ETV Bharat / state

Bus And MiniBus Clash: মিনিবাস-বাসের সংঘর্ষ, উপড়ে গেল বিদ্যুতের খুঁটি

author img

By

Published : Jan 9, 2023, 4:40 PM IST

আসানসোলে বাস ও মিনিবাস সংঘর্ষ (Bus Accident in Asansol) ৷ নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাসে ধাক্কা মারে বাসটি ৷ বাসের ধাক্কায় ভেঙে পড়ল ট্রান্সফার-সহ বিদ্যুতের খুঁটি ৷ ঘটনায় কমপক্ষে আহত 10 ৷ গুরতর আহত কয়েক জন যাত্রী জেলা হাসপাতালে চিকিৎসাধীন ৷

Bus And MiniBus Clash
বাসের ধাক্কা মিনিবাসে
মিনিবাস-বাসের সংঘর্ষ

আসানসোল, 9 জানুয়রি: যাত্রী নামানোর জন্য দাঁড়িয়েছিল মিনিবাস (Bus And MiniBus Clash)। আচমকা পিছন থেকে মিনিবাসে সজোরে তাকে ধাক্কামারে একটি বড় বাস । মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রানসফর্মার-সহ বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে । উপড়ে পড়ে বিদ্যুতের খুঁটি-সহ ট্রানসফর্মার । এই ঘটনায় দুটি বাসের কমপক্ষে 10 জন যাত্রী আহত হয়েছেন (Asansol news )। তাঁদের মধ্যে কয়েকজনকে আসানসোল জেলা হাসপাতালে পাঠান হয়েছে চিকিৎসার জন্য। সোমবার আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ফতেপুর এলাকায় পুরোনো জিটি রোডে দুর্ঘটনাটি ঘটেছে ।

জানা গিয়েছে, সোমবার সকালে বরাকর থেকে আসানসোল রুটের একটি মিনিবাস ও একটি বাস একই দিকে আসছিল। যাত্রীদের অভিযোগ যাত্রী তোলা নিয়ে দুটি বাসের মধ্যে রেষারেষি চলছিল । ফতেপুর বাসস্ট্যান্ডে মিনিবাসটি দাঁড়ায় যাত্রী তোলা-নামানোর জন্য । সেইসময় বড়বাসটি এসে ধাক্কা মারে মিনিবাসটিকে । ধাক্কার জেরে মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রানসফর্মার লাগানো বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে । এর ফলে বৈদুতিক খুঁটি উপড়ে পড়ে । এই ঘটনায় দু'টি বাসের যাত্রীদের মধ্যে কমপক্ষে 10 জন আহত হন। ঘটনার পরে অনেক যাত্রী তাদের মোবাইল ও টাকার ব্যাগ খুইয়েছেন বলে অভিযোগ । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। যারা গুরুতর আহতরা আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন ।

আর পড়ুন: বাস দুর্ঘটনা কাড়ল কমপক্ষে 40 প্রাণ, তিনদিনের রাষ্ট্রীয় শোক

যাত্রীদের অভিযোগ, যাত্রী তোলার জন্য রেষারেষিতেই এই দুর্ঘটনা ঘটে । প্রায়শই বাসগুলি এইভাবেই নিয়ন্ত্রণ ছাড়া চলাচল করে। যার ফলে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে । বড়বাসে থাকা এক যাত্রী নির্মল পান্ডে বলেন, "আমি অফিস যাচ্ছিলাম। বাসটি দ্রুত এসে মিনিবাসটিকে ধাক্কা মারে ৷ কিছুই বুঝে উঠতে পারার আগেই সিট থেকে ছিটকে পড়ি । পায়ে আঘাত পেয়েছি জোরে ।" মিনিবাসের যাত্রী নির্মলা ওরাং বলেন, "আমি সামনেই বসেছিলাম। ফতেপুরে বাসটি থামে যাত্রী নামানোর জন্য । তখনই হঠাৎ বিকট আওয়াজ ও ঝাঁকুনি। আমার হাত থেকে টিফিন বক্স ছিটকে পড়ে। দেখি বাসটি একটি ইলেকট্রিক পোলে ধাক্কা মারল ।"

মিনিবাস-বাসের সংঘর্ষ

আসানসোল, 9 জানুয়রি: যাত্রী নামানোর জন্য দাঁড়িয়েছিল মিনিবাস (Bus And MiniBus Clash)। আচমকা পিছন থেকে মিনিবাসে সজোরে তাকে ধাক্কামারে একটি বড় বাস । মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রানসফর্মার-সহ বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে । উপড়ে পড়ে বিদ্যুতের খুঁটি-সহ ট্রানসফর্মার । এই ঘটনায় দুটি বাসের কমপক্ষে 10 জন যাত্রী আহত হয়েছেন (Asansol news )। তাঁদের মধ্যে কয়েকজনকে আসানসোল জেলা হাসপাতালে পাঠান হয়েছে চিকিৎসার জন্য। সোমবার আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ফতেপুর এলাকায় পুরোনো জিটি রোডে দুর্ঘটনাটি ঘটেছে ।

জানা গিয়েছে, সোমবার সকালে বরাকর থেকে আসানসোল রুটের একটি মিনিবাস ও একটি বাস একই দিকে আসছিল। যাত্রীদের অভিযোগ যাত্রী তোলা নিয়ে দুটি বাসের মধ্যে রেষারেষি চলছিল । ফতেপুর বাসস্ট্যান্ডে মিনিবাসটি দাঁড়ায় যাত্রী তোলা-নামানোর জন্য । সেইসময় বড়বাসটি এসে ধাক্কা মারে মিনিবাসটিকে । ধাক্কার জেরে মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রানসফর্মার লাগানো বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে । এর ফলে বৈদুতিক খুঁটি উপড়ে পড়ে । এই ঘটনায় দু'টি বাসের যাত্রীদের মধ্যে কমপক্ষে 10 জন আহত হন। ঘটনার পরে অনেক যাত্রী তাদের মোবাইল ও টাকার ব্যাগ খুইয়েছেন বলে অভিযোগ । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। যারা গুরুতর আহতরা আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন ।

আর পড়ুন: বাস দুর্ঘটনা কাড়ল কমপক্ষে 40 প্রাণ, তিনদিনের রাষ্ট্রীয় শোক

যাত্রীদের অভিযোগ, যাত্রী তোলার জন্য রেষারেষিতেই এই দুর্ঘটনা ঘটে । প্রায়শই বাসগুলি এইভাবেই নিয়ন্ত্রণ ছাড়া চলাচল করে। যার ফলে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে । বড়বাসে থাকা এক যাত্রী নির্মল পান্ডে বলেন, "আমি অফিস যাচ্ছিলাম। বাসটি দ্রুত এসে মিনিবাসটিকে ধাক্কা মারে ৷ কিছুই বুঝে উঠতে পারার আগেই সিট থেকে ছিটকে পড়ি । পায়ে আঘাত পেয়েছি জোরে ।" মিনিবাসের যাত্রী নির্মলা ওরাং বলেন, "আমি সামনেই বসেছিলাম। ফতেপুরে বাসটি থামে যাত্রী নামানোর জন্য । তখনই হঠাৎ বিকট আওয়াজ ও ঝাঁকুনি। আমার হাত থেকে টিফিন বক্স ছিটকে পড়ে। দেখি বাসটি একটি ইলেকট্রিক পোলে ধাক্কা মারল ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.