ETV Bharat / state

Man Kills Street Dog: গাড়ির সিট কাটবে এই আশঙ্কায় এয়ারগান দিয়ে খুন পাড়ার কুকুরকে, অভিযুক্ত গ্রেফতার - কুকুরকে গুলি

গাড়ির সিট ছিঁড়বে এই আশঙ্কায় এয়ারগান দিয়ে পাড়ার কুকুরকে খুন করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে (Man Kills Street Dog)৷ গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে ৷ দুর্গাপুরের ঘটনা (Durgapur News)৷

dog
dog
author img

By

Published : Nov 11, 2022, 1:51 PM IST

দুর্গাপুর, 11 নভেম্বর: পথকুকুরটির 'অপরাধ' সে এর আগে দু-তিনবার স্কুটির সিট পায়ের নখের আঁচড়ে ছিঁড়ে ফেলেছে । আর তাই এ বার সেই সারমেয় গাড়ির কাছে যেতেই তাকে লক্ষ্য করে ছোড়া হল এয়ার গানের গুলি (Man Kills Street Dog)। অভিযুক্ত দুর্গাপুর (Durgapur News) ইস্পাত কারখানার কর্মী দিব্যেন্দু ভাওয়াল ৷ এ ভাবে কুকুরকে হত্যা করার ঘটনায় নিন্দায় সরব সাধারণ মানুষ থেকে শুরু করে পশুপ্রেমী সংগঠনগুলি ।

পথকুকুরকে এয়ার গান দিয়ে গুলি করে হত্যা করার অভিযোগে দুর্গাপুর থানার বি-জোনের নিউটন এলাকার বাসিন্দা দিব্যেন্দু ভাওয়ালকে গ্রেফতার করেছে পুলিশ । আজ তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে ।

বৃহস্পতিবার সন্ধ্যায় সারমেয়কে খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় দুর্গাপুরের বি-জোন নিউটন রোড এলাকায় । ধৃত দিব্যেন্দু ভাওয়ালের গাড়ির সিট এর আগে কুকুরটি কয়েকবার আঁচড়ে ছিঁড়ে দিয়েছিল বলে জানা গিয়েছে । আর সেই রাগেই কুকুরটিকে ভয় দেখাতেই নাকি এয়ার গানের গুলি ছোড়ে দিব্যেন্দু ।

অভিযুক্তের মা সাবিত্রী ভাওয়ালের দাবি, কুকুরটি অসুস্থ ছিল । তাই সে মারা গিয়েছে ৷ গুলি তাকে লক্ষ্য করে ছোড়া হয়নি, গুলিটি কুকুরের গায়ে লেগে গিয়েছে বলে দাবি তাঁর ৷ স্থানীয়রা এই ঘটনা দেখতে পেয়ে খবর দেন দুর্গাপুর থানার পুলিশকে । ঘটনাস্থলে পৌঁছে পুলিশ অভিযুক্ত দিব্যেন্দু ভাওয়ালকে গ্রেফতার করে । অভিযুক্তর কঠোর শাস্তির দাবি তুলেছে পশুপ্রেমী সংগঠনগুলি । পশুপ্রেমী সংগঠনের কর্মীরা ঘটনাস্থলে যান । সংগঠনেরই এক কর্মী ভারতী দাস জানান, "আমরা চাইছি এই দিব্যেন্দু ভাওয়ালের এমন শাস্তি হোক যাতে এই ধরনের নারকীয় কাজ আর কেউ করতে সাহস না পান ।"

গাড়ির সিট কাটবে এই আশঙ্কায় এয়ারগান দিয়ে খুন পাড়ার কুকুরকে

আরও পড়ুন: পাগলা কুকুরের কামড়ে জখম 20, আতঙ্ক পশ্চিম মেদিনীপুরের গ্রামে

এই ঘটনার নিন্দায় সরব দিব্যেন্দু ভাওয়ালের প্রতিবেশীরাও । জনৈক শিবশংকর বলেন, "দেশি কুকুর পাড়ায় পাড়ায় আছে ৷ সবাই তাদের ডেকে খাবার দেয় ৷ তাদের যদি কেউ মেরে ফেলে, তাহলে সেটা কখনওই সমর্থনযোগ্য নয় ৷"

