আসানসোল, 29 নভেম্বর: একদিকে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতার ধর্মতলায় সভা করছেন, তখনই মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে ডিওয়াইএফআইয়ের ইনসাফ যাত্রা আসানসোলে পৌঁছল ৷ এই যাত্রায় তাঁর সঙ্গে হাঁটলেন হাজার হাজার যুব কর্মী ও সমর্থক ।
বুধবার আসানসোলের বাজার এলাকা দিয়ে এই মিছিল গির্জার মোড়ে আসে । পরে ভগত সিং মোড়ে ভগৎ সিং-এর মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় ৷ এরপর কুলটির উদ্দেশে রওনা হয় ইনসাফ যাত্রা । বিকেলে পশ্চিম বর্ধমান জেলা থেকে পুরুলিয়ার উদ্দেশে রওনা দেয় এই ইনসাফ যাত্রা ।
কর্মসূচির মাঝে মীনাক্ষী মুখোপাধ্যায় জানালেন, "আজ 27 দিন ধরে চলছে ইনসাফ যাত্রা । কাজ ও শিক্ষার দাবিতে আমাদের এই যাত্রা । আমরাই যাত্রা করতে গিয়ে বিভিন্ন জেলায় দেখলাম সরকার পশ্চিমবঙ্গ থেকে শান্তি, সংস্কৃতি এবং ভবিষ্যৎকে লুট করেছে । লুটের বিরুদ্ধে যেটা হয় সেটাই হচ্ছে ইনসাফ । এই যাত্রায় ছাত্র, যুব, শ্রমিক, কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ পা মেলাচ্ছেন ।"
কেমন সাড়া পাচ্ছেন ?
মীনাক্ষীর জবাব, "আমরা জেলায় জেলায় ঘুরতে গিয়ে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে এত নথি পেয়েছি, তা যদি কোথাও প্রদর্শনীতে দেখানো হয় তাহলে সেটাই গোটা পশ্চিমবঙ্গের কাছে আঁতকে ওঠার হবে ।"
অমিত শাহের ধর্মতলার সভার দিনেই আসানসোলে ইনসাফ যাত্রায় তিনি ৷ এ বিষয়ে প্রশ্ন করা হলে মীনাক্ষী বলেন, "উনি আর যাই করুন, কুলটিতে বন্ধ হয়ে যাওয়া পাঁচটি কোলিয়ারি খুলতে আসেননি ।"
প্রসঙ্গত, 27 দিন ধরে রাস্তায় সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ইনসাফ যাত্রা । বাম যুব সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে এই ইনসাফ যাত্রা 3 নভেম্বর কোচবিহার থেকে শুরু হয়েছে । সারা রাজ্য ঘুরে 7 জানুয়ারি ব্রিগ্রেডে জনসভার মাধ্যমে এই কর্মসূচি শেষ হবে ।
আরও পড়ুন: