ETV Bharat / state

Investment For South Bengal: 4 হাজার কোটিরও বেশি বিনিয়োগ ! শিল্পে সুদিনের আশায় দক্ষিণবঙ্গ - আসানসোল

দক্ষিণবঙ্গের শিল্পে 4 হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগ (Investment For South Bengal) করা হচ্ছে ! আসানসোলে আয়োজিত একটি শিল্প সম্মেলনে এমনটাই দাবি করা হল ৷

more than Four Thousand Crore Investment is coming for industries in South Bengal
শিল্প সম্মেলন
author img

By

Published : Jan 30, 2023, 9:20 PM IST

বিনিয়োগের খবর

আসানসোল, 30 জানুয়ারি: আসানসোল-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শিল্পক্ষেত্রে 4 হাজার কোটিরও বেশি টাকার বিনিয়োগ হতে চলেছে (Investment For South Bengal) ! এমনটাই জানিয়েছেন 'ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ'-এর সভাপতি রাজেন্দ্র প্রসাদ খৈতান ৷ সম্প্রতি আসানসোলে একটি শিল্প সম্মেলন আয়োজিত হয় ৷ সেই অনুষ্ঠানেই বিনিয়োগের তালিকা প্রকাশ্যে আনেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা ৷

উল্লেখ্য, আসানসোল ক্লাবে এই শিল্প সম্মেলনের আয়োজন করা হয়েছিল ৷ সেই কর্মসূচিতে শশী পাঁজা ছাড়াও যোগ দেন রাজ্যের আর এক মন্ত্রী মলয় ঘটক ৷ এই সম্মেলনের শেষে রাজেন্দ্র প্রসাদ খৈতান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, আগামিদিনে দক্ষিণবঙ্গে বিপুল পরিমাণ বিনিয়োগ করা হবে ৷ এরপর একটি তালিকা পাঠ করেন তিনি ৷ সেই তালিকায় দক্ষিণবঙ্গের কোথায়, কোন শিল্পপতি বা শিল্পগোষ্ঠী, কোন শিল্পে, কত টাকার বিনিয়োগ করছেন, সেই খতিয়ান তুলে ধরা হয় ৷

রাজেন্দ্র প্রসাদ খৈতান এই প্রসঙ্গে আরও বলেন, "আসানসোলে, বাঁকুড়া এবং পুরুলিয়ায় শিল্পক্ষেত্রে সবথেকে বেশি বিনিয়োগ করা হচ্ছে ৷ আসানসোলে একদিকে যেমন লৌহ ইস্পাত শিল্প থেকে শুরু করে দু'টি বড় মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হচ্ছে, তেমনই অন্যদিকে, কাগজ শিল্প-সহ অন্যান্য আরও নানা শিল্প নিয়ে আসা হচ্ছে ৷ শিল্পপতিরা দক্ষিণবঙ্গে আসছেন ৷ এই বিনিয়োগের ফলে প্রচুর পরিমাণ কর্মসংস্থান হবে ৷ এলাকার অর্থনৈতিক চালচিত্র বদলে যাবে !"

আরও পড়ুন: ক্ষুদ্র-মাঝারি শিল্পতালুকগুলিতে জমির দাম কমানোর বিষয়ে ভাবতে পারে সরকার

সংশ্লিষ্ট শিল্প সম্মেলনে মন্ত্রী শশী পাঁজা বলেন, সিঙ্গল উইন্ডো ব্যবস্থাপনার মাধ্যমে শিল্পপতিদের সমস্ত সমস্যা মেটানো হবে ৷ শিল্পক্ষেত্রে কারও কোনও দাদাগিরি মানা হবে না ৷ এই প্রসঙ্গে রাজ্যের আর এক মন্ত্রী মলয় ঘটক বলেন, "আসানসোলে দু'টি পাঁচতারা হোটেল তৈরি করা হচ্ছে ৷ দু'টি বড় শিল্পগোষ্ঠী এই কাজ করছে ৷ এছাড়াও, মেডিক্যাল কলেজ থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের শিল্প আসছে ৷ এ রাজ্যে স্থায়ী সরকার রয়েছে ৷ শিল্প স্থাপনে কোনও প্রতিবন্ধকতা নেই ৷ সেই কারণেই শিল্পপতিরা বাংলায় শিল্প স্থাপনে আগ্রহ দেখাচ্ছেন ৷ দক্ষিণবঙ্গের জন্য বড় সুখবর হল, ইতিমধ্যেই পানাগড়ে শিল্প হাব তৈরি হয়েছে ৷ রঘুনাথপুরেও শিল্প হাব তৈরি হচ্ছে ৷ আগামী দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শিল্পের আরও প্রসার ঘটবে ৷"

বিনিয়োগের খবর

আসানসোল, 30 জানুয়ারি: আসানসোল-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শিল্পক্ষেত্রে 4 হাজার কোটিরও বেশি টাকার বিনিয়োগ হতে চলেছে (Investment For South Bengal) ! এমনটাই জানিয়েছেন 'ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ'-এর সভাপতি রাজেন্দ্র প্রসাদ খৈতান ৷ সম্প্রতি আসানসোলে একটি শিল্প সম্মেলন আয়োজিত হয় ৷ সেই অনুষ্ঠানেই বিনিয়োগের তালিকা প্রকাশ্যে আনেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা ৷

উল্লেখ্য, আসানসোল ক্লাবে এই শিল্প সম্মেলনের আয়োজন করা হয়েছিল ৷ সেই কর্মসূচিতে শশী পাঁজা ছাড়াও যোগ দেন রাজ্যের আর এক মন্ত্রী মলয় ঘটক ৷ এই সম্মেলনের শেষে রাজেন্দ্র প্রসাদ খৈতান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, আগামিদিনে দক্ষিণবঙ্গে বিপুল পরিমাণ বিনিয়োগ করা হবে ৷ এরপর একটি তালিকা পাঠ করেন তিনি ৷ সেই তালিকায় দক্ষিণবঙ্গের কোথায়, কোন শিল্পপতি বা শিল্পগোষ্ঠী, কোন শিল্পে, কত টাকার বিনিয়োগ করছেন, সেই খতিয়ান তুলে ধরা হয় ৷

রাজেন্দ্র প্রসাদ খৈতান এই প্রসঙ্গে আরও বলেন, "আসানসোলে, বাঁকুড়া এবং পুরুলিয়ায় শিল্পক্ষেত্রে সবথেকে বেশি বিনিয়োগ করা হচ্ছে ৷ আসানসোলে একদিকে যেমন লৌহ ইস্পাত শিল্প থেকে শুরু করে দু'টি বড় মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হচ্ছে, তেমনই অন্যদিকে, কাগজ শিল্প-সহ অন্যান্য আরও নানা শিল্প নিয়ে আসা হচ্ছে ৷ শিল্পপতিরা দক্ষিণবঙ্গে আসছেন ৷ এই বিনিয়োগের ফলে প্রচুর পরিমাণ কর্মসংস্থান হবে ৷ এলাকার অর্থনৈতিক চালচিত্র বদলে যাবে !"

আরও পড়ুন: ক্ষুদ্র-মাঝারি শিল্পতালুকগুলিতে জমির দাম কমানোর বিষয়ে ভাবতে পারে সরকার

সংশ্লিষ্ট শিল্প সম্মেলনে মন্ত্রী শশী পাঁজা বলেন, সিঙ্গল উইন্ডো ব্যবস্থাপনার মাধ্যমে শিল্পপতিদের সমস্ত সমস্যা মেটানো হবে ৷ শিল্পক্ষেত্রে কারও কোনও দাদাগিরি মানা হবে না ৷ এই প্রসঙ্গে রাজ্যের আর এক মন্ত্রী মলয় ঘটক বলেন, "আসানসোলে দু'টি পাঁচতারা হোটেল তৈরি করা হচ্ছে ৷ দু'টি বড় শিল্পগোষ্ঠী এই কাজ করছে ৷ এছাড়াও, মেডিক্যাল কলেজ থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের শিল্প আসছে ৷ এ রাজ্যে স্থায়ী সরকার রয়েছে ৷ শিল্প স্থাপনে কোনও প্রতিবন্ধকতা নেই ৷ সেই কারণেই শিল্পপতিরা বাংলায় শিল্প স্থাপনে আগ্রহ দেখাচ্ছেন ৷ দক্ষিণবঙ্গের জন্য বড় সুখবর হল, ইতিমধ্যেই পানাগড়ে শিল্প হাব তৈরি হয়েছে ৷ রঘুনাথপুরেও শিল্প হাব তৈরি হচ্ছে ৷ আগামী দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শিল্পের আরও প্রসার ঘটবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.