আসানসোল, ২৪ ফেব্রুয়ারি : প্রবীণ CPI(M) নেতা তথা আসানসোলের প্রথম মেয়র বামাপদ মুখোপাধ্যায়ের অসুস্থতার খবর পেয়ে তাঁকে হাসপাতালে দেখতে গেলেন আসানসোলের মেয়র তথা তৃণমূল কংগ্রেস নেতা জিতেন্দ্র তিওয়ারি।
গত দুদিন ধরে বামাপদবাবু IISCO হাসপাতালের ICU তে ভরতি। গতকাল দুপুরে মেয়র তাঁকে দেখতে যান। তিনি বামাপদবাবুর পায়ে হাত দিয়ে প্রণাম করেন। তাঁর স্বাস্থ্যের খবর নেন।