দুর্গাপুর, 15 মার্চ : তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষকে (TMC inner clash in Durgapur) কেন্দ্র করে উত্তপ্ত দুর্গাপুর ফরিদপুর ব্লকের লবনাপাড়া এলাকা । সংঘর্ষে জখম হয়েছে এক মাধ্যমিক পরীক্ষার্থী-সহ দুই গোষ্ঠীর বেশ কয়েকজন । হাসপাতাল থেকেই ওই মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে প্রথমে জল নেওয়াকে কেন্দ্র করে দুই পাড়ার মহিলাদের মধ্যে বচসা শুরু হয় ৷ পরে তা বড় আকার নেয় ৷ সেসময় আসোনসোল লোকসভার উপনির্বাচনে দলীয় প্রার্থীর হয়ে তৃণমূল কর্মীরা দেওয়াল লিখছিলেন ৷ তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেধে যায় ৷ এর পিছনে একশো দিনের কাজের সম্পর্ক রয়েছে বলে দাবি করেছে আক্রান্তদের একাংশ ৷ স্থানীয় তৃণমূল নেতা জসিমুদ্দিন মণ্ডলের লোকজনের সঙ্গে তৃণমূলের অপর গোষ্ঠীর নেতা ইনশান আলির অনুগামীদের সংঘর্ষে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে লবনাপাড়া এলাকা । জসিমুদ্দিন মণ্ডলের অনুগামীদের অভিযোগ, দাদাগিরি করছে স্থানীয় লবনাপাড়া এলাকার তৃণমূল নেতা ইনশান আলীর গোষ্ঠীর লোকজন ৷ সেই কারণেই এই সংঘর্ষ ৷
আরও পড়ুন : ঝালদায় কাউন্সিলর খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে পথ অবরোধ কংগ্রেসের
পাল্টা অভিযোগ করেছেন, ইনশান আলি গোষ্ঠীর লোকজনও ৷ তাঁদের দাবি, কোনও কারণ ছাড়াই একশো দিনের কাজের এক সুপারভাইজারকে এদিন ব্যাপক মারধর করা হয় ৷ মারা হয় তৃণমূল কর্মী ও মহিলাদের ৷ বিজেপি ছেড়ে জসিমউদ্দিনের লোকজন এবার তৃণমূলে ভিড়ে এই অশান্তি করছে বলে তাঁদের অভিযোগ ৷ লাউদোহা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুজিত মুখোপাধ্যায় এ প্রসঙ্গে জানিয়েছেন, এই ঘটনা কাম্য নয় ৷ পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত ৷