ETV Bharat / state

রাতের অন্ধকারে পৌরনিগমের নবনির্মিত ক্যাফেটেরিয়ায় ভাঙচুর - crime

আসানসোল পৌরনিগমের নবনির্মিত ক্যাফেটেরিয়ায় ভাঙচুর ৷ অভিযোগ, রাতের অন্ধকারে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা ৷

miscreants vandalize corporation cafeteria
ক্যাফেটেরিয়ায় ভাঙচুর
author img

By

Published : Aug 21, 2020, 1:30 PM IST

Updated : Aug 21, 2020, 2:19 PM IST

আসানসোল, 21 অগাস্ট : উদ্বোধনের আগেই ভাঙচুর চালান হল আসানসোল পৌরনিগমের একটি নবনির্মিত ক্যাফেটেরিয়ায় । কুলটি থানার লছিপুর গেট সংলগ্ন এলাকার ঘটনা । অভিযোগ, গতরাতে ক্যাফেটেরিয়ায় কাচের দরজা ভেঙে দেয় দুষ্কৃতীরা ৷

আসানসোল পৌরনিগমের তরফে পুরোনো জি টি রোডের ধারে বেশ কয়েকটি ছোট ক্যাফেটেরিয়া তৈরি করা হয়েছে । স্থানীয় যুবকদের দিয়ে এই ক্যাফেটরিয়াগুলি PPE মডেলে চালানো হবে বলে পৌরনিগম সূত্রে জানা গেছে । এর ফলে যেমন পৌরনিগমের আয় হবে, পাশাপাশি এলাকায় কর্মসংস্থানও হবে । কুলটির লছিপুর গেট এলাকাতেও এই রকম একটি ক্যাফেটেরিয়া তৈরি হয়েছিল ।

পৌরনিগমের নবনির্মিত ক্যাফেটেরিয়ায় ভাঙচুর

নিচে বাসস্যান্ড এবং তার উপরে ক্যাফেটেরিয়া নির্মাণে খরচ হয়েছিল 28 লাখ টাকা । কয়েকদিনের মধ্যেই উদ্বোধন হত । কিন্তু তার আগেই দুষ্কৃতীরা গতরাতে তাণ্ডব চালায় । ক্যাফেটেরিয়ায় উপর তলায় উঠে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ৷ দেখা যায় ওই ক্যাফেটেরিরার বড় কাচের দরজা ভেঙে পড়ে আছে । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান আসানসোল পৌরনিগমের মেয়র পারিষদ মির হাসিম ৷ বলেন, "আমরা FIR করছি ৷ কিন্তু যারা এই কাজ করেছে তাদের ছাড়া যাবে না ৷ সরকারি সম্পত্তি নষ্ট করলে কোনওভাবেই ছাড়া হবে না ৷" ঘটনার তদন্ত শুরু করেছে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ৷

আসানসোল, 21 অগাস্ট : উদ্বোধনের আগেই ভাঙচুর চালান হল আসানসোল পৌরনিগমের একটি নবনির্মিত ক্যাফেটেরিয়ায় । কুলটি থানার লছিপুর গেট সংলগ্ন এলাকার ঘটনা । অভিযোগ, গতরাতে ক্যাফেটেরিয়ায় কাচের দরজা ভেঙে দেয় দুষ্কৃতীরা ৷

আসানসোল পৌরনিগমের তরফে পুরোনো জি টি রোডের ধারে বেশ কয়েকটি ছোট ক্যাফেটেরিয়া তৈরি করা হয়েছে । স্থানীয় যুবকদের দিয়ে এই ক্যাফেটরিয়াগুলি PPE মডেলে চালানো হবে বলে পৌরনিগম সূত্রে জানা গেছে । এর ফলে যেমন পৌরনিগমের আয় হবে, পাশাপাশি এলাকায় কর্মসংস্থানও হবে । কুলটির লছিপুর গেট এলাকাতেও এই রকম একটি ক্যাফেটেরিয়া তৈরি হয়েছিল ।

পৌরনিগমের নবনির্মিত ক্যাফেটেরিয়ায় ভাঙচুর

নিচে বাসস্যান্ড এবং তার উপরে ক্যাফেটেরিয়া নির্মাণে খরচ হয়েছিল 28 লাখ টাকা । কয়েকদিনের মধ্যেই উদ্বোধন হত । কিন্তু তার আগেই দুষ্কৃতীরা গতরাতে তাণ্ডব চালায় । ক্যাফেটেরিয়ায় উপর তলায় উঠে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ৷ দেখা যায় ওই ক্যাফেটেরিরার বড় কাচের দরজা ভেঙে পড়ে আছে । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান আসানসোল পৌরনিগমের মেয়র পারিষদ মির হাসিম ৷ বলেন, "আমরা FIR করছি ৷ কিন্তু যারা এই কাজ করেছে তাদের ছাড়া যাবে না ৷ সরকারি সম্পত্তি নষ্ট করলে কোনওভাবেই ছাড়া হবে না ৷" ঘটনার তদন্ত শুরু করেছে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ৷

Last Updated : Aug 21, 2020, 2:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.