ETV Bharat / state

যশের তাণ্ডব ও করোনা মুক্তির প্রার্থনায় মহাযজ্ঞ দুর্গাপুরের ইসকনে

করোনা ও যশ থেকে মানুষ যাতে রক্ষা পায় তার কামনায় আজ বিষ্ণুর অন্যতম অবতার নৃসিংহদেবের আবির্ভাব তিথিতে মহাযজ্ঞের আয়োজন করেছে দুর্গাপুরের ইসকন মন্দির ৷ দক্ষিণ ভারত থেকে দুর্গাপুরের ইসকন মন্দিরে নৃসিংহদেবের বিগ্রহ নিয়ে আসার পাশাপাশি দক্ষিণ ভারত থেকে নৃসিংহদেবের মন্দিরের প্রধান পুরোহিতও এসেছেন ।

যশের তান্ডব ও করোনামুক্তির প্রার্থনায় মহাযজ্ঞ দুর্গাপুরের ইসকনে
যশের তান্ডব ও করোনামুক্তির প্রার্থনায় মহাযজ্ঞ দুর্গাপুরের ইসকনে
author img

By

Published : May 25, 2021, 7:59 PM IST

দুর্গাপুর, 25 মে : ঘূর্ণিঝড় যশের কারণে মঙ্গলবার সকাল থেকেই আকাশে কালো মেঘ । একদিকে করোনার জেরে মৃত্যু মিছিল অব্যাহত, অন্যদিকে ঘূর্ণিঝড় যশের আগমনকে ঘিরে আতঙ্কিত এই রাজ্যের মানুষ ।

করোনা ও যশ থেকে মানুষ যাতে রক্ষা পায় তার কামনায় আজ বিষ্ণুর অন্যতম অবতার নৃসিংহদেবের আবির্ভাব তিথিতে মহাযজ্ঞের আয়োজন করেছে দুর্গাপুরের ইসকন মন্দির ৷ দক্ষিণ ভারত থেকে দুর্গাপুরের ইসকন মন্দিরে নৃসিংহদেবের বিগ্রহ নিয়ে আসার পাশাপাশি দক্ষিণ ভারত থেকে নৃসিংহদেবের মন্দিরের প্রধান পুরোহিতও এসেছেন ।

করোনা ও যশ থেকে মুক্তি পাওয়ার আশায় মহাযজ্ঞ দুর্গাপুরের ইসকনে
করোনা ও যশ থেকে মুক্তি পাওয়ার আশায় মহাযজ্ঞ দুর্গাপুরের ইসকনে

নেপাল থেকে নিয়ে আসা হয়েছে 108 টি শালগ্রাম শিলা । আজ সকাল থেকেই দুর্গাপুরের ইসকন মন্দিরে মানবজাতির করোনা মুক্তি এবং এই দেশের বিভিন্ন রাজ্য যাতে ঘূর্ণিঝড় যশে ক্ষতিগ্রস্ত না হয় সেই কামনায় শুরু হয়েছে পূজাপাঠ ও যাগযজ্ঞ । করোনা বিধি মাথায় রেখেই ইসকন মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি ভক্তবৃন্দকে । শুধুমাত্র এখানকার মন্দিরের পরিচালকমণ্ডলী এই মহাযজ্ঞে সামিল হন ।

দক্ষিণ ভারত থেকে দুর্গাপুরের ইসকন মন্দিরে আনা হয়েছে নৃসিংহদেবের এই বিগ্রহটি
দক্ষিণ ভারত থেকে দুর্গাপুরের ইসকন মন্দিরে আনা হয়েছে নৃসিংহদেবের এই বিগ্রহটি

আরও পড়ুন : যশ সামলাতে আজ রাতে নবান্নেই থাকছেন মুখ্যমন্ত্রী

নেপাল থেকে আনা 108 টি শালগ্রাম শিলা
নেপাল থেকে আনা 108 টি শালগ্রাম শিলা

দুর্গাপুর ইসকন মন্দিরের প্রধান সেবাইত প্রভু ঔদার্য চন্দ্র দাস জানালেন, "মানবজাতির কল্যাণ কামনার্থে এই মহাযজ্ঞ । করোনা মুক্ত পৃথিবীর কামনায় আজ আমরা সকাল থেকেই এই মহাযজ্ঞের আয়োজন করেছি । অন্যদিকে ঘূর্ণিঝড় যশের আগমনে যাতে করে আমাদের দেশের মানুষ ক্ষতিগ্রস্ত না হয় সেই কামনার্থে এই যজ্ঞানুষ্ঠান ।"

