ETV Bharat / state

Panchayat Election 2023: সিপিআইএম প্রার্থীর বাড়িতে হামলা, সালানপুর থানায় অভিযোগ মীনাক্ষীর

author img

By

Published : Jun 16, 2023, 3:41 PM IST

Updated : Jun 16, 2023, 5:03 PM IST

সালানপুরে সিপিআইএম প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে ৷ প্রার্থী অশোক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সালানপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বাম যুব নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় ।

Minakshi Mukherjee
Minakshi Mukherjee

সিপিআইএম প্রার্থীর বাড়িতে হামলা

সালানপুর, 16 জুন: মনোনয়ন জমা দেওয়ার দিনে সালানপুরে গোলাপ ফুল এবং ঠান্ডা জলের বোতল দিয়ে বিরোধী প্রার্থীদের শুভেচ্ছা জানিয়েছিল শাসক দল । কিন্তু সৌজন্যের সেই বাতাবরণ আর শেষ পর্যন্ত থাকল না । সালানপুরের রূপনারায়ণপুর পঞ্চায়েতের সিপিআইএম প্রার্থী অশোক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হামলা চালানো হল । গতকাল রাতে ইট-পাটকেল ছোড়া হয় তাঁর বাড়িতে । চলে অশ্রাব্য গালিগালাজ । শুক্রবার সালানপুর থানায় প্রার্থীকে নিয়ে যান বাম যুব নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় ।

সালানপুরের রূপনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের পিঠাইকেয়ারি বুথের সিপিআইএম প্রার্থী অশোক বন্দ্যোপাধ্যায় । মধ্যবয়স্ক এই নেতার সঙ্গে তাঁর এক দিদি থাকেন । অশোক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বৃহস্পতিবার রাত দশটা নাগাদ তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী তাঁর বাড়ির বাইরে আসে । এরপর অকথ্য ভাষায় তাঁকে গালিগালাজ করা হয় । শুধু তাই নয়, তারপর ইট-পাটকেল ছোড়া হয় তাঁর বাড়িতে । ইটের ঘায়ে অশোক বন্দ্য়োপাধ্যায়ের বাড়ির দরজা ও জানালার কাঁচ ভেঙে পড়ে । এমনকী দরজাটিও ইটের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে । বেশ কিছুক্ষণ তাণ্ডব চালিয়ে দুষ্কৃতীরা চলে যায় বলে অভিযোগ ।

সিপিআইএম প্রার্থীর দাবি, এই ঘটনায় যাঁরা জড়িত তাঁরা তৃণমূল ছাড়া অন্য কেউ নন । ইতিমধ্যে বিষয়টি নির্বাচন কমিশন ও পুলিশকে জানিয়েছেন তিনি । পাশাপাশি দলের উচ্চ নেতৃত্বকেও তিনি বিষয়টি জানান । ঘটনার কথা জানতে পেরেই অশোক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সালানপুর থানায় যান বাম যুব সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় । তাঁর সঙ্গে ছিলেন জেলা নেতৃত্ব ।

আরও পড়ুন: বসিরহাটের প্রায় 60 প্রার্থীর মনোনয়ন নিতে হবে 4টের মধ্যে, কমিশনকে নির্দেশ হাইকোর্টের

মিনাক্ষী মুখোপাধ্যায় জানিয়েছেন, "অশোক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হামলা হয়েছে । এছাড়াও আমাদের আরও বেশ কিছু বাম প্রার্থীদের সরাসরি হুমকি দেওয়া হচ্ছে । দেখা করতে বলা হচ্ছে নেতাদের সঙ্গে । মনোনয়ন তুলে নেওয়ার জন্য নেতৃত্বদের ব্যাপকভাবে চাপ দেওয়া হচ্ছে । পুলিশকে বলেছি পুলিশের কাজ করতে । না হলে মানুষ এর জবাব দেবে ।"

যদিও বিষয়টিকে তেমন আমল দিতে নারাজ তৃণমূল নেতারা । সালানপুর অঞ্চলের তৃণমূল নেতা মহম্মদ আরমান জানান, "আমরা বিরোধীদের শুভেচ্ছা জানিয়েছিলাম । মনোনয়ন প্রক্রিয়াতে কোনও বাধা দেওয়া হয়নি । এত বড় ব্লকে দু একটি বিক্ষিপ্ত ঘটনা কোথাও ঘটে থাকতে পারে । এই ঘটনা জানা নেই । তবে তৃণমূল এমন ধরনের কাজ করবে না ।" অন্যদিকে জেলার বিভিন্ন জায়গায় মনোনয়ন তুলে নিতে প্রার্থীদের যে হুমকি ও চাপ দেওয়া হচ্ছে, তা নিয়ে অভিযোগ জানাতে সরাসরি পুলিশ কমিশনারের অফিসে যায় বাম নেতৃত্ব । তারা প্রার্থীদের নিরাপত্তার দাবিতে সরব হয়েছে ।

