ETV Bharat / state

Electricity Department Workers Injured: বিদ্যুৎ বিপর্যয়ের জেরে দুষ্কৃতীদের হামলায় আহত সাব স্টেশনের কর্মীরা - Miscreants attack workers of sub station

ঝড়ে বিদ্যুৎ বিপর্যয়ের জেরে সোমবার রাতে কাঁকসার সাব স্টেশনে দুষ্কৃতীদের তাণ্ডব ৷ ঘটনায় আহত বিদ্যুৎ দফতরের কর্মীরা ৷

Miscreants attac
সাব স্টেশনে দুষ্কৃতীদের তাণ্ডব
author img

By

Published : May 30, 2023, 10:46 PM IST

দুষ্কৃতীদের হামলায় আহত সাব স্টেশনের কর্মীরা

দুর্গাপুর, 30 মে: সোমবার ব্যাপক কালবৈশাখী ঝড় ও বৃষ্টিপাত হয় কাঁকসায় ৷ তার জেরে বিদ্যুৎ বিপর্যয় ঘটে ৷ বিদ্যুৎ না-থাকায় সোমবার রাতে সাব স্টেশনে হামলা চালায় দুষ্কৃতীরা । ব্যাপক ভাঙচুর করে তারা সাব স্টেশনে ৷ এমনকী বাদ যায় না বিদ্যুৎ দফতরের একাধিক গাড়ি ৷ সেগুলির কাঁচ ভেঙে দেওয়া হয় ৷ ব্যাপক মারধর করা হয় বিদ্যুৎ দফতরের কর্মীদের । এরপরেই বিদ্যুৎ পরিষেবা বন্ধ রেখে প্রতিবাদে নামে সাব স্টেশনের কর্মীরা ।

জানা গিয়েছে, ঝড় বৃষ্টির জেরে সোমবার রাতে বিদ্যুৎ বিপর্যয় ঘটে বহু এলাকার সঙ্গে সঙ্গে কাঁকসা ব্লকের বিভিন্ন গ্রামে । বিদ্যুৎ না-থাকার অভিযোগ তুলে কাঁকসার রঘুনাথপুরে একদল দুষ্কৃতী গতকাল রাত 11টা 10 মিনিট নাগাদ গাড়িতে করে এসে সাব স্টেশনের পাঁচিল টপকে ভেতরে ঢোকে । তারপর বাঁশ, লাঠি, ইঁট, পাথর দিয়ে ব্যাপক ভাঙচুর চালায় সাব স্টেশনে । সাব স্টেশনের ভেতরে ঢুকে বিদ্যুৎ কর্মীদেরও বেধড়ক মারধর করা হয় ৷ ভাঙচুর করা হয় বিদ্যুৎ দফতরের বেশ কয়েকটি গাড়িতেও । মঙ্গলবার ভোর থেকে বিদ্যুৎ পরিষেবার কাজ বন্ধ রেখে প্রতিবাদে সামিল হয় বিদ্যুৎ দফতরের কর্মীরা । কাঁকসা থানার পুলিশকে এবং বিদ্যুৎ দফতরের আধিকারিকদের জানানো হয় । দ্রুত ব্যবস্থা না-নেওয়া হলে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন রাখার হুঁশিয়ারি বিদ্যুৎ কর্মীদের। ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছলে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে দেয় বিদ্যুৎ কর্মীরা ।

দুষ্কৃতীদের মারধরের জেরে বিদ্যুৎ দফতরের কর্মী সোমনাথ ঘোষের মাথা ফেটে যায় । তিনি বলেন, "আমরা প্রাণপণ চেষ্টা করে এই বিদ্যুৎ বিপর্যয়ের মোকাবিলা করছিলাম । কিন্তু সব জায়গায় বিদ্যুৎ দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হয়নি প্রাকৃতিক প্রতিকূলতার কারণে । আচমকা গতকাল রাতে আমাদের উপর আক্রমণ চালানো হয় । আমাদেরকে বেধড়ক মারধরের পাশাপাশি ব্যাপক অস্ত্র চালানো হয় । আমরা আতঙ্কিত ।"

আরও পড়ুন: জামাইষষ্ঠীতে আকাশের মুখভার, কালবৈশাখীতে লন্ডভন্ড দুর্গাপুর

বিদ্যুৎ দফতরের এক কর্মী বিমল ঘোষ জানান, তারা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যুৎ পরিষেবাকে মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন । এইভাবে আক্রমণ হলে তাঁরা কী করে কাজ করবেন ৷ এই ঘটনা তদন্তে নেমেছে কাঁকসা থানার পুলিশ । অভিযোগ দায়ের করা হয়েছে কাঁকসা থানায় । পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না । দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে । রাতের অন্ধকারে বিদ্যুৎ দফতরের কর্মীদের ওপর এবং সাব স্টেশনে এই আক্রমণের জেরে আতঙ্কিত সেখানকার কর্মীরা ৷ আপাতত বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে ক্ষোভে ফেটে পড়েছেন তাঁরা ।

দুষ্কৃতীদের হামলায় আহত সাব স্টেশনের কর্মীরা

দুর্গাপুর, 30 মে: সোমবার ব্যাপক কালবৈশাখী ঝড় ও বৃষ্টিপাত হয় কাঁকসায় ৷ তার জেরে বিদ্যুৎ বিপর্যয় ঘটে ৷ বিদ্যুৎ না-থাকায় সোমবার রাতে সাব স্টেশনে হামলা চালায় দুষ্কৃতীরা । ব্যাপক ভাঙচুর করে তারা সাব স্টেশনে ৷ এমনকী বাদ যায় না বিদ্যুৎ দফতরের একাধিক গাড়ি ৷ সেগুলির কাঁচ ভেঙে দেওয়া হয় ৷ ব্যাপক মারধর করা হয় বিদ্যুৎ দফতরের কর্মীদের । এরপরেই বিদ্যুৎ পরিষেবা বন্ধ রেখে প্রতিবাদে নামে সাব স্টেশনের কর্মীরা ।

জানা গিয়েছে, ঝড় বৃষ্টির জেরে সোমবার রাতে বিদ্যুৎ বিপর্যয় ঘটে বহু এলাকার সঙ্গে সঙ্গে কাঁকসা ব্লকের বিভিন্ন গ্রামে । বিদ্যুৎ না-থাকার অভিযোগ তুলে কাঁকসার রঘুনাথপুরে একদল দুষ্কৃতী গতকাল রাত 11টা 10 মিনিট নাগাদ গাড়িতে করে এসে সাব স্টেশনের পাঁচিল টপকে ভেতরে ঢোকে । তারপর বাঁশ, লাঠি, ইঁট, পাথর দিয়ে ব্যাপক ভাঙচুর চালায় সাব স্টেশনে । সাব স্টেশনের ভেতরে ঢুকে বিদ্যুৎ কর্মীদেরও বেধড়ক মারধর করা হয় ৷ ভাঙচুর করা হয় বিদ্যুৎ দফতরের বেশ কয়েকটি গাড়িতেও । মঙ্গলবার ভোর থেকে বিদ্যুৎ পরিষেবার কাজ বন্ধ রেখে প্রতিবাদে সামিল হয় বিদ্যুৎ দফতরের কর্মীরা । কাঁকসা থানার পুলিশকে এবং বিদ্যুৎ দফতরের আধিকারিকদের জানানো হয় । দ্রুত ব্যবস্থা না-নেওয়া হলে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন রাখার হুঁশিয়ারি বিদ্যুৎ কর্মীদের। ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছলে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে দেয় বিদ্যুৎ কর্মীরা ।

দুষ্কৃতীদের মারধরের জেরে বিদ্যুৎ দফতরের কর্মী সোমনাথ ঘোষের মাথা ফেটে যায় । তিনি বলেন, "আমরা প্রাণপণ চেষ্টা করে এই বিদ্যুৎ বিপর্যয়ের মোকাবিলা করছিলাম । কিন্তু সব জায়গায় বিদ্যুৎ দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হয়নি প্রাকৃতিক প্রতিকূলতার কারণে । আচমকা গতকাল রাতে আমাদের উপর আক্রমণ চালানো হয় । আমাদেরকে বেধড়ক মারধরের পাশাপাশি ব্যাপক অস্ত্র চালানো হয় । আমরা আতঙ্কিত ।"

আরও পড়ুন: জামাইষষ্ঠীতে আকাশের মুখভার, কালবৈশাখীতে লন্ডভন্ড দুর্গাপুর

বিদ্যুৎ দফতরের এক কর্মী বিমল ঘোষ জানান, তারা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যুৎ পরিষেবাকে মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন । এইভাবে আক্রমণ হলে তাঁরা কী করে কাজ করবেন ৷ এই ঘটনা তদন্তে নেমেছে কাঁকসা থানার পুলিশ । অভিযোগ দায়ের করা হয়েছে কাঁকসা থানায় । পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না । দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে । রাতের অন্ধকারে বিদ্যুৎ দফতরের কর্মীদের ওপর এবং সাব স্টেশনে এই আক্রমণের জেরে আতঙ্কিত সেখানকার কর্মীরা ৷ আপাতত বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে ক্ষোভে ফেটে পড়েছেন তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.