ETV Bharat / state

কলকাতায় শাহের সভার দিনই মীনাক্ষীর ইনসাফ যাত্রা পৌঁছল আসানসোল - ইনসাফ যাত্রা

DYFI Insaaf Yatra: কলকাতায় অমিত শাহের সভার দিনেই মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে ডিওয়াইএফআইয়ের ইনসাফ যাত্রা পৌঁছল আসানসোলে ৷

DYFI Insaaf Yatra
কলকাতায় শাহের সভার দিনই মীনাক্ষীর ইনসাফ যাত্রা পৌঁছল আসানসোল
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 29, 2023, 5:31 PM IST

Updated : Nov 29, 2023, 7:06 PM IST

মীনাক্ষীর ইনসাফ যাত্রা পৌঁছল আসানসোল

আসানসোল, 29 নভেম্বর: একদিকে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতার ধর্মতলায় সভা করছেন, তখনই মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে ডিওয়াইএফআইয়ের ইনসাফ যাত্রা আসানসোলে পৌঁছল ৷ এই যাত্রায় তাঁর সঙ্গে হাঁটলেন হাজার হাজার যুব কর্মী ও সমর্থক ।

বুধবার আসানসোলের বাজার এলাকা দিয়ে এই মিছিল গির্জার মোড়ে আসে । পরে ভগত সিং মোড়ে ভগৎ সিং-এর মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় ৷ এরপর কুলটির উদ্দেশে রওনা হয় ইনসাফ যাত্রা । বিকেলে পশ্চিম বর্ধমান জেলা থেকে পুরুলিয়ার উদ্দেশে রওনা দেয় এই ইনসাফ যাত্রা ।

কর্মসূচির মাঝে মীনাক্ষী মুখোপাধ্যায় জানালেন, "আজ 27 দিন ধরে চলছে ইনসাফ যাত্রা । কাজ ও শিক্ষার দাবিতে আমাদের এই যাত্রা । আমরাই যাত্রা করতে গিয়ে বিভিন্ন জেলায় দেখলাম সরকার পশ্চিমবঙ্গ থেকে শান্তি, সংস্কৃতি এবং ভবিষ্যৎকে লুট করেছে । লুটের বিরুদ্ধে যেটা হয় সেটাই হচ্ছে ইনসাফ । এই যাত্রায় ছাত্র, যুব, শ্রমিক, কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ পা মেলাচ্ছেন ।"

কেমন সাড়া পাচ্ছেন ?

মীনাক্ষীর জবাব, "আমরা জেলায় জেলায় ঘুরতে গিয়ে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে এত নথি পেয়েছি, তা যদি কোথাও প্রদর্শনীতে দেখানো হয় তাহলে সেটাই গোটা পশ্চিমবঙ্গের কাছে আঁতকে ওঠার হবে ।"

অমিত শাহের ধর্মতলার সভার দিনেই আসানসোলে ইনসাফ যাত্রায় তিনি ৷ এ বিষয়ে প্রশ্ন করা হলে মীনাক্ষী বলেন, "উনি আর যাই করুন, কুলটিতে বন্ধ হয়ে যাওয়া পাঁচটি কোলিয়ারি খুলতে আসেননি ।"

প্রসঙ্গত, 27 দিন ধরে রাস্তায় সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ইনসাফ যাত্রা । বাম যুব সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে এই ইনসাফ যাত্রা 3 নভেম্বর কোচবিহার থেকে শুরু হয়েছে । সারা রাজ্য ঘুরে 7 জানুয়ারি ব্রিগ্রেডে জনসভার মাধ্যমে এই কর্মসূচি শেষ হবে ।

আরও পড়ুন:

