ETV Bharat / state

আসানসোলে ছেলেধরা সন্দেহে যুবককে পিটিয়ে খুন - ছেলেধরা সন্দেহে গণধোলাই

আসানসোলে ছেলেধরা সন্দেহে গণপিটুনি ৷ মৃত্যু হল এক ব্যক্তির ৷

মৃত
author img

By

Published : Sep 11, 2019, 11:24 AM IST

Updated : Sep 11, 2019, 11:30 AM IST

সালানপুর, 11 সেপ্টেম্বর : ছেলেধরা সন্দেহে ফের গণপিটুনির ঘটনা আসানসোলে ৷ এবার সালানপুরের বনজেমারিতে ৷ গণপিটুনিতে মৃত্যু হল এক যুবকের ৷ মৃতের পরিচয় জানা যায়নি ৷

আজ সকালে বনজেমারিতে ঘোরাঘুরি করছিলেন বছর তিরিশের ওই যুবক ৷ অস্বাভাবিক আচরণ আর অসংলগ্ন কথাবার্তা দেখে সন্দেহ হওয়ায় তাঁকে আটকে রাখে স্থানীয়রা ৷ ছেলেধরা সন্দেহে ল্যাম্পপোস্টে বেঁধে মারধর করা হয় ৷ অজ্ঞান হয়ে পড়লে রাস্তায় ফেলে চলে মারধর ৷

খবর পেয়ে ঘটনাস্থানে আসে সালানপুর থানার পুলিশ ৷ তাঁকে উদ্ধার করে গাড়িতে তোলা হলে সেখান থেকেও নামিয়ে ফের মারধর করা হয় বলে বক্তব্য প্রত্যক্ষদর্শীদের ৷ কোনওরকমে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷

দেখুন ভিডিয়ো

গত কয়েকদিনে আসানসোলে ছেলেধরা সন্দেহে একাধিকবার গণপিটুনির ঘটনা ঘটেছে । সেই গুজব রুখতে পুলিশ-প্রশানের তরফে প্রচার চালানো হচ্ছে ৷ চলছে মাইকিং ৷ গণপিটুনি রুখতে বিধানসভায় পাশ হয়েছে দা ওয়েস্ট বেঙ্গল প্রিভেনশন অফ লিঞ্চিং বিল 2019 বা "গণপ্রহার রোধ বিল"ও । বিল পাশ হলেও এখনও আইনটি চালু হয়নি । এই বিল অনুযায়ী, গণপ্রহারে কারও মৃত্যু হলে দোষীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা হবে । গণপ্রহারে কেউ জখম হলে দোষীর সর্বোচ্চ তিন বছর সশ্রম কারাদণ্ড ও সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হবে । তারপরও যে সাধারণ মানুষের হুঁশ ফেরেনি তা ফের প্রমাণ করল আজকের ঘটনা ৷

সালানপুর, 11 সেপ্টেম্বর : ছেলেধরা সন্দেহে ফের গণপিটুনির ঘটনা আসানসোলে ৷ এবার সালানপুরের বনজেমারিতে ৷ গণপিটুনিতে মৃত্যু হল এক যুবকের ৷ মৃতের পরিচয় জানা যায়নি ৷

আজ সকালে বনজেমারিতে ঘোরাঘুরি করছিলেন বছর তিরিশের ওই যুবক ৷ অস্বাভাবিক আচরণ আর অসংলগ্ন কথাবার্তা দেখে সন্দেহ হওয়ায় তাঁকে আটকে রাখে স্থানীয়রা ৷ ছেলেধরা সন্দেহে ল্যাম্পপোস্টে বেঁধে মারধর করা হয় ৷ অজ্ঞান হয়ে পড়লে রাস্তায় ফেলে চলে মারধর ৷

খবর পেয়ে ঘটনাস্থানে আসে সালানপুর থানার পুলিশ ৷ তাঁকে উদ্ধার করে গাড়িতে তোলা হলে সেখান থেকেও নামিয়ে ফের মারধর করা হয় বলে বক্তব্য প্রত্যক্ষদর্শীদের ৷ কোনওরকমে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷

দেখুন ভিডিয়ো

গত কয়েকদিনে আসানসোলে ছেলেধরা সন্দেহে একাধিকবার গণপিটুনির ঘটনা ঘটেছে । সেই গুজব রুখতে পুলিশ-প্রশানের তরফে প্রচার চালানো হচ্ছে ৷ চলছে মাইকিং ৷ গণপিটুনি রুখতে বিধানসভায় পাশ হয়েছে দা ওয়েস্ট বেঙ্গল প্রিভেনশন অফ লিঞ্চিং বিল 2019 বা "গণপ্রহার রোধ বিল"ও । বিল পাশ হলেও এখনও আইনটি চালু হয়নি । এই বিল অনুযায়ী, গণপ্রহারে কারও মৃত্যু হলে দোষীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা হবে । গণপ্রহারে কেউ জখম হলে দোষীর সর্বোচ্চ তিন বছর সশ্রম কারাদণ্ড ও সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হবে । তারপরও যে সাধারণ মানুষের হুঁশ ফেরেনি তা ফের প্রমাণ করল আজকের ঘটনা ৷

Intro:ফের ছেলেধরা সন্দেহে গণপ্রহার। আর এই গণপ্রহারের ফলে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটল। সালানপুর থানার বনজেমারী এলাকার ঘটনা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে আজ সকালে এক ব্যক্তি সালানপুরের বনজেমারী এলাকায় ঘোরাঘুরি করছিল। সেসময় এলাকাবাসীরা সন্দেহজনক ভাবে তাকে আটক করে। এলাকাবাসীদের সন্দেহ হয় ওই ব্যক্তি ছেলেধরা। এরপর বাসিন্দারা প্রশ্ন করলে নাকি ওই ব্যক্তির কাছ থেকে অসংলগ্ন উত্তর পাওয়া যায়। এরপরেই ওই ব্যক্তিকে মারধর করতে শুরু করে এলাকাবাসীরা। ঘটনার খবর পেয়ে সালানপুর থানার পুলিশ যায়। অভিযোগ পুলিশের গাড়ি থেকে নামিয়েও মারধর করা হয় ওই ব্যক্তিকে।
আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসে সালানপুর থানার পুলিশ ।কিন্তু সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ।এখনও পর্যন্ত ওই মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুলিশ তার পরিচয় জানার চেষ্টা করছে। গত কয়েকদিনে আসানসোলে ছেলেধরা গুজবে বিভিন্ন দিকে গণধোলাইয়ের ঘটনা ঘটেছে। পরপর ছড়িয়ে যাওয়া এই গুজব রুখতে পুলিশ ইতিমধ্যে বিভিন্ন এলাকায় মাইকিং করছে। কিন্তু গুজব থামছে না।


Body:..


Conclusion:
Last Updated : Sep 11, 2019, 11:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.