ETV Bharat / state

নিজেদের মিছিলে নিজেরাই লোক মারে বিজেপি: মমতা

author img

By

Published : Dec 8, 2020, 3:44 PM IST

Updated : Dec 8, 2020, 8:22 PM IST

রানিগঞ্জের সভা থেকে বিজেপিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

cm mamata banerjee visit raniganj
cm mamata banerjee visit raniganj

রানিগঞ্জ, 8 ডিসেম্বর : প্রতিবাদের সময় সশস্ত্র ব্যক্তিদের যে আনা হয়েছিল তা স্পষ্ট । বিজেপি কর্মী উলেন রায়ের ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে একথা জানিয়েছে পুলিশ । আর রানিগঞ্জের সভা থেকে বিজেপির ঘাড়ে দোষ চাপালেন মমতা বন্দ্যোপাধ্যায়ও । বলেন, "বিজেপি নিজে মিছিল করে নিজেরাই লোক মারে" ৷

আজকের সভা থেকে বিজেপিকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় । বলেন, ঝড়ের বেগে অপপ্রচার করে বিজেপি । ঝড়ের বেগে কুৎসা করে তারা । বলেন, "অপপ্রচার নয়, উন্নয়ন চাই ৷ আমরা কারও ঘর জ্বালাব না ৷ কাজ করে দেখাব ৷"

রানিগঞ্জের সভা থেকে বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের

বিভিন্ন সরকারি সংস্থার বেসরকারিকরণের প্রসঙ্গ তুলে ফের বিজেপিকে আক্রমণ করেন তিনি । বলেন, সবকিছু বিক্রি করে দিচ্ছে বিজেপি ৷ কৃষকদের আন্দোলনকে সমর্থন করে তিনি বলেন, কৃষকদের মুখের খাবার কেড়ে নিচ্ছে বিজেপি ৷

সিএএ-র বিরোধিতা করে তিনি বলেন, বাংলা থেকে সবাইকে তাড়াতে চায় বিজেপি ৷ তারা সিএএ চালু করে সবাইকে তাড়াতে চায় ৷ টাকা দিয়ে বাংলাকে কেনা যায় না ৷ যারা দেশ বিক্রি করতে চাইছে তাদের বিরুদ্ধে লড়তে হবে ৷

তিনি যে ভয় পান না সেকথা ফের তিনি জানিয়ে দিয়েছেন । বলেন, "আমরা লড়ব, ভয় পাব না । আমরা জিতব ।"

রানিগঞ্জ, 8 ডিসেম্বর : প্রতিবাদের সময় সশস্ত্র ব্যক্তিদের যে আনা হয়েছিল তা স্পষ্ট । বিজেপি কর্মী উলেন রায়ের ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে একথা জানিয়েছে পুলিশ । আর রানিগঞ্জের সভা থেকে বিজেপির ঘাড়ে দোষ চাপালেন মমতা বন্দ্যোপাধ্যায়ও । বলেন, "বিজেপি নিজে মিছিল করে নিজেরাই লোক মারে" ৷

আজকের সভা থেকে বিজেপিকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় । বলেন, ঝড়ের বেগে অপপ্রচার করে বিজেপি । ঝড়ের বেগে কুৎসা করে তারা । বলেন, "অপপ্রচার নয়, উন্নয়ন চাই ৷ আমরা কারও ঘর জ্বালাব না ৷ কাজ করে দেখাব ৷"

রানিগঞ্জের সভা থেকে বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের

বিভিন্ন সরকারি সংস্থার বেসরকারিকরণের প্রসঙ্গ তুলে ফের বিজেপিকে আক্রমণ করেন তিনি । বলেন, সবকিছু বিক্রি করে দিচ্ছে বিজেপি ৷ কৃষকদের আন্দোলনকে সমর্থন করে তিনি বলেন, কৃষকদের মুখের খাবার কেড়ে নিচ্ছে বিজেপি ৷

সিএএ-র বিরোধিতা করে তিনি বলেন, বাংলা থেকে সবাইকে তাড়াতে চায় বিজেপি ৷ তারা সিএএ চালু করে সবাইকে তাড়াতে চায় ৷ টাকা দিয়ে বাংলাকে কেনা যায় না ৷ যারা দেশ বিক্রি করতে চাইছে তাদের বিরুদ্ধে লড়তে হবে ৷

তিনি যে ভয় পান না সেকথা ফের তিনি জানিয়ে দিয়েছেন । বলেন, "আমরা লড়ব, ভয় পাব না । আমরা জিতব ।"

Last Updated : Dec 8, 2020, 8:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.