সেবার জন্য এই অর্থ দিলাম । আমার প্রয়াত কনিষ্ঠ সন্তান রুদ্রজিৎ ভট্টাচার্য প্রখ্যাত সংগীত শিল্পী ছিল । তার সঙ্গেই ইউরোপের বিভিন্ন দেশে আমার যাওয়া এবং সংগীত পরিবেশন করার সুযোগ হয়েছিল । বহু ছাত্রছাত্রীকে আমি আজও গান শেখাই । একটি বেসরকারি সংগীত শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষের দায়িত্বে আছি । রুদ্রজিতের স্মৃতির উদ্দেশেই আমার এই অর্থদান ।"

বাঁকুড়া জেলার বাসিন্দা মথুরানাথ ভট্টাচার্য কয়েক দশক আগে জীবিকার সন্ধানে দুর্গাপুরে আসেন । মথুরানাথ বাবুর ছোট ছেলে রুদ্রজিৎ ভট্টাচার্য বাবার কাছে গান শেখার পর নামী গায়ক হয়ে ওঠেন । বাবা-ছেলে ইউরোপের বিভিন্ন জায়গায় সঙ্গীত অনুষ্ঠান করতেন । কিন্তু ক্যানসারের করাল থাবা অল্প বয়সেই কেড়ে নেয় রুদ্রজিৎকে । পুত্রশোকে কাতর হলেও মথুরানাথবাবু গান ছাড়েননি । বহু পরিশ্রম করে বাড়ি বাড়ি ছাত্র-ছাত্রীদেরকে গান শিখিয়ে উপার্জিত অর্থ দান করে ভীষণ গর্বিত মথুরানাথ ভট্টাচার্য ।

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 20 লাখ টাকা দান দুর্গাপুরের সংগীত শিক্ষকের

দুর্গাপুর ,30 মে: মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 20 লাখ টাকা দান করলেন দুর্গাপুরের এক সংগীত শিক্ষক ৷ সারাজীবন গান শিখিয়ে করে যেটুকু সঞ্চয় করেছেন তার কিছুটা দেশ ও দশের কল্যাণে তুলে দেন মথুরানাথ ভট্টাচার্য নামে ওই শিক্ষক ৷ শনিবার দুর্গাপুর নগর নিগমের ডেপুটি মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়ের হাতে 20 লাখ টাকার চেক তুলে দেন ।

আশি বছরের মথুরানাথ ভট্টাচার্য বলেন, "কোরোনা মোকাবিলায় এক বিরাট যজ্ঞ শুরু হয়েছে ৷ মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে সেই যজ্ঞে মানুষের সেবার জন্য এই অর্থ দিলাম । আমার প্রয়াত কনিষ্ঠ সন্তান রুদ্রজিৎ ভট্টাচার্য প্রখ্যাত সংগীত শিল্পী ছিল । তার সঙ্গেই ইউরোপের বিভিন্ন দেশে আমার যাওয়া এবং সংগীত পরিবেশন করার সুযোগ হয়েছিল । বহু ছাত্রছাত্রীকে আমি আজও গান শেখাই । একটি বেসরকারি সংগীত শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষের দায়িত্বে আছি । রুদ্রজিতের স্মৃতির উদ্দেশেই আমার এই অর্থদান ।"

বাঁকুড়া জেলার বাসিন্দা মথুরানাথ ভট্টাচার্য কয়েক দশক আগে জীবিকার সন্ধানে দুর্গাপুরে আসেন । মথুরানাথ বাবুর ছোট ছেলে রুদ্রজিৎ ভট্টাচার্য বাবার কাছে গান শেখার পর নামী গায়ক হয়ে ওঠেন । বাবা-ছেলে ইউরোপের বিভিন্ন জায়গায় সঙ্গীত অনুষ্ঠান করতেন । কিন্তু ক্যানসারের করাল থাবা অল্প বয়সেই কেড়ে নেয় রুদ্রজিৎকে । পুত্রশোকে কাতর হলেও মথুরানাথবাবু গান ছাড়েননি । বহু পরিশ্রম করে বাড়ি বাড়ি ছাত্র-ছাত্রীদেরকে গান শিখিয়ে উপার্জিত অর্থ দান করে ভীষণ গর্বিত মথুরানাথ ভট্টাচার্য ।

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 20 লাখ টাকা দান দুর্গাপুরের সংগীত শিক্ষকের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.