ETV Bharat / state

Shatrughan Sinha: ছটপুজোর আগে দেখা নেই 'বিহারীবাবু'র, পড়ল 'নিরুদ্দেশ' পোস্টার - আসানসোল

ছটপুজোর (Chhath Puja 2022) আগে এলাকায় দেখা নেই আসানসোলের (Asansol) সাংসদ 'বিহারীবাবু' শত্রুঘ্ন সিনহার (Shatrughan Sinha) ৷ তাঁর নামে এলাকায় পড়ল 'নিরুদ্দেশ' পোস্টার (Missing Poster) ৷

Missing Poster for Shatrughan Sinha in Asansol before Chhath Puja 2022
Shatrughan Sinha: ছটপুজোর আগে দেখা নেই 'বিহারীবাবু'র, পড়ল 'নিরুদ্দেশ' পোস্টার
author img

By

Published : Oct 28, 2022, 11:13 AM IST

আসানসোল, 28 অক্টোবর: সামনেই ছটপুজো (Chhath Puja 2022) ৷ বিহারের বাসিন্দাদের সবথেকে বড় উৎসব ৷ পশ্চিম বর্ধমানে আসানসোলের (Asansol) বিহারী অধ্যুষিত এলাকায় তাই এখন সাজো সাজো রব ৷ অথচ, উৎসবের এই আবহেও দেখা নেই 'বিহারীবাবু' শত্রুঘ্ন সিনহার (Shatrughan Sinha) ! ঘটনাচক্রে যিনি কিনা এলাকার সাংসদ ! ভোটে জিতে একাধিক রেকর্ড গড়েছিলেন শত্রুঘ্ন ৷ কথা দিয়েছিলেন, এবার থেকে থাকবেন আসানসোলেই ৷ কিন্তু, স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ বলছেন, সেই কথা রাখেননি সাংসদ ৷ তাই তাঁর খোঁজে কুলটি এলাকায় পড়ল 'নিরুদ্দেশ' পোস্টার (Missing Poster) ৷ ঠিক যেমনটা এক সময় পড়েছিল শত্রুঘ্নর পূর্বসূরি বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) নামে !

তৃণমূল সাংসদের এই গরহাজিরা রাজনৈতিকভাবে ব্যবহার করতে তৎপর গেরুয়া শিবির ৷ ছটপুজোর আগে এলাকায় ঘুরে ঘুরে জনসংযোগে মন দিয়েছেন বিজেপি নেতারা ৷ শোনা যাচ্ছে, ছটপুজোর আগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন পোশাক বিলি করছেন প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ৷ পিছিয়ে নেই তৃণমূলও ৷ দলের তরফে আসানসোলের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র পারিষদ গুরুদাস চট্টোপাধ্যায়-সহ অন্যরা শাড়ি-সহ নানা ধরনের উপহার দিচ্ছেন বাসিন্দাদের ৷ কিন্তু, এত সব করেও সমালোচনা বন্ধ করা যাচ্ছে না ৷

সাংসদের দেখা নেই !

আরও পড়ুন: ভাইফোঁটা না পেলেও জেলেই ফ্রায়েড রাইস-চিলি চিকেনে মজলেন কেষ্ট

এই প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতা অমিত গড়াই বলেন, "অবাঙালিদের বড় উৎসবগুলির মধ্য়ে অন্যতম ছটপুজো ৷ অথচ সেই উৎসবে বিহারীবাবুই নেই ৷ শুধু বিহারীবাবু নাম নিলেই হয় না ৷ কাজেও অনেক কিছু করে দেখাতে হয় ৷ শুনেছি, তিনি আসানসোলে বাড়ি কিনেছেন ৷ কিন্তু, সেই বাড়িতে কেয়ারটেকার ছাড়া কেউ থাকেন না ৷ আসানসোলের মানুষ ওঁকে পাচ্ছে না ৷" সূত্রের দাবি, শেষবার দুর্গাপুজোর আগে আসানসোলের বিভিন্ন পুজোমণ্ডপের উদ্বোধন করতে দেখা গিয়েছিল শত্রুঘ্নকে ৷ কিন্তু, তারপর থেকে আর দর্শন দেননি সাংসদ !

যদিও তৃণমূলের দাবি, সাংসদের নামে অপপ্রচার করা হচ্ছে ৷ স্থানীয় কাউন্সিলর সেলিম আখতার আনসারি বলেন, "কিছু পাগল এসব রটাচ্ছে ৷ পোস্টার দিচ্ছে ৷ সাংসদ এখানেই থাকেন ৷ মানুষের সঙ্গে দেখা করেন ৷ কথা বলেন ৷ গত কয়েক দিন তিনি আসতে পারেননি ৷ তাঁর বাড়িতেও তো পুজো রয়েছে ৷ এই সুযোগে কেউ রাতের অন্ধকারে পোস্টার লাগিয়ে গিয়েছে ৷ সাহস থাকলে শত্রুঘ্ন সিনহা যখন আসবেন, তখন সামনাসামনি তাঁকে এসব বলে দেখাক ৷ কুলটিতে শান্তি রয়েছে ৷ সেই শান্তি ভঙ্গ করার চেষ্টা চলছে ৷"

প্রসঙ্গত, এর আগে বাবুল সুপ্রিয় যখন বিজেপি-র টিকিটে জিতে আসানসোলের সাংসদ হয়েছিলেন, তখন তাঁর নামেও এমনই 'নিরুদ্দেশ' পোস্টার পড়েছিল ৷ এমনকী, থানায় নিখোঁজ ডায়ারি পর্যন্ত করা হয়েছিল ! সূত্রের দাবি, সেই ঘটনার নেপথ্যে ছিল তৃণমূল কংগ্রেস ৷ এখন সেই বাবুলই তৃণমূলে ! অন্যদিকে, তৃণমূলের টিকিটে দাঁড়িয়েই রেকর্ড ভোটে জিতে আসানসোলের সাংসদ হয়েছেন শত্রুঘ্ন ৷ তাঁর আগে তৃণমূলের কোনও প্রতিনিধি এই আসনে জয়লাভ করেননি ৷ আর এবার সেই তাঁর নামেই পড়ল নিরুদ্দেশ পোস্টার !

