দুর্গাপুর, 23 জুলাই : অবিরাম বৃষ্টির জেরে দুর্গাপুর মহকুমার বেশ কিছু এলাকায় কয়েকটি বাড়ি ভেঙে পড়েছে । মাত্র দুই বছর আগে 2018 সালের 29 জুন পাণ্ডবেশ্বরের কুমারডিহি গ্রামে ECL-র উদ্যোগে তৈরি হয়েছিল "গ্রীন হাট" । এই প্রকল্পে কুমারডিহি গ্রামের হাট তলায় তৈরি হয় খড়ের ছাউনি ও মাচা । সেই মাচাও ভেঙে পড়ে । হতাহতের কোনও খবর নেই ।
অন্যদিকে পশ্চিম বর্ধমানের কাঁকসা ব্লকের শেখ পাড়া এলাকায় বাড়ি চাপা পড়ে আহত হয় 4 জন । তার মধ্যে দুই মহিলার অবস্থা গুরুতর । দুর্গাপুর মহকুমা হাসপাতালে তাদের নিয়ে যাওয়া হয়েছে ।
এছাড়া অতিবৃষ্টির জন্য দুর্গাপুর নগরনিগমের 12 নম্বর ওয়ার্ডে একটি টালির ছাউনির মাটির বাড়ি ভেঙে পড়ে । কেউ আহত হয়নি ।