আসানসোল, 14 মার্চ : 2019 সালের এপ্রিল মাস ৷ সালানপুরের নাকড়াজড়িয়া এলাকা থেকে অপহৃত হন শিল্পপতি তেজপাল সিং ৷ ঘটনার ঠিক 33 দিনের মাথায় প্রায় আড়াই কোটি টাকা মুক্তিপণ দিয়ে অপহরণকারীদের হাত থেকে মুক্তি পান তিনি ৷ ঘটনার তদন্ত শুরু হওয়ার পর পরই 5 জনকে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্ত পলাতক ছিল ৷ এবার ওই মূল অভিযুক্তকেই গ্রেফতার করল সিআইডি ৷
10 মার্চ মধ্যপ্রদেশের সিংহোলি থেকে সিআইডি অপহরণ কাণ্ডের মূলচক্রী চন্দন সোনাকে গ্রেফতার করে সিবিআই ৷ গতকাল মূল অভিযুক্তকে আসানসোল মহকুমা আদালতে তোলা হলে অভিযুক্তকে 11 দিনের সিআইডি হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয় ৷ ঘটনায় অন্যতম অভিযুক্ত রাকেশ সিংকেও গ্রেফতার করা হয় ৷ এরপর ট্রানজিট রিমান্ড নিয়ে চন্দন সোনাকে এ রাজ্যে নিয়ে আসা হয় ।
আরও পড়ুন : চিকিৎসায় গাফিলতির জেরে শিশু মৃত্যুর অভিযোগ
পুরো ঘটনার তদন্তে নেমেছে সিআইডি ৷