আসানসোল, 4 অগাস্ট : কয়লা চুরিতে বাধা দেওয়ায় ECL-এর নিরপত্তারক্ষীকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা ৷ জখম ব্যক্তির নাম রাকেশ মিশ্র ৷ বয়স 35 ৷ ECL-এর শ্রীপুর এরিয়ার মুশলিয়া কোলিয়ারির ঘটনা ৷
বোগড়ার বাসিন্দা রাকেশ মিশ্র ECL-এ ঠিকা সংস্থার অধীনে নিরাপত্তারক্ষীর কাজ করেন ৷ প্রতিদিনের মতো আজ ভোরেও খনির নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি ৷ সেইসময় কয়েকজন দুষ্কৃতী কয়লা চুরি করতে ঢোকে বলে অভিযোগ ৷ তাদের বাধা দেন রাকেশ ৷ প্রথমে পিছু হটলেও পরে রাকেশের উপর চড়াও হয় দুষ্কৃতীরা ৷ তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ৷ গুলিবিদ্ধ হয়ে খনিতেই পড়ে যান ৷ পরে অন্যান্য খনিকর্মী ও নিরাপত্তারক্ষীরা তাঁকে উদ্ধার করে আসানসোল জেলা হাসাপাতালে নিয়ে যান ৷ বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রাকেশ ৷
প্রসঙ্গত, ECL-এ কয়লা চোরদের বারবাড়ন্তের ঘটনা এর আগেও সামনে এসেছে ৷ নিরাপত্তারক্ষীদের মারধরের ঘটনাও ঘটেছে একাধিকবার ৷