  1. চব্বিশে এত আসনে জেতান যাতে মোদি বলতে পারেন বাংলার জন্য প্রধানমন্ত্রী হয়েছি, ভোটারদের বার্তা অমিত শাহের
  2. ভারতীয় দণ্ডবিধি পরিবর্তনের নয়া বিল নিয়ে তাড়াহুড়ো করবেন না, অমিত শাহকে চিঠিতে পরামর্শ মমতার
  3. 'ও আমার সন্তান নয়', সন্দেহের বশে 8 মাসের শিশুসন্তানকে থেঁতলে খুন অণ্ডালে! আটক বাবা

মীনাক্ষীর ইনসাফ যাত্রা পৌঁছল আসানসোল

আসানসোল, 29 নভেম্বর: একদিকে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতার ধর্মতলায় সভা করছেন, তখনই মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে ডিওয়াইএফআইয়ের ইনসাফ যাত্রা আসানসোলে পৌঁছল ৷ এই যাত্রায় তাঁর সঙ্গে হাঁটলেন হাজার হাজার যুব কর্মী ও সমর্থক ।

বুধবার আসানসোলের বাজার এলাকা দিয়ে এই মিছিল গির্জার মোড়ে আসে । পরে ভগত সিং মোড়ে ভগৎ সিং-এর মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় ৷ এরপর কুলটির উদ্দেশে রওনা হয় ইনসাফ যাত্রা । বিকেলে পশ্চিম বর্ধমান জেলা থেকে পুরুলিয়ার উদ্দেশে রওনা দেয় এই ইনসাফ যাত্রা ।

কর্মসূচির মাঝে মীনাক্ষী মুখোপাধ্যায় জানালেন, "আজ 27 দিন ধরে চলছে ইনসাফ যাত্রা । কাজ ও শিক্ষার দাবিতে আমাদের এই যাত্রা । আমরাই যাত্রা করতে গিয়ে বিভিন্ন জেলায় দেখলাম সরকার পশ্চিমবঙ্গ থেকে শান্তি, সংস্কৃতি এবং ভবিষ্যৎকে লুট করেছে । লুটের বিরুদ্ধে যেটা হয় সেটাই হচ্ছে ইনসাফ । এই যাত্রায় ছাত্র, যুব, শ্রমিক, কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ পা মেলাচ্ছেন ।"

কেমন সাড়া পাচ্ছেন ?

মীনাক্ষীর জবাব, "আমরা জেলায় জেলায় ঘুরতে গিয়ে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে এত নথি পেয়েছি, তা যদি কোথাও প্রদর্শনীতে দেখানো হয় তাহলে সেটাই গোটা পশ্চিমবঙ্গের কাছে আঁতকে ওঠার হবে ।"

অমিত শাহের ধর্মতলার সভার দিনেই আসানসোলে ইনসাফ যাত্রায় তিনি ৷ এ বিষয়ে প্রশ্ন করা হলে মীনাক্ষী বলেন, "উনি আর যাই করুন, কুলটিতে বন্ধ হয়ে যাওয়া পাঁচটি কোলিয়ারি খুলতে আসেননি ।"

প্রসঙ্গত, 27 দিন ধরে রাস্তায় সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ইনসাফ যাত্রা । বাম যুব সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে এই ইনসাফ যাত্রা 3 নভেম্বর কোচবিহার থেকে শুরু হয়েছে । সারা রাজ্য ঘুরে 7 জানুয়ারি ব্রিগ্রেডে জনসভার মাধ্যমে এই কর্মসূচি শেষ হবে ।

আরও পড়ুন:

  1. চব্বিশে এত আসনে জেতান যাতে মোদি বলতে পারেন বাংলার জন্য প্রধানমন্ত্রী হয়েছি, ভোটারদের বার্তা অমিত শাহের
  2. ভারতীয় দণ্ডবিধি পরিবর্তনের নয়া বিল নিয়ে তাড়াহুড়ো করবেন না, অমিত শাহকে চিঠিতে পরামর্শ মমতার
  3. 'ও আমার সন্তান নয়', সন্দেহের বশে 8 মাসের শিশুসন্তানকে থেঁতলে খুন অণ্ডালে! আটক বাবা
Last Updated : Nov 29, 2023, 7:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.