ETV Bharat / state

CPI(M) নেতাকে হাসপাতালে দেখতে গেলেন তৃণমূল মেয়র - cpi(m)

প্রবীণ CPI(M) নেতা তথা আসানসোলের প্রথম মেয়র বামাপদ মুখোপাধ্যায়ের অসুস্থতার খবর পেয়ে তাঁকে হাসপাতালে দেখতে গেলেন আসানসোলের মেয়র তথা তৃণমূল কংগ্রেস নেতা জিতেন্দ্র তিওয়ারি।

visit
author img

By

Published : Feb 24, 2019, 5:59 AM IST

আসানসোল, ২৪ ফেব্রুয়ারি : প্রবীণ CPI(M) নেতা তথা আসানসোলের প্রথম মেয়র বামাপদ মুখোপাধ্যায়ের অসুস্থতার খবর পেয়ে তাঁকে হাসপাতালে দেখতে গেলেন আসানসোলের মেয়র তথা তৃণমূল কংগ্রেস নেতা জিতেন্দ্র তিওয়ারি।

গত দুদিন ধরে বামাপদবাবু IISCO হাসপাতালের ICU তে ভরতি। গতকাল দুপুরে মেয়র তাঁকে দেখতে যান। তিনি বামাপদবাবুর পায়ে হাত দিয়ে প্রণাম করেন। তাঁর স্বাস্থ্যের খবর নেন।

আসানসোল, ২৪ ফেব্রুয়ারি : প্রবীণ CPI(M) নেতা তথা আসানসোলের প্রথম মেয়র বামাপদ মুখোপাধ্যায়ের অসুস্থতার খবর পেয়ে তাঁকে হাসপাতালে দেখতে গেলেন আসানসোলের মেয়র তথা তৃণমূল কংগ্রেস নেতা জিতেন্দ্র তিওয়ারি।

গত দুদিন ধরে বামাপদবাবু IISCO হাসপাতালের ICU তে ভরতি। গতকাল দুপুরে মেয়র তাঁকে দেখতে যান। তিনি বামাপদবাবুর পায়ে হাত দিয়ে প্রণাম করেন। তাঁর স্বাস্থ্যের খবর নেন।

Intro:ফের রাজনৈতিক সংকীর্ণতার উর্দ্ধে গিয়ে মানবিক হলেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারি। কয়েকদিন আগেই বাম নেতার নামে রাস্তা উদ্বোধন করে নজির সৃষ্টি করেছিলেন তিনি। এবার প্রবীন CPI(M) নেতা তথা আসানসোলের প্রথম মেয়র বামাপদ মুখোপাধ্যায়ের অসুস্থতার খবর পেয়ে তড়িঘড়ি ছুটলেন হাসপাতালে। পাশে থাকার আশ্বাস দিয়ে এলেন।Body:গত দুদিন ধরে প্রচন্ড অসুস্থ প্রবীন বামপন্থী নেতা বামাপদ মুখোপাধ্যায়। ইস্কো হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন। বামাপদ বাবু একটা যুগ। একসময়ের দোর্দন্ডপ্রতাপ নেতা ছিলেন শিল্পাঞ্চলে। ১৯৯৪ সালে যখন প্রথম আসানসোল পুরনিগম গঠিত হয় ৫০ টি ওয়ার্ড নিয়ে। সেই পুরনিগমের প্রথম মেয়র ছিলেন বামাপদ মুখোপাধ্যায়। ২০১২ সালের মে মাসে বামাপদ মুখোপাধ্যায়ের একমাত্র ছেলে তথা CPI(M) নেতা অর্পণ মুখোপাধ্যায়কে খুন করেছিল দুস্কৃতিরা। আজও সেই খুনের কিনারা হয়নি। বর্তমানে সেই খুনের মামলার তদন্ত করছে CBI ।
কিন্তু একমাত্র ছেলের মৃত্যুর পরেও দমে যাননি বামাপদ বাবু। ৬ মাস আগে পর্যন্ত দলের সব কর্মসুচীতেই তাঁকে পাওয়া যেত। কিন্তু গত কয়েকমাসে পরপর অসুস্থ হতে শুরু করেন এই অশতীপর বৃদ্ধ। দুদিন আগে আবারও অসুস্থ হন। বর্তমানে ইস্কো হাসপাতালের আইসিইউতে ভর্তি। আজ দুপুরে মেয়র জিতেন্দ্র তেওয়ারি তাঁকে দেখতে যান।Conclusion:পায়ে হাত দিয়ে প্রণাম করে জিতেন্দ্র তেওয়ারি বামাপদ বাবুর কাছে জানতে চান কেমন আছেন, খেয়েছেন কি না। অসুস্থ অবস্থাতে শুয়েও বামাপদ বাবু বলেন, জিতেন্দ্র-র জন্য চেয়ার এনে দাও। এক অন্য সৌজন্যের রাজনীতির সাক্ষি থাকল আজ আসানসোল।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.