ETV Bharat / state

হাতের শিরা কাটা অবস্থায় উদ্ধার নিখোঁজ কিশোরীর মৃতদেহ

author img

By

Published : Aug 13, 2019, 2:38 PM IST

Updated : Aug 13, 2019, 10:51 PM IST

আসানসোলে রাস্তায় একটি ভ্যাট থেকে উদ্ধার হল এক কিশোরীর মৃতদেহ । তার নাম অমরপ্রীত কৌর । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে । কিশোরীর হাতের শিরা কাটা ছিল ।

অমরপ্রীত কৌর

আসানসোল, 13 অগাস্ট : আসানসোল দক্ষিণ থানার আপকা গার্ডেন থেকে উদ্ধার হল কিশোরীর মৃতদেহ ৷ তার নাম অমরপ্রীত কৌর (১৭) । ১০ অগাস্ট থেকে নিখোঁজ ছিল সে ।

আসানসোল দক্ষিণ থানার দক্ষিণ পুলিশ পোস্টের ধেমোমেন এলাকায় অমরপ্রীতের বাড়ি ছিল ৷ ১০ আগস্ট দুপুরে প্রাইভেট কোচিংয়ে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল সে । তারপর থেকে তার আর কোনও খোঁজ পাওয়া যায়নি । ওইদিন সন্ধেয় আসানসোল দক্ষিণ থানায় অমরপ্রীতের নিখোঁজ ডায়েরি করে তার পরিবারের সদস্যরা ৷ গতকাল অমরপ্রীতের মোবাইল ফোন থেকেই তার বাবার মোবাইলে একটি মেসেজ আসে । মেসেজে লেখা ছিল 15 লাখ টাকা মুক্তিপণ না দিলে অমরপ্রীতকে ছাড়া হবে না ৷ পুলিশের সঙ্গে যোগাযোগ করলে পরিণাম খারাপ হবে বলেও হুমকি দেওয়া হয় ৷ এরপরই আজ ভোরে আপকার গার্ডেন অঞ্চলের একটি ভ্যাট থেকে অমরপ্রীতের মৃতদেহ উদ্ধার করা হয় ৷ তার হাতের শিরা কাটা ছিল।

খবর পেয়ে ঘটনাস্থানে যায় আসাসোল দক্ষিণ থানার পুলিশ ৷ তারা মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায় ৷ পুলিশের প্রাথমিক অনুমান, শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাকে । ঘটনার পর আসানসোল জেলা হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করে অমরপ্রীতের পরিবারের সদস্যরা ৷ তাঁদের অভিযোগ, মিসিং ডায়েরি করার সত্ত্বেও বিষয়টির ঠিক মতো তদন্ত করেনি পুলিশ ৷ তাদের দাবি, দোষীদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় তৃণমূল নেতা অভিজিৎ ঘটক। তিনি মৃত কিশোরীর পরিবারের সঙ্গে কথা বলেন ।

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ADC সেন্ট্রাল সায়ক দাস বলেন, "আমরা নিখোঁজ ডায়েরি পেয়েছিলাম ৷ ভোরে ওই কিশোরীর মৃতদেহ উদ্ধার হয়েছে ৷ পুলিশ ঘটনা তদন্ত করছে ।"

আসানসোল, 13 অগাস্ট : আসানসোল দক্ষিণ থানার আপকা গার্ডেন থেকে উদ্ধার হল কিশোরীর মৃতদেহ ৷ তার নাম অমরপ্রীত কৌর (১৭) । ১০ অগাস্ট থেকে নিখোঁজ ছিল সে ।

আসানসোল দক্ষিণ থানার দক্ষিণ পুলিশ পোস্টের ধেমোমেন এলাকায় অমরপ্রীতের বাড়ি ছিল ৷ ১০ আগস্ট দুপুরে প্রাইভেট কোচিংয়ে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল সে । তারপর থেকে তার আর কোনও খোঁজ পাওয়া যায়নি । ওইদিন সন্ধেয় আসানসোল দক্ষিণ থানায় অমরপ্রীতের নিখোঁজ ডায়েরি করে তার পরিবারের সদস্যরা ৷ গতকাল অমরপ্রীতের মোবাইল ফোন থেকেই তার বাবার মোবাইলে একটি মেসেজ আসে । মেসেজে লেখা ছিল 15 লাখ টাকা মুক্তিপণ না দিলে অমরপ্রীতকে ছাড়া হবে না ৷ পুলিশের সঙ্গে যোগাযোগ করলে পরিণাম খারাপ হবে বলেও হুমকি দেওয়া হয় ৷ এরপরই আজ ভোরে আপকার গার্ডেন অঞ্চলের একটি ভ্যাট থেকে অমরপ্রীতের মৃতদেহ উদ্ধার করা হয় ৷ তার হাতের শিরা কাটা ছিল।

