ETV Bharat / state

মমতার দীক্ষায় দীক্ষিত আমরা, সম্প্রীতি নষ্ট হতে দেব না : মমতাজ - loksabha election 2019

সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে আজ সকালে প্রচার শুরু করলেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতাজ সংঘমিতা।

প্রার্থনায় মমতাজ সংঘমিতা
author img

By

Published : Mar 31, 2019, 11:48 AM IST

দুর্গাপুর, 31 মার্চ : চার্চে প্রার্থনা করে প্রচার শুরু করলেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতাজ সংঘমিতা। আজ সকালে দুর্গাপুরের সিটি সেন্টারের একটি চার্চে দলীয় কর্মীদের সঙ্গে পৌঁছান। প্রার্থনা করেন। দেখা করেন ফাদারের সঙ্গেও। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "আমরা সব ধর্মে বিশ্বাসী। জাতিগত বিভেদ আমাদের রাজ্যে নেই। আমাদের এই সম্প্রীতিকে কোনওভাবেই নষ্ট হতে দেব না।"

রবিবার সকালে প্রচারের শুরুতেই সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেন মমতাজ সংঘমিতা। এবার বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে তাঁর বিপরীতে CPI(M)-এর আভাস রায়চৌধুরি। রাজনৈতিক মহল BJP-কে তৃণমূলের মূল প্রতিপক্ষ মনে করলেও এই কেন্দ্রে এখনও প্রার্থী ঘোষণা করেনি তারা। প্রার্থী নিয়ে চলছে বিস্তর জল্পনাও। অন্যদিকে, প্রার্থী ঘোষণা করেনি কংগ্রেসও। এই কেন্দ্রে গতবারের জয়ী প্রার্থী মমতাজ বেশ আত্মবিশ্বাসী।

আজ প্রচারের ফাঁকে BJP-কে আক্রমণ করে মমতাজ বলেন, "আমরা এই রাজ্যের মানুষেরা সমস্ত ধর্মে বিশ্বাসী। জাতিগত বিভেদ আমাদের রাজ্যে নেই। BJP সারা দেশের সাথে সাথে এই রাজ্যেও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে উঠে পড়ে মাঠে লেগেছে। কিন্তু এই রাজ্যে আমরা আমাদের সম্প্রীতিকে নষ্ট হতে দেব না। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সব সম্প্রদায়ের মানুষকে একসাথে নিয়ে চলার যে মন্ত্রে দীক্ষা দিয়েছেন সবাইকে। তা আমাদের প্রেরণা জোগায় প্রতিনিয়ত।"

দুর্গাপুর, 31 মার্চ : চার্চে প্রার্থনা করে প্রচার শুরু করলেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতাজ সংঘমিতা। আজ সকালে দুর্গাপুরের সিটি সেন্টারের একটি চার্চে দলীয় কর্মীদের সঙ্গে পৌঁছান। প্রার্থনা করেন। দেখা করেন ফাদারের সঙ্গেও। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "আমরা সব ধর্মে বিশ্বাসী। জাতিগত বিভেদ আমাদের রাজ্যে নেই। আমাদের এই সম্প্রীতিকে কোনওভাবেই নষ্ট হতে দেব না।"

রবিবার সকালে প্রচারের শুরুতেই সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেন মমতাজ সংঘমিতা। এবার বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে তাঁর বিপরীতে CPI(M)-এর আভাস রায়চৌধুরি। রাজনৈতিক মহল BJP-কে তৃণমূলের মূল প্রতিপক্ষ মনে করলেও এই কেন্দ্রে এখনও প্রার্থী ঘোষণা করেনি তারা। প্রার্থী নিয়ে চলছে বিস্তর জল্পনাও। অন্যদিকে, প্রার্থী ঘোষণা করেনি কংগ্রেসও। এই কেন্দ্রে গতবারের জয়ী প্রার্থী মমতাজ বেশ আত্মবিশ্বাসী।

আজ প্রচারের ফাঁকে BJP-কে আক্রমণ করে মমতাজ বলেন, "আমরা এই রাজ্যের মানুষেরা সমস্ত ধর্মে বিশ্বাসী। জাতিগত বিভেদ আমাদের রাজ্যে নেই। BJP সারা দেশের সাথে সাথে এই রাজ্যেও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে উঠে পড়ে মাঠে লেগেছে। কিন্তু এই রাজ্যে আমরা আমাদের সম্প্রীতিকে নষ্ট হতে দেব না। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সব সম্প্রদায়ের মানুষকে একসাথে নিয়ে চলার যে মন্ত্রে দীক্ষা দিয়েছেন সবাইকে। তা আমাদের প্রেরণা জোগায় প্রতিনিয়ত।"

Intro:রবিবাসরীয় সকালে বর্ধমান- দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার মমতাজ সংঘমিতা সিটি সেন্টারের চার্চে গিয়ে প্রার্থনায় মাতলেন। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের গতবারের তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের এবারেও এই কেন্দ্রের প্রার্থী হয়েছেন ডাঃ মমতাজ সংঘমিতা। প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হতেই তিনি প্রচারের জন্য ঝাঁপিয়ে পড়েছেন। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মধ্যে অন্তর্ভুক্ত 7 টি বিধানসভা কেন্দ্র এলাকায় তিনি চষে বেড়াচ্ছেন। রবিবাসরীয় সকালে তিনি আসেন দুর্গাপুরের সিটি সেন্টারে চার্চে। সেখানে রবিবার সকালে সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের সাথে তিনি প্রার্থনায় মেতে ওঠেন। প্রার্থনা শেষে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের সাথে তিনি আলাপচারিতায় ব্যস্ত থাকেন। চার্চের ফাদার এর সাথে তিনি সাক্ষাৎ করে কুশল বিনিময় করেন। মমতাজ সংঘমিতা জানান ""আমরা এই রাজ্যের মানুষেরা সমস্ত ধর্মে বিশ্বাসী। জাতিগত বিভেদ আমাদের রাজ্যে নেই। বিজেপি সারা দেশের সাথে সাথে এই রাজ্যে ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে উঠেপড়ে মাঠে নেমেছে। কিন্তু এই রাজ্যে আমরা আমাদের সম্প্রীতিকে নষ্ট হতে দেবো না। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সব সম্প্রদায়ের মানুষকে একসাথে নিয়ে চলার যে মন্ত্রে দীক্ষা দিয়েছেন সবাইকে। তা আমাদেরকে প্রেরণা যোগায় প্রতিনিয়ত।"" রবিবাসরীয় সকালে দুর্গাপুর সিটি সেন্টারে এই চার্চে প্রার্থনা করতে আসেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। তাদের কে দেখা যায় বেশ আনন্দের সাথেই আগের বারের সাংসদ তথা এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কে কাছে পেয়ে নিজেদের অনেক কথা বলতে।Body:কপিConclusion:কপি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.