আসানসোল, 29 এপ্রিল: চলছে অবৈধ দখলদারি উচ্ছেদের অভিযান ৷ এই অভিযান থেকে ছাড় পেল না শাসকদলের সংখ্যালঘু সেলের দলীয় অফিস ৷ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল তৃণমূলের দলীয় অফিস । শনিবার আসানসোলের বিএনআর মোড়ের ঘটনা । বুলডোজারের ধাক্কায় তৃণমূলের অফিসটিকে ভেঙে ফেলা হচ্ছে তখন তৃণমূল নেতারাই বন্দেমাতরম বলে স্লোগান দিলেন । ক্ষোভ নয়, তাঁরা এই কাজে স্বাগত জানালেন ৷
জিটি রোডের দু’ধার থেকে হকারদের এবং অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযানে নেমেছে আসানসোল পৌরনিগম । শুক্রবার থেকেই আসানসোলের জিটি রোড গির্জা মোড় থেকে এই অভিযান চালানো হচ্ছে । শনিবার আসানসোলের বিএনআর মোড় থেকে ভগৎ সিং মোড় পর্যন্ত রাস্তার দু'পাশে যত অবৈধ দোকানদার ছিল তাদের সরিয়ে দেওয়া হয়েছে । সরকারি জমিতে যত অবৈধ নির্মাণ গড়ে উঠেছিল সেগুলিও বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে । অস্থায়ী দোকানের পাশাপাশি সরকারি জমি দখল করে গড়ে উঠে ছিল তৃণমূলের সংখ্যালঘু সেলের একটি অফিস । ভেঙে ফেলা হয়েছে সেই অফিসটিও ।
তৃণমূল সংখ্যালঘু সেলের জেলা সভাপতি সৈয়দ মহম্মদ আফরোজ বলেন, "সারা শহর জুড়ে অভিযান চলছে । শহরকে সুন্দর গড়ে তোলার জন্য এই উচ্ছেদ অভিযান ৷ সেই কারণে অবৈধ দখলদারদের রাস্তার দু’পাশ থেকে সরানো হচ্ছে । এই এলাকায় প্রচুরগরিব মানুষের দোকান ছিল ৷ আমরা চাইছি যে আসানসোল পৌরনিগম এই সমস্ত গরিব মানুষদের অন্য কোথাও পুনর্বাসন দিক । সে বিষয়ে আমরা মেয়রের সঙ্গে কথা বলেছি । শহরের উন্নয়নের জন্য আমাদের দলীয় অফিস ভাঙলেও, খারাপ লাগার জায়গা নেই । আমরা আমাদের পার্টির কাজ অন্য অফিস থেকেও থেকে চালিয়ে যেতে পারবো ।"
আরও পড়ুন: 47 দিন পর পুলিশি পাহারায় উপাচার্য ঢুকলেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে
সৈয়দ আফরোজ আরও জানান, বছর 7 আগে এই অফিসটি তাঁরা বানিয়েছিলেন ৷ সংখ্যালঘু সেলের জেলার সমস্ত কাজকর্ম এই দলীয় অফিস থেকেই হত । ফলে বিভিন্ন দোকানদারের সঙ্গে এই দলীয় অফিসটি ভেঙ্গে দেওয়ায় আপাতত দলের কাজ কর্মে সাময়িক বাধা পড়বে । একথা নিশ্চিত জেনেও, শহরের উন্নয়নের জন্য সংখ্যালঘু সেলের নেতারা বিষয়টিকে মেনে নিয়েছেন ৷