দুর্গাপুর, 21 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি । ছাত্র মৃত্যুর দায় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর । এরই মাঝে সিপিএম আমল থেকে যাদবপুর নকশালদের আঁতুড় ঘর বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার ৷ সোমবার দুর্গাপুরে বিজেপির দলীয় একটি কর্মসূচিতে যোগ দিতে আসেন তিনি ৷
সুভাষ সরকার বলেন, "এই ঘটনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চলছে বিগত বেশ কয়েক দশক ধরে । সিপিএম সরকারের সময়কাল থেকে এই বিশ্ববিদ্যালয় বাম, অতিবাম ও নকশালদের আঁতুড় ঘর । বাম সরকারের সময়কাল থেকেই এইসব ঘটনা প্রতিরোধ করতে কোনও সদিচ্ছা দেখানো হয়নি । বর্তমান সরকারের সময়কালেও একই অবস্থা । কয়েকদিন আগে একটা স্মারকলিপি দেওয়াকে কেন্দ্র করে প্রতিযোগিতা হল । ছাত্র-ছাত্রীদের মারামারি বন্ধ করতে পুলিশের উদ্যোগও চোখে পড়ছে না ।"
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অন্তবর্তীকালীন উপাচার্য নিয়োগকে ঘিরে বিতর্কের মুখে রাজ্যপাল সিভি আনন্দ বোস । যাদবপুরের গণিত বিভাগের প্রধান বুদ্ধদেব সাউকে অন্তর্বর্তী উপাচার্য করেছেন তিনি । রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করেই তিনি উপাচার্য নিয়োগ করায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার । সোমবার এ বিষয়ে দুর্গাপুর থেকে সুর চড়ালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ৷ সুভাষ সরকার বলেন, "রাজ্য সরকারের উপাচার্য নিয়োগের পদ্ধতি রাজ্যপাল বোসের কাছে উপস্থাপনা করা দরকার । রাজ্য সরকার চাইছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি দখলদারি ।" সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান স্বশাসিত হওয়া দরকার বলেই তিনি জানান ৷
আরও পড়ুন: ফের বেলাগাম দিলীপ, যাদবপুরকাণ্ডে চাঁচাছোলা ভাষায় আক্রমণ বুদ্ধিজীবীদের
বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছেন, "কাশ্মীরকে যদি আমরা ঠাণ্ডা করে দিতে পারি তাহলে যাদবপুর তো ছোট জায়গা ৷ দুর্বৃত্তদের বুট দিয়ে মাথা কুঁচলে দেওয়া হবে ।" কার্যত দিলীপের এই মন্তব্যকে সমর্থন করতে শোনা গেল কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে ।