ETV Bharat / state

অ্যাকাউন্ট থেকে উধাও লক্ষাধিক টাকা, পুলিশের দ্বারস্থ দুর্গাপুরের চিকিৎসক - doctor

দুর্গাপুরের এক চিকিৎসকের আ্যকাউন্ট থেকে উধাও লক্ষাধিক টাকা । অনলাইন কেনাকাটার জন্য তাঁর অ্যাকাউন্ট থেকে দফায় দফায় 23 হাজার টাকা তুলে নেওয়া হয় ।

গোবিন্দচন্দ্র মণ্ডল
author img

By

Published : Jul 30, 2019, 4:58 AM IST

দুর্গাপুর, 30 জুলাই : দুর্গাপুরের এক চিকিৎসকের আ্যকাউন্ট থেকে উধাও লক্ষাধিক টাকা । দুর্গাপুর ইস্পাত হাসপাতালের চিকিৎসক গোবিন্দচন্দ্র মণ্ডলের অভিযোগ, অনলাইন কেনাকাটার জন্য তাঁর অ্যাকাউন্ট থেকে দফায় দফায় টাকা তোলা হলেও মোবাইলে সেই সংক্রান্ত কোনও মেসেজ আসেনি । কিন্তু হঠাৎ একদিন ব্যাঙ্ক থেকে মেসেজ আসে, তাঁর অ্যাকাউন্ট থেকে 23 হাজার টাকা তুলে নেওয়া হয়েছে । এরপর নিশ্চিত হওয়ার জন্য ব্যাঙ্কে গিয়ে নিজের পাসবই আপডেট করাতেই চক্ষু চড়কগাছ গোবিন্দবাবুর ।

দুর্গাপুর ইস্পাত হাসপাতালের চিকিৎসক গোবিন্দবাবু দুর্গাপুর ইস্পাত নগরীর A জ়োন গুরুনানক রোডের ইস্পাত আবাসনের বাসিন্দা । তিনি বেনাচিতি শাখার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহক । গোবিন্দবাবুর অভিযোগ, জুলাই মাসের প্রথম সপ্তাহে তাঁর মোবাইলে একটি মেসেজ আসে । তাতে বলা হয়, তাঁর অ্যাকাউন্ট থেকে 23 হাজার টাকা তোলা হয়েছে । তৎক্ষণাৎ তিনি ব্যাঙ্কে যান । ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জানান যে তিনি ওই টাকা তোলেননি । গোবিন্দবাবুর অভিযোগ, ব্যাঙ্কে গিয়ে বললেও ব্যাঙ্ক কর্তৃপক্ষ একবারে তাঁর পাসবই আপডেট করে দেয়নি ।

এরপর পাসবই আপডেট করিয়ে গোবিন্দবাবু দেখেন, তিনি তাঁর মেয়ের জন্য মে-জুন মাসে এক লাখ টাকা তোলার পরপরই তাঁর অ্যাকাউন্ট থেকে বিভিন্ন অনলাইন বিপণি সংস্থা থেকে একাধিক জিনিসের দাম মেটানো হয়েছে । যার কোনও মেসেজই তাঁর মোবাইলে আসেনি বলে দাবি ওই চিকিৎসকের । তিনি জানান, লক্ষাধিক টাকার সামগ্রী কেনা হয়েছে তাঁর অ্যাকাউন্টের টাকা দিয়ে ।

এই ঘটনার প্রতিবাদ জানিয়ে গোবিন্দবাবু ব্যাঙ্কের কাছে এবং আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ জানান । অভিযোগ জানানোর পরও কিছু প্রশ্ন ভাবাচ্ছে গোবিন্দবাবুকে । কেন তাঁর মোবাইলে কোনও মেসেজ আসেনি? ব্যাঙ্কের কর্মীরাই বা কেন প্রথমে তাঁর পাসবই আপডেট করতে চাননি ? এসব প্রশ্নের মনে রেখে এখন পুলিশ ও ব্যাঙ্ক কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেয় সেদিকেই তাকিয়ে গোবিন্দবাবু ।

দুর্গাপুর, 30 জুলাই : দুর্গাপুরের এক চিকিৎসকের আ্যকাউন্ট থেকে উধাও লক্ষাধিক টাকা । দুর্গাপুর ইস্পাত হাসপাতালের চিকিৎসক গোবিন্দচন্দ্র মণ্ডলের অভিযোগ, অনলাইন কেনাকাটার জন্য তাঁর অ্যাকাউন্ট থেকে দফায় দফায় টাকা তোলা হলেও মোবাইলে সেই সংক্রান্ত কোনও মেসেজ আসেনি । কিন্তু হঠাৎ একদিন ব্যাঙ্ক থেকে মেসেজ আসে, তাঁর অ্যাকাউন্ট থেকে 23 হাজার টাকা তুলে নেওয়া হয়েছে । এরপর নিশ্চিত হওয়ার জন্য ব্যাঙ্কে গিয়ে নিজের পাসবই আপডেট করাতেই চক্ষু চড়কগাছ গোবিন্দবাবুর ।