যশের তান্ডব ও করোনামুক্তির প্রার্থনায় মহাযজ্ঞ দুর্গাপুরের ইসকনে

দুর্গাপুর, 25 মে : ঘূর্ণিঝড় যশের কারণে মঙ্গলবার সকাল থেকেই আকাশে কালো মেঘ । একদিকে করোনার জেরে মৃত্যু মিছিল অব্যাহত, অন্যদিকে ঘূর্ণিঝড় যশের আগমনকে ঘিরে আতঙ্কিত এই রাজ্যের মানুষ ।

করোনা ও যশ থেকে মানুষ যাতে রক্ষা পায় তার কামনায় আজ বিষ্ণুর অন্যতম অবতার নৃসিংহদেবের আবির্ভাব তিথিতে মহাযজ্ঞের আয়োজন করেছে দুর্গাপুরের ইসকন মন্দির ৷ দক্ষিণ ভারত থেকে দুর্গাপুরের ইসকন মন্দিরে নৃসিংহদেবের বিগ্রহ নিয়ে আসার পাশাপাশি দক্ষিণ ভারত থেকে নৃসিংহদেবের মন্দিরের প্রধান পুরোহিতও এসেছেন ।

করোনা ও যশ থেকে মুক্তি পাওয়ার আশায় মহাযজ্ঞ দুর্গাপুরের ইসকনে
করোনা ও যশ থেকে মুক্তি পাওয়ার আশায় মহাযজ্ঞ দুর্গাপুরের ইসকনে

নেপাল থেকে নিয়ে আসা হয়েছে 108 টি শালগ্রাম শিলা । আজ সকাল থেকেই দুর্গাপুরের ইসকন মন্দিরে মানবজাতির করোনা মুক্তি এবং এই দেশের বিভিন্ন রাজ্য যাতে ঘূর্ণিঝড় যশে ক্ষতিগ্রস্ত না হয় সেই কামনায় শুরু হয়েছে পূজাপাঠ ও যাগযজ্ঞ । করোনা বিধি মাথায় রেখেই ইসকন মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি ভক্তবৃন্দকে । শুধুমাত্র এখানকার মন্দিরের পরিচালকমণ্ডলী এই মহাযজ্ঞে সামিল হন ।

দক্ষিণ ভারত থেকে দুর্গাপুরের ইসকন মন্দিরে আনা হয়েছে নৃসিংহদেবের এই বিগ্রহটি
দক্ষিণ ভারত থেকে দুর্গাপুরের ইসকন মন্দিরে আনা হয়েছে নৃসিংহদেবের এই বিগ্রহটি

আরও পড়ুন : যশ সামলাতে আজ রাতে নবান্নেই থাকছেন মুখ্যমন্ত্রী

নেপাল থেকে আনা 108 টি শালগ্রাম শিলা
নেপাল থেকে আনা 108 টি শালগ্রাম শিলা

দুর্গাপুর ইসকন মন্দিরের প্রধান সেবাইত প্রভু ঔদার্য চন্দ্র দাস জানালেন, "মানবজাতির কল্যাণ কামনার্থে এই মহাযজ্ঞ । করোনা মুক্ত পৃথিবীর কামনায় আজ আমরা সকাল থেকেই এই মহাযজ্ঞের আয়োজন করেছি । অন্যদিকে ঘূর্ণিঝড় যশের আগমনে যাতে করে আমাদের দেশের মানুষ ক্ষতিগ্রস্ত না হয় সেই কামনার্থে এই যজ্ঞানুষ্ঠান ।"

যশের তান্ডব ও করোনামুক্তির প্রার্থনায় মহাযজ্ঞ দুর্গাপুরের ইসকনে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.