দুর্গাপুর, 11 নভেম্বর: পথকুকুরটির 'অপরাধ' সে এর আগে দু-তিনবার স্কুটির সিট পায়ের নখের আঁচড়ে ছিঁড়ে ফেলেছে । আর তাই এ বার সেই সারমেয় গাড়ির কাছে যেতেই তাকে লক্ষ্য করে ছোড়া হল এয়ার গানের গুলি (Man Kills Street Dog)। অভিযুক্ত দুর্গাপুর (Durgapur News) ইস্পাত কারখানার কর্মী দিব্যেন্দু ভাওয়াল ৷ এ ভাবে কুকুরকে হত্যা করার ঘটনায় নিন্দায় সরব সাধারণ মানুষ থেকে শুরু করে পশুপ্রেমী সংগঠনগুলি ।

পথকুকুরকে এয়ার গান দিয়ে গুলি করে হত্যা করার অভিযোগে দুর্গাপুর থানার বি-জোনের নিউটন এলাকার বাসিন্দা দিব্যেন্দু ভাওয়ালকে গ্রেফতার করেছে পুলিশ । আজ তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে ।

বৃহস্পতিবার সন্ধ্যায় সারমেয়কে খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় দুর্গাপুরের বি-জোন নিউটন রোড এলাকায় । ধৃত দিব্যেন্দু ভাওয়ালের গাড়ির সিট এর আগে কুকুরটি কয়েকবার আঁচড়ে ছিঁড়ে দিয়েছিল বলে জানা গিয়েছে । আর সেই রাগেই কুকুরটিকে ভয় দেখাতেই নাকি এয়ার গানের গুলি ছোড়ে দিব্যেন্দু ।

অভিযুক্তের মা সাবিত্রী ভাওয়ালের দাবি, কুকুরটি অসুস্থ ছিল । তাই সে মারা গিয়েছে ৷ গুলি তাকে লক্ষ্য করে ছোড়া হয়নি, গুলিটি কুকুরের গায়ে লেগে গিয়েছে বলে দাবি তাঁর ৷ স্থানীয়রা এই ঘটনা দেখতে পেয়ে খবর দেন দুর্গাপুর থানার পুলিশকে । ঘটনাস্থলে পৌঁছে পুলিশ অভিযুক্ত দিব্যেন্দু ভাওয়ালকে গ্রেফতার করে । অভিযুক্তর কঠোর শাস্তির দাবি তুলেছে পশুপ্রেমী সংগঠনগুলি । পশুপ্রেমী সংগঠনের কর্মীরা ঘটনাস্থলে যান । সংগঠনেরই এক কর্মী ভারতী দাস জানান, "আমরা চাইছি এই দিব্যেন্দু ভাওয়ালের এমন শাস্তি হোক যাতে এই ধরনের নারকীয় কাজ আর কেউ করতে সাহস না পান ।"

গাড়ির সিট কাটবে এই আশঙ্কায় এয়ারগান দিয়ে খুন পাড়ার কুকুরকে

আরও পড়ুন: পাগলা কুকুরের কামড়ে জখম 20, আতঙ্ক পশ্চিম মেদিনীপুরের গ্রামে

এই ঘটনার নিন্দায় সরব দিব্যেন্দু ভাওয়ালের প্রতিবেশীরাও । জনৈক শিবশংকর বলেন, "দেশি কুকুর পাড়ায় পাড়ায় আছে ৷ সবাই তাদের ডেকে খাবার দেয় ৷ তাদের যদি কেউ মেরে ফেলে, তাহলে সেটা কখনওই সমর্থনযোগ্য নয় ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.