দুর্গাপুর ইস্পাত হাসপাতালের চিকিৎসক গোবিন্দবাবু দুর্গাপুর ইস্পাত নগরীর A জ়োন গুরুনানক রোডের ইস্পাত আবাসনের বাসিন্দা । তিনি বেনাচিতি শাখার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহক । গোবিন্দবাবুর অভিযোগ, জুলাই মাসের প্রথম সপ্তাহে তাঁর মোবাইলে একটি মেসেজ আসে । তাতে বলা হয়, তাঁর অ্যাকাউন্ট থেকে 23 হাজার টাকা তোলা হয়েছে । তৎক্ষণাৎ তিনি ব্যাঙ্কে যান । ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জানান যে তিনি ওই টাকা তোলেননি । গোবিন্দবাবুর অভিযোগ, ব্যাঙ্কে গিয়ে বললেও ব্যাঙ্ক কর্তৃপক্ষ একবারে তাঁর পাসবই আপডেট করে দেয়নি ।

এরপর পাসবই আপডেট করিয়ে গোবিন্দবাবু দেখেন, তিনি তাঁর মেয়ের জন্য মে-জুন মাসে এক লাখ টাকা তোলার পরপরই তাঁর অ্যাকাউন্ট থেকে বিভিন্ন অনলাইন বিপণি সংস্থা থেকে একাধিক জিনিসের দাম মেটানো হয়েছে । যার কোনও মেসেজই তাঁর মোবাইলে আসেনি বলে দাবি ওই চিকিৎসকের । তিনি জানান, লক্ষাধিক টাকার সামগ্রী কেনা হয়েছে তাঁর অ্যাকাউন্টের টাকা দিয়ে ।

এই ঘটনার প্রতিবাদ জানিয়ে গোবিন্দবাবু ব্যাঙ্কের কাছে এবং আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ জানান । অভিযোগ জানানোর পরও কিছু প্রশ্ন ভাবাচ্ছে গোবিন্দবাবুকে । কেন তাঁর মোবাইলে কোনও মেসেজ আসেনি? ব্যাঙ্কের কর্মীরাই বা কেন প্রথমে তাঁর পাসবই আপডেট করতে চাননি ? এসব প্রশ্নের মনে রেখে এখন পুলিশ ও ব্যাঙ্ক কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেয় সেদিকেই তাকিয়ে গোবিন্দবাবু ।

Intro:এবার দুর্গাপুরের এক চিকিৎসক এর আ্যকাউন্ট থেকে উধাও লক্ষাধিক টাকা।বিভিন্ন অনলাইন শপিং কোম্পানি র সামগ্রী কেনার টাকা ওই চিকিৎসক এর আ্যকাউন্ট থেকে জমা পড়লেও চিকিৎসক এর মোবাইলে তার ম্যাসেজ আসেনি।একদিন হটাৎ তার আ্যকাউন্ট থেকে ২৩ হাজার টাকা তুলে নেওয়া হয় এমন ম্যাসেজ আসার পরে ব্যাঙ্কে গিয়ে পাসবই আপডেট করাতেই চক্ষুচড়কগাছ ওই চিকিৎসকের।ব্যাঙ্কেও একবারে পাশবই আপডেট না করে দেওয়ার অভিযোগ ওই চিকিৎসকের মুখেই শোনা গেলো।

দুর্গাপুর ইস্পাত হাসপাতালের চিকিৎসক ডাঃ গোবিন্দ চন্দ্র মণ্ডল দুর্গাপুর ইস্পাত নগরীরর এজোন গুরুনানক রোডে ইস্পাত আবাসনে থাকেন।তিনি বেনাচিতি শাখার একটি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের গ্রাহক।ওই চিকিৎসক এর অভিযোগ জুলাই মাসের প্রথম সপ্তাহে তিনি মোবাইলে একটি ম্যাসেজে দেখেন তার আ্যকাউন্ট থেকে ২৩ হাজার টাকা তোলা হয়েছে।তিনি ওইদিন ব্যাঙ্কে যান এটা জানাতে যে তিনি ওই টাকা তোলেননি এবং ওই দিন পাশবুক আপডেট করাতে গিয়ে দেখেন চিকিৎসক তার মেয়ের জন্য মে-জুন মাসে একলক্ষ টাকা তোলার পরে পরেই তার আ্যকাউন্ট থেকে বিভিন্ন অনলাইন শপিং সংস্থায় জিনিষ কিনে তার আ্যকাউন্ট থেকে সেই টাকা মেটানো হয়েছে।যার কোনও ম্যাসেজ মোবাইলে আসেনি বলেই দাবী ওই চিকিৎসকের।প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী কেনা হয়েছে তার আ্যকাউন্ট থেকে টাকা দিয়ে।এরপরেই ওই চিকিৎসক ব্যাঙ্কের কাছে এবং আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ জানিয়েছেন।কিন্তু ওই চিকিৎসক ধন্দে যে কেনও তার মোবাইলে ম্যাসেজ এলোনা?ব্যাঙ্কের কর্মীরাও কেনই বা একসাথে তার পাশবুক আপডেট করেননি তা নিয়েও প্রশ্ন তুললেন এই চিকিৎসক। এই চিকিৎসক এখন তাকিয়ে ব্যাঙ্ক কি ব্যাবস্থা গ্রহন করে তার দিকে তাকিয়ে।কেননা এই যে টাকা তার আ্যকাউন্ট থেকে কোনও অনলাইন সংস্থায় যাচ্ছে তার ম্যাসেজ কেনও তার মোবাইলে যায়নি?তাহলে তো ওই চিকিৎসক বুঝতে পারতেন বলেই দাবী তার।Body:গConclusion:গ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.