ETV Bharat / state

বসন্ত উৎসবে মাতলেন মমতাজ় সংঘমিতা, শোনালেন রবীন্দ্রসংগীত - festival

বসন্ত উৎসবে সামিল হয়ে রবীন্দ্রসংগীত ও নৃত্যে মাতলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ মমতাজ় সংঘমিতা।

তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ মমতাজ সংঘমিতা
author img

By

Published : Mar 21, 2019, 12:38 PM IST

Updated : Mar 22, 2019, 7:02 AM IST

দুর্গাপুর, ২১ মার্চ : দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের এম এ এম সি কলোনির বাসিন্দাদের সাথে বসন্ত উৎসবে সামিল হয়ে রবীন্দ্রসংগীত ও নৃত্যে মাতলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতাজ় সংঘমিতা। যেহেতু দোল উৎসবের জন্য দু'দিন প্রচার বন্ধ রাখা হয়, তাই ভোটপ্রচার না করলেও বসন্ত উৎসবকেই জনসংযোগের জন্য বেছে নিলেন মমতাজ়। তিনি বিদায়ি সাংসদ। আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী।

দেখুন ভিডিয়ো

আবাল-বৃদ্ধ-বনিতাদের নিয়ে বসন্ত উৎসবের আয়োজন করেন ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর দেবব্রত সাঁই। দেবব্রতবাবুর আয়োজিত অনুষ্ঠানে এসে প্রভাতফেরিতে রবীন্ত্রনৃত্যে মাতেন মমতাজ় সংঘমিতা। পরে তিনি সাংবাদিকদের সামনে রবীন্দ্রসংগীতও গেয়ে শোনান।

দুর্গাপুর, ২১ মার্চ : দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের এম এ এম সি কলোনির বাসিন্দাদের সাথে বসন্ত উৎসবে সামিল হয়ে রবীন্দ্রসংগীত ও নৃত্যে মাতলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতাজ় সংঘমিতা। যেহেতু দোল উৎসবের জন্য দু'দিন প্রচার বন্ধ রাখা হয়, তাই ভোটপ্রচার না করলেও বসন্ত উৎসবকেই জনসংযোগের জন্য বেছে নিলেন মমতাজ়। তিনি বিদায়ি সাংসদ। আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী।

দেখুন ভিডিয়ো

আবাল-বৃদ্ধ-বনিতাদের নিয়ে বসন্ত উৎসবের আয়োজন করেন ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর দেবব্রত সাঁই। দেবব্রতবাবুর আয়োজিত অনুষ্ঠানে এসে প্রভাতফেরিতে রবীন্ত্রনৃত্যে মাতেন মমতাজ় সংঘমিতা। পরে তিনি সাংবাদিকদের সামনে রবীন্দ্রসংগীতও গেয়ে শোনান।

Intro:দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের এম এ এম সি কলোনির বাসিন্দাদের সাথে বসন্ত উৎসবে সামিল হয়ে রবীন্দ্রসংগীত ও নৃত্যে মাতলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের টি এম সি প্রার্থী ডাঃ মমতাজ সংঘমিতা।ভোটপ্রচার না করলেও বসন্ত উৎসব কেই জনসংযোগ এর জন্য বেছে নিলেন শাসকদলের এই কেন্দ্রের গতবারের এম পি তথা এবারেরও টি এম সি প্রার্থী।

বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের টি এম সি প্রার্থী কে দেখা গেল বসন্ত উৎসবে মেতে উঠতে দুর্গাপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের এম এ এম সি কলোনিতে।এই ওয়ার্ডের টিএমসি কাউন্সিলর দেবব্রত সাঁই এর উদ্যোগে এই ওয়ার্ডের আবাল-বৃদ্ধ-বণিতাদের নিয়ে আয়োজিত বসন্ত উৎসবে যোগ দিতে এসে প্রভাতফেরি তে রবীন্ত্রনৃত্যে মাতলেন বিদায়ী সাংসদ তথা এবারেও টিএমসি প্রার্থী মমতাজ সংঘমিতা।পরে সাংবাদিকদের সামনে রবীন্দ্রসংগীত গাইলেন।দোল উৎসবের জন্য দুদিন প্রচার বন্ধ রাখা হয়েছে।কিন্তু তাতে কি বসন্ত উৎসবের এই অনুষ্ঠানেই জনসংযোগ করলেন এই টিএমসি প্রার্থী।Body:কপিConclusion:কপি
Last Updated : Mar 22, 2019, 7:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.