আসানসোল, 28 অক্টোবর: সামনেই ছটপুজো (Chhath Puja 2022) ৷ বিহারের বাসিন্দাদের সবথেকে বড় উৎসব ৷ পশ্চিম বর্ধমানে আসানসোলের (Asansol) বিহারী অধ্যুষিত এলাকায় তাই এখন সাজো সাজো রব ৷ অথচ, উৎসবের এই আবহেও দেখা নেই 'বিহারীবাবু' শত্রুঘ্ন সিনহার (Shatrughan Sinha) ! ঘটনাচক্রে যিনি কিনা এলাকার সাংসদ ! ভোটে জিতে একাধিক রেকর্ড গড়েছিলেন শত্রুঘ্ন ৷ কথা দিয়েছিলেন, এবার থেকে থাকবেন আসানসোলেই ৷ কিন্তু, স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ বলছেন, সেই কথা রাখেননি সাংসদ ৷ তাই তাঁর খোঁজে কুলটি এলাকায় পড়ল 'নিরুদ্দেশ' পোস্টার (Missing Poster) ৷ ঠিক যেমনটা এক সময় পড়েছিল শত্রুঘ্নর পূর্বসূরি বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) নামে !

তৃণমূল সাংসদের এই গরহাজিরা রাজনৈতিকভাবে ব্যবহার করতে তৎপর গেরুয়া শিবির ৷ ছটপুজোর আগে এলাকায় ঘুরে ঘুরে জনসংযোগে মন দিয়েছেন বিজেপি নেতারা ৷ শোনা যাচ্ছে, ছটপুজোর আগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন পোশাক বিলি করছেন প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ৷ পিছিয়ে নেই তৃণমূলও ৷ দলের তরফে আসানসোলের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র পারিষদ গুরুদাস চট্টোপাধ্যায়-সহ অন্যরা শাড়ি-সহ নানা ধরনের উপহার দিচ্ছেন বাসিন্দাদের ৷ কিন্তু, এত সব করেও সমালোচনা বন্ধ করা যাচ্ছে না ৷

সাংসদের দেখা নেই !

আরও পড়ুন: ভাইফোঁটা না পেলেও জেলেই ফ্রায়েড রাইস-চিলি চিকেনে মজলেন কেষ্ট

এই প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতা অমিত গড়াই বলেন, "অবাঙালিদের বড় উৎসবগুলির মধ্য়ে অন্যতম ছটপুজো ৷ অথচ সেই উৎসবে বিহারীবাবুই নেই ৷ শুধু বিহারীবাবু নাম নিলেই হয় না ৷ কাজেও অনেক কিছু করে দেখাতে হয় ৷ শুনেছি, তিনি আসানসোলে বাড়ি কিনেছেন ৷ কিন্তু, সেই বাড়িতে কেয়ারটেকার ছাড়া কেউ থাকেন না ৷ আসানসোলের মানুষ ওঁকে পাচ্ছে না ৷" সূত্রের দাবি, শেষবার দুর্গাপুজোর আগে আসানসোলের বিভিন্ন পুজোমণ্ডপের উদ্বোধন করতে দেখা গিয়েছিল শত্রুঘ্নকে ৷ কিন্তু, তারপর থেকে আর দর্শন দেননি সাংসদ !

যদিও তৃণমূলের দাবি, সাংসদের নামে অপপ্রচার করা হচ্ছে ৷ স্থানীয় কাউন্সিলর সেলিম আখতার আনসারি বলেন, "কিছু পাগল এসব রটাচ্ছে ৷ পোস্টার দিচ্ছে ৷ সাংসদ এখানেই থাকেন ৷ মানুষের সঙ্গে দেখা করেন ৷ কথা বলেন ৷ গত কয়েক দিন তিনি আসতে পারেননি ৷ তাঁর বাড়িতেও তো পুজো রয়েছে ৷ এই সুযোগে কেউ রাতের অন্ধকারে পোস্টার লাগিয়ে গিয়েছে ৷ সাহস থাকলে শত্রুঘ্ন সিনহা যখন আসবেন, তখন সামনাসামনি তাঁকে এসব বলে দেখাক ৷ কুলটিতে শান্তি রয়েছে ৷ সেই শান্তি ভঙ্গ করার চেষ্টা চলছে ৷"

প্রসঙ্গত, এর আগে বাবুল সুপ্রিয় যখন বিজেপি-র টিকিটে জিতে আসানসোলের সাংসদ হয়েছিলেন, তখন তাঁর নামেও এমনই 'নিরুদ্দেশ' পোস্টার পড়েছিল ৷ এমনকী, থানায় নিখোঁজ ডায়ারি পর্যন্ত করা হয়েছিল ! সূত্রের দাবি, সেই ঘটনার নেপথ্যে ছিল তৃণমূল কংগ্রেস ৷ এখন সেই বাবুলই তৃণমূলে ! অন্যদিকে, তৃণমূলের টিকিটে দাঁড়িয়েই রেকর্ড ভোটে জিতে আসানসোলের সাংসদ হয়েছেন শত্রুঘ্ন ৷ তাঁর আগে তৃণমূলের কোনও প্রতিনিধি এই আসনে জয়লাভ করেননি ৷ আর এবার সেই তাঁর নামেই পড়ল নিরুদ্দেশ পোস্টার !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.