খবর পেয়ে ঘটনাস্থানে যায় আসাসোল দক্ষিণ থানার পুলিশ ৷ তারা মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায় ৷ পুলিশের প্রাথমিক অনুমান, শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাকে । ঘটনার পর আসানসোল জেলা হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করে অমরপ্রীতের পরিবারের সদস্যরা ৷ তাঁদের অভিযোগ, মিসিং ডায়েরি করার সত্ত্বেও বিষয়টির ঠিক মতো তদন্ত করেনি পুলিশ ৷ তাদের দাবি, দোষীদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় তৃণমূল নেতা অভিজিৎ ঘটক। তিনি মৃত কিশোরীর পরিবারের সঙ্গে কথা বলেন ।

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ADC সেন্ট্রাল সায়ক দাস বলেন, "আমরা নিখোঁজ ডায়েরি পেয়েছিলাম ৷ ভোরে ওই কিশোরীর মৃতদেহ উদ্ধার হয়েছে ৷ পুলিশ ঘটনা তদন্ত করছে ।"

Intro:অপহৃত কিশোরির মৃতদেহ উদ্ধার আসানসোলে ব্যাপক উত্তেজনা

আসানসোল দক্ষিণ থানার আপকা গার্ডেন থেকে উদ্ধার হল এক কিশোরীর মৃতদেহ আজ ভোর রাতে এলাকা থেকে ওই কিশোরীর মৃতদেহ উদ্ধার করে আসানসোল দক্ষিণ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে অমরপ্রীত কৌর(১৭)। গত ১০ আগস্ট থেকে সে নিখোঁজ ছিল। পরিবারের লোক বিষয়টি নিয়ে পুলিশের গাফিলতির অভিযোগ তুলে মৃতদেহ নিতে অস্বীকার করছে।
আসানসোল দক্ষিণ থানার দক্ষিণ পুলিশ পোস্ট এর অন্তর্গত ধেমোমেন এলাকার বাসিন্দা ছিল অমতপ্রীত কৌর। এবছরই মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। গত ১০ আগস্ট দুপুরে টিউশনি পড়তে যাব বলে বাড়ি থেকে বেরিয়েছিল অমরপ্রীত। তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি ।ওই দিনই সন্ধ্যেবেলায অমরপ্রীত বাড়ির লোকজন আসানসোল দক্ষিণ থানার পুলিশ পোষ্টে অভিযোগ দায়ের করে। কিন্তু অভিযোগ পুলিশ বিষয়টি নিয়ে সঠিক অর্থে তদন্ত করে নি। এরপর গতকাল কিশোরীর মোবাইল থেকেই তার বাবার মোবাইলে একটি মেসেজ আসে । মেসেজে লেখা হয় 15 লক্ষ টাকা মুক্তিপণ দিতে হবে। তবে মেয়েকে ছাড়বে। না হলে পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তার ফল খুব খারাপ হবে মেয়েকে খুন করা হবে বলে হুমকি দেওয়া হয়। এই মেসেজ পাওয়ার পর পুনরায় পুলিশের সঙ্গে যোগাযোগ করে কিশোরীর পরিবার । সারা সন্ধ্যা তারা থানাতেই ছিল। কিন্তু কোন খোঁজ দিতে পারেনি পুলিশ। এরপর ভোররাতে আপকার গার্ডেন অঞ্চল থেকে একটি ডাস্টবিনে উদ্ধার হয অমতপ্রীতের মৃতদেহ। তার হাতের শিরা কাটা ছিল। অনুমান করা হচ্ছে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসে। এই খবর জানার পর কিশোরীর পরিবার এবং তাদের প্রতিবেশীরা আসানসোল জেলা হাসপাতালে বিক্ষোভ শুরু করে। পরিবার মৃতদেহ নিতে অস্বীকার করে। তাদের দাবি পুলিশের গাফিলতি এই ঘটনা ঘটেছে। কাল যে মোবাইল নাম্বার থেকে মেসেজ এল, যদি তার লোকেশন জানার চেষ্টা করত পুলিশ, তাহলে হয়তো অমরপ্রীতকে খুন হতে হত না। দোষীদের ধরার দাবিতে চলছে বিক্ষোভ ।মৃতদেহ ময়নাতদন্ত না করে হাসপাতালে পড়ে আছে। আসানসোল জেলা হাসপাতালে আসেন তৃনমূল নেতা অভিজিৎ ঘটক। তিনি পরিবারের সঙ্গে কথা বলেন। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এডিসি সেন্ট্রাল সায়ক দাস জানিয়েছেন, আমরা নিখোঁজ ডায়েরি পেয়েছিলাম গতকাল রাতে ওই কিশোরীর মৃতদেহ উদ্ধার হয়েছে পুলিশ গোটা ঘটনা তদন্ত করে দেখছে।



Body:..


Conclusion:
Last Updated : Aug 13, 2019, 10:51 PM IST

For All Latest Updates

TAGGED:

asansol
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.