দুর্গাপুর, 16 মার্চ : কোরোনা সংক্রমণ এড়াতে মাস্ক বিতরণ করা হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে । সেই মাস্ক পরেই পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করল পরীক্ষার্থীরা । আজ দুর্গাপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ড যুব তৃণমূল কংগ্রেসের তরফে এই মাস্ক বিতরণ করা হয় ।
কোরোনা সংক্রমণ এড়াতে আজ থেকেই রাজ্যের স্কুল-কলেজ সমস্ত কিছু বন্ধ রয়েছে । স্বাস্থ্য দপ্তরের তরফে জারি করা হয়েছে একাধিক বিজ্ঞপ্তি । তবে বোর্ডের পরীক্ষাগুলি যথাসময়ে চলছে । তাই 14 নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ দুর্গাপুরের ভিরিঙ্গির একটি স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে জলের বোতল ,পেন দেওয়ার সঙ্গে সঙ্গে পরীক্ষার্থীদের মাস্ক পরিয়ে দেওয়া হয় । মাস্ক পেয়ে ছাত্র-ছাত্রীরা জানান, আমরা সবাই আজ মাস্ক পেয়েছি । কোরোনা সংক্রমণ এড়াতে এটা আমরা পরেওছি ।
আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভা স্বাস্থ্য দপ্তরের মেয়র পারিষদ সদস্য রাখি তিওয়ারি ও তৃণমূল কংগ্রেসের অন্য কর্মীরা । পরীক্ষার্থীদের মাস্ক পরিয়ে দেওয়ার পর রাখি তিওয়ারি বলেন, "270 জন পরীক্ষার্থীর হাতে তুলে দেওয়া হল মাস্ক, জলের বোতল ও পেন । কোরোনা নিয়েও সতর্ক করা হয়েছে প্রত্যেককে ।"