ETV Bharat / state

কয়লা চুরিতে বাধা, নিরাপত্তারক্ষীকে গুলি দুষ্কৃতীদের - Miscreants attack in ECL

চুরির উদ্দেশ্যে খনিতে ঢোকে দুষ্কৃতীরা ৷ বাধা দিতে গেলে নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে গুলি চালায় তারা ৷

জখম নিরাপত্তারক্ষী
author img

By

Published : Aug 4, 2019, 9:38 AM IST

Updated : Aug 4, 2019, 2:27 PM IST

আসানসোল, 4 অগাস্ট : কয়লা চুরিতে বাধা দেওয়ায় ECL-এর নিরপত্তারক্ষীকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা ৷ জখম ব্যক্তির নাম রাকেশ মিশ্র ৷ বয়স 35 ৷ ECL-এর শ্রীপুর এরিয়ার মুশলিয়া কোলিয়ারির ঘটনা ৷

বোগড়ার বাসিন্দা রাকেশ মিশ্র ECL-এ ঠিকা সংস্থার অধীনে নিরাপত্তারক্ষীর কাজ করেন ৷ প্রতিদিনের মতো আজ ভোরেও খনির নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি ৷ সেইসময় কয়েকজন দুষ্কৃতী কয়লা চুরি করতে ঢোকে বলে অভিযোগ ৷ তাদের বাধা দেন রাকেশ ৷ প্রথমে পিছু হটলেও পরে রাকেশের উপর চড়াও হয় দুষ্কৃতীরা ৷ তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ৷ গুলিবিদ্ধ হয়ে খনিতেই পড়ে যান ৷ পরে অন্যান্য খনিকর্মী ও নিরাপত্তারক্ষীরা তাঁকে উদ্ধার করে আসানসোল জেলা হাসাপাতালে নিয়ে যান ৷ বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রাকেশ ৷

প্রসঙ্গত, ECL-এ কয়লা চোরদের বারবাড়ন্তের ঘটনা এর আগেও সামনে এসেছে ৷ নিরাপত্তারক্ষীদের মারধরের ঘটনাও ঘটেছে একাধিকবার ৷

আসানসোল, 4 অগাস্ট : কয়লা চুরিতে বাধা দেওয়ায় ECL-এর নিরপত্তারক্ষীকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা ৷ জখম ব্যক্তির নাম রাকেশ মিশ্র ৷ বয়স 35 ৷ ECL-এর শ্রীপুর এরিয়ার মুশলিয়া কোলিয়ারির ঘটনা ৷

বোগড়ার বাসিন্দা রাকেশ মিশ্র ECL-এ ঠিকা সংস্থার অধীনে নিরাপত্তারক্ষীর কাজ করেন ৷ প্রতিদিনের মতো আজ ভোরেও খনির নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি ৷ সেইসময় কয়েকজন দুষ্কৃতী কয়লা চুরি করতে ঢোকে বলে অভিযোগ ৷ তাদের বাধা দেন রাকেশ ৷ প্রথমে পিছু হটলেও পরে রাকেশের উপর চড়াও হয় দুষ্কৃতীরা ৷ তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ৷ গুলিবিদ্ধ হয়ে খনিতেই পড়ে যান ৷ পরে অন্যান্য খনিকর্মী ও নিরাপত্তারক্ষীরা তাঁকে উদ্ধার করে আসানসোল জেলা হাসাপাতালে নিয়ে যান ৷ বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রাকেশ ৷

প্রসঙ্গত, ECL-এ কয়লা চোরদের বারবাড়ন্তের ঘটনা এর আগেও সামনে এসেছে ৷ নিরাপত্তারক্ষীদের মারধরের ঘটনাও ঘটেছে একাধিকবার ৷

Intro:কয়লাচুরিতে বাধা দেওয়ায় ইসিএলের এক নিরাপত্তারক্ষীকে গুলি চালাল কয়লা চোরেরা। আজ ভোরে ঘটনাটি ঘটেছে ইসিএলের শ্রীপুর এরিয়ার মুশলিয়া কোলিয়ারিতে। গুলিবিদ্ধ অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয় নিরাপত্তারক্ষী রাকেশ মিশ্রকে। সেখানেই তার চিকিত্সা চলছে।
জানা গেছে বোগড়ার বাসিন্দা রাকেশ মিশ্র ইসিএলে ঠিকা সংস্থার অধীনে নিরাপত্তারক্ষীর কাজ করেন। প্রতিদিনকার মত আজ ভোরেও খনির নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। ভোরবেলা বেশ কয়েকজন দুস্কৃতি কয়লা চুরি করতে ঢোকে। রাকেশ মিশ্র তাদের বাধা দেয়। প্রথমে তারা পিছু হটলেও পরে রাকেশ তাদের দিকে ধেয়ে গেলে দুস্কৃতিরা রাকেশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলি রাকেশের পায়ে লাগে। খনির চানকেই পড়ে যান রাকেশ। পরে তাকে খনিকর্মী ও অনান্য নিরাপত্তারক্ষীরা উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। বর্তমানে আসানসোল জেলা হাসপাতালে চিকিত্সাধীন রাকেশ মিশ্র। ইসিএলে কয়লাচোরেদের বারবার এমন দুঃসাহস সামনে আসছে। এর আগেও একাধিকবার কয়লাচুরিতে বাধা দেওয়ায় নিরাপত্তারক্ষীকে মারধরের ঘটনা ঘটেছে।
Body:..Conclusion:
Last Updated : Aug 4, 2019, 2:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.