আসানসোল, 19 সেপ্টেম্বর : আদিবাসী গ্রামে গিয়ে তাদের ভাষায় কথা বলে মন জয় করে নিলেন বারবনির বিধায়ক বিধান উপাধ্যায় ।
গত কয়েকদিন ধরেই গ্রামে গ্রামে ঘুরে মানুষের সমস্যার কথা শুনছেন বারবনির বিধায়ক বিধান উপাধ্যায় । আজ সেভাবেই বারবনির জামগ্রাম পঞ্চায়েতের শিরিষডাঙা এলাকায় গিয়েছিলেন মানুষের অভাব অভিযোগ শুনতে । সঙ্গে ছিলেন বারবনির ব্লক সভাপতি অসিত সিংহ । আজ অনান্য রাজনৈতিক দল থেকে 100 টি পরিবার তৃণমূলে যোগ দেয় । বিধান উপাধ্যায় ও অসিত সিংহ তাদের হাতে দলীয় পতাকা দেন । তবে আজকের সভায় বিধান উপাধ্যায় গ্রামের মানুষদের সঙ্গে স্থানীয় আঞ্চলিক ভাষায় কথা বলে তাদের মন জয় করে নেন তিনি ।
গ্রামের যুব সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, “তোমাদের যেন কেউ না ঠকাতে পারে। ভোটের আগে অনেক নেতারা আসে । এটা-ওটা দিয়ে ভোট নিয়ে চলে যায় । আর তাদের খুঁজে পাওয়া যায় না । আমি পাঁচগাছিয়াতেই থাকি । সেখানে গেলেই আমাকে পাওয়া যায় । তোমাদের যা সুবিধা অসুবিধা সব আমাকে জানাবে ।” বিধায়ককে হাতের সামনে পেয়ে বেশ কয়েকটি দাবি রাখেন গ্রামবাসীরা । বিধায়ক বিধান উপাধ্যায় আশ্বাস দেন, খুব দ্রুত সব ব্যবস্থা করে দেবেন ।