সিপিআইএম প্রার্থীর বাড়িতে হামলা

সালানপুর, 16 জুন: মনোনয়ন জমা দেওয়ার দিনে সালানপুরে গোলাপ ফুল এবং ঠান্ডা জলের বোতল দিয়ে বিরোধী প্রার্থীদের শুভেচ্ছা জানিয়েছিল শাসক দল । কিন্তু সৌজন্যের সেই বাতাবরণ আর শেষ পর্যন্ত থাকল না । সালানপুরের রূপনারায়ণপুর পঞ্চায়েতের সিপিআইএম প্রার্থী অশোক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হামলা চালানো হল । গতকাল রাতে ইট-পাটকেল ছোড়া হয় তাঁর বাড়িতে । চলে অশ্রাব্য গালিগালাজ । শুক্রবার সালানপুর থানায় প্রার্থীকে নিয়ে যান বাম যুব নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় ।

সালানপুরের রূপনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের পিঠাইকেয়ারি বুথের সিপিআইএম প্রার্থী অশোক বন্দ্যোপাধ্যায় । মধ্যবয়স্ক এই নেতার সঙ্গে তাঁর এক দিদি থাকেন । অশোক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বৃহস্পতিবার রাত দশটা নাগাদ তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী তাঁর বাড়ির বাইরে আসে । এরপর অকথ্য ভাষায় তাঁকে গালিগালাজ করা হয় । শুধু তাই নয়, তারপর ইট-পাটকেল ছোড়া হয় তাঁর বাড়িতে । ইটের ঘায়ে অশোক বন্দ্য়োপাধ্যায়ের বাড়ির দরজা ও জানালার কাঁচ ভেঙে পড়ে । এমনকী দরজাটিও ইটের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে । বেশ কিছুক্ষণ তাণ্ডব চালিয়ে দুষ্কৃতীরা চলে যায় বলে অভিযোগ ।

সিপিআইএম প্রার্থীর দাবি, এই ঘটনায় যাঁরা জড়িত তাঁরা তৃণমূল ছাড়া অন্য কেউ নন । ইতিমধ্যে বিষয়টি নির্বাচন কমিশন ও পুলিশকে জানিয়েছেন তিনি । পাশাপাশি দলের উচ্চ নেতৃত্বকেও তিনি বিষয়টি জানান । ঘটনার কথা জানতে পেরেই অশোক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সালানপুর থানায় যান বাম যুব সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় । তাঁর সঙ্গে ছিলেন জেলা নেতৃত্ব ।

আরও পড়ুন: বসিরহাটের প্রায় 60 প্রার্থীর মনোনয়ন নিতে হবে 4টের মধ্যে, কমিশনকে নির্দেশ হাইকোর্টের

মিনাক্ষী মুখোপাধ্যায় জানিয়েছেন, "অশোক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হামলা হয়েছে । এছাড়াও আমাদের আরও বেশ কিছু বাম প্রার্থীদের সরাসরি হুমকি দেওয়া হচ্ছে । দেখা করতে বলা হচ্ছে নেতাদের সঙ্গে । মনোনয়ন তুলে নেওয়ার জন্য নেতৃত্বদের ব্যাপকভাবে চাপ দেওয়া হচ্ছে । পুলিশকে বলেছি পুলিশের কাজ করতে । না হলে মানুষ এর জবাব দেবে ।"

যদিও বিষয়টিকে তেমন আমল দিতে নারাজ তৃণমূল নেতারা । সালানপুর অঞ্চলের তৃণমূল নেতা মহম্মদ আরমান জানান, "আমরা বিরোধীদের শুভেচ্ছা জানিয়েছিলাম । মনোনয়ন প্রক্রিয়াতে কোনও বাধা দেওয়া হয়নি । এত বড় ব্লকে দু একটি বিক্ষিপ্ত ঘটনা কোথাও ঘটে থাকতে পারে । এই ঘটনা জানা নেই । তবে তৃণমূল এমন ধরনের কাজ করবে না ।" অন্যদিকে জেলার বিভিন্ন জায়গায় মনোনয়ন তুলে নিতে প্রার্থীদের যে হুমকি ও চাপ দেওয়া হচ্ছে, তা নিয়ে অভিযোগ জানাতে সরাসরি পুলিশ কমিশনারের অফিসে যায় বাম নেতৃত্ব । তারা প্রার্থীদের নিরাপত্তার দাবিতে সরব হয়েছে ।

Last Updated : Jun 16, 2023, 5:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.