Fire in Shopping Mall: ভয়াবহ অগ্নিকাণ্ড আসানসোলের শপিং মলে - আসানসোলের শপিং মলে আগুন
Fire breaks out in Asansol shopping mall: রবি সকালে আসানসোলের একটি শপিং মলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ৷ কীভাবে এই আগুন লাগল, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানালেন আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ।
আসানসোল, 23 জুলাই: ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল আসানসোলের একটি শপিংমলে । আসানসোলের ভাঙা পাঁচিল এলাকার ঘটনা । ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে । রবিবার দুপুর পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি ।
রবিবার শপিং মল খোলার আগেই ধোঁয়া দেখতে পান এলাকাবাসীরা । তাঁরা পুলিশে এবং দমকলে খবর দেন । প্রথমে আসানসোল ফায়ার ব্রিগেড থেকে দুটি ইঞ্জিন আসে । তাতেও আগুন নিয়ন্ত্রণে না আসায় রানিগঞ্জ থেকে দমকলের আরও দুটি ইঞ্জিন নিয়ে আসা হয় এবং পরবর্তীকালে আরও একটি ইঞ্জিন আনা হয়েছে । দমকলকর্মীরা শপিংমলের কাঁচ ভেঙে ভিতরে ঢুকে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে । স্থানীয় এলাকাবাসীদের মতে, দোকান খোলার আগেই ধোঁয়া বেরোতে দেখা গিয়েছিল । সময় যত গড়িয়েছে আগুন যতই ছড়িয়ে পড়েছে শপিংমলের ভিতরে ।
জানা গিয়েছে, শপিংমলের উপর তলায় গোডাউনের ভেতরে প্রথম আগুন লাগে । তা ক্রমশ ছড়িয়ে পড়ে গোটা মলে । পাঁচ ঘণ্টার চেষ্টার পরেও আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসেনি । অভিযোগ উঠছে, ওই শপিংমলে অগ্নি নির্বাপক পাইপলাইন করা থাকলেও তা ঠিকমতো কাজ করে না । যার ফলে আগুন নেভাতে গিয়ে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের ।
আরও পড়ুন: এনআরএস হাসপাতালে আগুন-আতঙ্ক, সরানো হল রোগীদের
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যান আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক । তিনি জানিয়েছেন, কীভাবে এই ঘটনা ঘটল তার সম্পূর্ণ তদন্ত করা হবে । পাশাপাশি কেন ওই শপিংমলের অগ্নি নির্বাপক যন্ত্র কাজ করল না সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি ।
আসানসোল শহরে বেড়েই চলেছে শপিংমলের সংখ্যা । কিন্তু সেই শপিংমলগুলি কতটা নিরাপদ সে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । অভিজিৎ ঘটক জানান, নিয়মিত নজরদারি চালানো হয় । এই নজরদারি আরও বাড়ানো হবে, মলগুলিতে সবকিছু ব্যবস্থা আছে কি না তা খতিয়ে দেখা হবে । ক্ষয়ক্ষতির বিষয়টি নিয়ে শপিংমল কর্তৃপক্ষ কিছু জানাতে চায়নি । তবে আনুমানিক কয়েক লক্ষ টাকার জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে । যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই ।