ETV Bharat / state

বায়ুসেনা ছাউনি থেকে গ্রেপ্তার সন্দেহভাজন

আজ ভোরে পানাগড় বায়ুসেনা ছাউনিতে ঘোরাফেরা করছিল এক ব্যক্তি । সন্দেহ হওয়ায় কাঁকসা থানায় খবর দেন সেনাকর্মীরা । জেরায় অসংলগ্ন কথা বলতে থাকে উত্তরপ্রদেশের ওই ব্যক্তি ।

author img

By

Published : Jul 3, 2020, 8:07 PM IST

arrested
arrested

দুর্গাপুর, 3 জুলাই : পানাগড় বাযুসেনা ছাউনির মধ্যে শুক্রবার ভোরে এক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় সেনাকর্মীদের । কাঁকসা থানায় খবর দিলে পুলিশ এসে গ্রেপ্তার করে ওই ব্যক্তিকে । ধৃতের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।।

নিরাপত্তার কড়াকড়ির মাঝেই শুক্রবার পানাগড় বায়ুসেনা ছাউনিতে ঢুকে পড়ে ওই ব্যক্তি । বায়ুসেনা কর্মীদের কাছে খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ । ওই ব্যাক্তিকে আটক করে কাঁকসা থানায় নিয়ে যাওয়া হয় । ধৃতকে জিজ্ঞাসাবাদ করতে অসংলগ্ন কথা বলতে থাকে বলে জানিয়েছে পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি উত্তরপ্রদেশের ঔরঙ্গাবাদের বাসিন্দা । তবে কী কারণে সে বাযুসেনা ছাউনি এলাকায় ঢুকেছিল? কড়া নিরাপত্তা বেষ্টনী ভেদ করে সে ছাউনির ভেতরে প্রবেশ করলই-বা কীভাবে? সে বিষয়ে তদন্ত করছে পুলিশ ।

দুর্গাপুর, 3 জুলাই : পানাগড় বাযুসেনা ছাউনির মধ্যে শুক্রবার ভোরে এক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় সেনাকর্মীদের । কাঁকসা থানায় খবর দিলে পুলিশ এসে গ্রেপ্তার করে ওই ব্যক্তিকে । ধৃতের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।।

নিরাপত্তার কড়াকড়ির মাঝেই শুক্রবার পানাগড় বায়ুসেনা ছাউনিতে ঢুকে পড়ে ওই ব্যক্তি । বায়ুসেনা কর্মীদের কাছে খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ । ওই ব্যাক্তিকে আটক করে কাঁকসা থানায় নিয়ে যাওয়া হয় । ধৃতকে জিজ্ঞাসাবাদ করতে অসংলগ্ন কথা বলতে থাকে বলে জানিয়েছে পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি উত্তরপ্রদেশের ঔরঙ্গাবাদের বাসিন্দা । তবে কী কারণে সে বাযুসেনা ছাউনি এলাকায় ঢুকেছিল? কড়া নিরাপত্তা বেষ্টনী ভেদ করে সে ছাউনির ভেতরে প্রবেশ করলই-বা কীভাবে? সে বিষয়ে তদন্ত করছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.