ETV Bharat / state

মাথায় নেই হেলমেট, কোরোনা আতঙ্কে মুখে মাস্ক বাইক আরোহীদের

কোরোনার জের , আসানসোলের রাস্তায় বাইক চালকরা মুখে মাস্ক পরলেও মাথায় নেই হেলমেট ৷

author img

By

Published : Mar 19, 2020, 10:01 PM IST

Updated : Mar 19, 2020, 11:20 PM IST

ছবি
ছবি

আসানসোল, ১৯ মার্চ : মাস্ক ব্যবহারে সরকারি তেমন কোনও নির্দেশিকা নেই । জেলা স্বাস্থ্য অধিকর্তা বলছেন সাধারণ মানুষের মাস্ক পরার খুব একটা প্রয়োজন নেই । কিন্তু তা সত্ত্বেও মানুষ অতিরিক্ত সক্রিয় হয়ে এবং নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পড়ছেন । কিন্তু সুরক্ষার বিষয়েও দ্বিচারিতা দেখা যাচ্ছে শহরে । কোরোনার আতঙ্কে মানুষ মাস্ক পরলেও অন্যদিকে সুরক্ষায় বিরাট ফাঁক । আসানসোলের রাস্তায় বাইক আরোহীরা মুখে মাস্ক পরলেও মাথায় তাঁদের হেলমেট দেখতে পাওয়া যায় না । অর্থাৎ, দুর্ঘটনা নিয়ে সচেতনতার অভাব স্পষ্ট পরিলক্ষিত হচ্ছে আসানসোলের রাস্তায় ।

দেখুন ভিডিয়ো
বিশ্বজুড়ে কোরোনার আতঙ্কে সবাই কমবেশি মাস্ক ব্যবহার করছে । কোথাও কোথাও প্রয়োজন ছাড়াই মাস্ক ব্যবহার করছে সাধারণ মানুষ । আসানসোলের রাস্তায় অন্তত ৬০ শতাংশ মানুষ মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছে । যদিও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানাচ্ছেন সাধারণ মানুষের মাস্ক পরার দরকার নেই । শুধু সামাজিক দূরত্ব রাখলেই হবে । কিন্তু আসানসোলে এক অন্য চিত্র চোখে পড়ছে ।মুখে মাস্ক বেঁধে ঘুরলেও বেশিরভাগ মোটরসাইকেল আরোহীরা মাথায় হেলমেট পরছে না । রাস্তাঘাটে দেখা যাচ্ছে যারা কোরোনার জন্য মুখে নানা রঙের মাস্ক বাঁধছেন । তাঁদের অনেকেরই মাথা ফাঁকা । অর্থাৎ, বলাই যায় কোরোনা নিয়ে মানুষ সচেতন হলেও দুর্ঘটনা নিয়ে আসানসোলের বেশিরভাগ মানুষই এখনও অসচেতন।


বাইক আরোহীদের এ বিষয়ে প্রশ্ন করা হলে তাঁদের মধ্যে কেউ কেউ গ্রহ্য করছেন না, অথবা উত্তর দিচ্ছেন সামনেই বাড়ি । কেউ বা আবার নিজের সন্তানকে নিয়ে বাইকে যাচ্ছেন । দু'জনেরই মাথায়ই হেলমেট নেই । আবার তাঁরাই বলছেন, হেলমেট পরা প্রয়োজন। কিন্তু আমরা হেলমেট ঘরে ভুলে এসেছি ।


আসানসোলে মাঝে মধ্যে পুলিশি অভিযান চলে । তখনই সাধারণ মানুষ জরিমানার ভয়ে হেলমেট পরে । হেলমেট ছাড়া পেট্রোল পাম্পগুলোতে পেট্রোল না দেওয়ার নিয়ম হয়েছিল। কিন্তু সে সব নিয়ম এখন আর কেউ মানে না। খোলা মাথায় চলছে বাইক। কারও কোনও হুঁশ নেই।

আসানসোল, ১৯ মার্চ : মাস্ক ব্যবহারে সরকারি তেমন কোনও নির্দেশিকা নেই । জেলা স্বাস্থ্য অধিকর্তা বলছেন সাধারণ মানুষের মাস্ক পরার খুব একটা প্রয়োজন নেই । কিন্তু তা সত্ত্বেও মানুষ অতিরিক্ত সক্রিয় হয়ে এবং নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পড়ছেন । কিন্তু সুরক্ষার বিষয়েও দ্বিচারিতা দেখা যাচ্ছে শহরে । কোরোনার আতঙ্কে মানুষ মাস্ক পরলেও অন্যদিকে সুরক্ষায় বিরাট ফাঁক । আসানসোলের রাস্তায় বাইক আরোহীরা মুখে মাস্ক পরলেও মাথায় তাঁদের হেলমেট দেখতে পাওয়া যায় না । অর্থাৎ, দুর্ঘটনা নিয়ে সচেতনতার অভাব স্পষ্ট পরিলক্ষিত হচ্ছে আসানসোলের রাস্তায় ।

দেখুন ভিডিয়ো
বিশ্বজুড়ে কোরোনার আতঙ্কে সবাই কমবেশি মাস্ক ব্যবহার করছে । কোথাও কোথাও প্রয়োজন ছাড়াই মাস্ক ব্যবহার করছে সাধারণ মানুষ । আসানসোলের রাস্তায় অন্তত ৬০ শতাংশ মানুষ মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছে । যদিও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানাচ্ছেন সাধারণ মানুষের মাস্ক পরার দরকার নেই । শুধু সামাজিক দূরত্ব রাখলেই হবে । কিন্তু আসানসোলে এক অন্য চিত্র চোখে পড়ছে ।মুখে মাস্ক বেঁধে ঘুরলেও বেশিরভাগ মোটরসাইকেল আরোহীরা মাথায় হেলমেট পরছে না । রাস্তাঘাটে দেখা যাচ্ছে যারা কোরোনার জন্য মুখে নানা রঙের মাস্ক বাঁধছেন । তাঁদের অনেকেরই মাথা ফাঁকা । অর্থাৎ, বলাই যায় কোরোনা নিয়ে মানুষ সচেতন হলেও দুর্ঘটনা নিয়ে আসানসোলের বেশিরভাগ মানুষই এখনও অসচেতন।


বাইক আরোহীদের এ বিষয়ে প্রশ্ন করা হলে তাঁদের মধ্যে কেউ কেউ গ্রহ্য করছেন না, অথবা উত্তর দিচ্ছেন সামনেই বাড়ি । কেউ বা আবার নিজের সন্তানকে নিয়ে বাইকে যাচ্ছেন । দু'জনেরই মাথায়ই হেলমেট নেই । আবার তাঁরাই বলছেন, হেলমেট পরা প্রয়োজন। কিন্তু আমরা হেলমেট ঘরে ভুলে এসেছি ।


আসানসোলে মাঝে মধ্যে পুলিশি অভিযান চলে । তখনই সাধারণ মানুষ জরিমানার ভয়ে হেলমেট পরে । হেলমেট ছাড়া পেট্রোল পাম্পগুলোতে পেট্রোল না দেওয়ার নিয়ম হয়েছিল। কিন্তু সে সব নিয়ম এখন আর কেউ মানে না। খোলা মাথায় চলছে বাইক। কারও কোনও হুঁশ নেই।

Last Updated : Mar 19, 2020, 11:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.