ETV Bharat / state

ডাক্তার হতে চাই, বলল দশম স্থানাধিকারী সায়ন্তিকা - sayantika

সায়ন্তিকা বলেন, এতটা ভালো ফল আশা করিনি । রাতের দিকে বেশি পড়াশোনা করতাম । সিলেবাস সংক্রান্ত পাঠ্যবই পড়তে পড়তে ক্লান্ত হয়ে পড়লে গল্পের বই পড়াই পছন্দ সায়ন্তিকার ।

সায়ন্তিকা রায়
author img

By

Published : May 21, 2019, 7:26 PM IST

দুর্গাপুর, 21 মে : "এতটা আশা করিনি । তবে এই ফলের পর চাপ অনেকটাই বাড়ল । আরও ভালো করে পড়াশোনা করতে হবে । আমি ডাক্তার হতে চাই ।" বলল এবারের মাধ্যমিকে দশম স্থানাধিকারী সায়ন্তিকার রায় । সে দুর্গাপুরের কাঁকসা থানা এলাকার পানাগড় সুভাষ পল্লির বাসিন্দা । 681 নম্বর পেয়ে দশম হয়েছে সে । পানাগড় রামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠ স্কুল থেকে পড়াশোনা । ভবিষ্যতে পড়তে চায় বিজ্ঞান নিয়ে । তার এই ফলে খুশি বাড়ির সকলেই ।


ফলাফল প্রকাশের পর উচ্ছ্বাসে মেতে ওঠে সায়ন্তিকা ও তার পরিবার । ETV ভারতকে সে বলে, এতটা ভালো ফল আশা করিনি । সিলেবাস সংক্রান্ত পাঠ্যবই পড়তে পড়তে ক্লান্ত হয়ে পড়লে গল্পের বই পড়াই পছন্দ তার । পড়াশোনার পাশাপাশি নাচ, গান,ছবি আঁকা, আবৃত্তি করতে ভালোবাসে সায়ন্তিকা ।

তার বাবা বেসরকারি সংস্থায় কর্মরত । মা গৃহবধূ । সায়ন্তিকা বলে, পরিবার, স্কুল সবার থেকেই সাহায্য পেয়েছি । তিনজন প্রাইভেট টিউটর ছিল । তাঁরাও যথাযথ সাহায্য করেছেন ।

দুর্গাপুর, 21 মে : "এতটা আশা করিনি । তবে এই ফলের পর চাপ অনেকটাই বাড়ল । আরও ভালো করে পড়াশোনা করতে হবে । আমি ডাক্তার হতে চাই ।" বলল এবারের মাধ্যমিকে দশম স্থানাধিকারী সায়ন্তিকার রায় । সে দুর্গাপুরের কাঁকসা থানা এলাকার পানাগড় সুভাষ পল্লির বাসিন্দা । 681 নম্বর পেয়ে দশম হয়েছে সে । পানাগড় রামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠ স্কুল থেকে পড়াশোনা । ভবিষ্যতে পড়তে চায় বিজ্ঞান নিয়ে । তার এই ফলে খুশি বাড়ির সকলেই ।


ফলাফল প্রকাশের পর উচ্ছ্বাসে মেতে ওঠে সায়ন্তিকা ও তার পরিবার । ETV ভারতকে সে বলে, এতটা ভালো ফল আশা করিনি । সিলেবাস সংক্রান্ত পাঠ্যবই পড়তে পড়তে ক্লান্ত হয়ে পড়লে গল্পের বই পড়াই পছন্দ তার । পড়াশোনার পাশাপাশি নাচ, গান,ছবি আঁকা, আবৃত্তি করতে ভালোবাসে সায়ন্তিকা ।

তার বাবা বেসরকারি সংস্থায় কর্মরত । মা গৃহবধূ । সায়ন্তিকা বলে, পরিবার, স্কুল সবার থেকেই সাহায্য পেয়েছি । তিনজন প্রাইভেট টিউটর ছিল । তাঁরাও যথাযথ সাহায্য করেছেন ।

Intro:এবারের মাধ্যমিক এর সম্ভাব্য দশম স্থানাধিকারী কাঁকসার সুভাষপল্লীর বাসিন্দা সায়ন্তিকা রায় ফল ঘোষণার পরেই ইটিভি ভারতের মুখোমুখি হয়ে জানাল, ""এতটা আশা করিনি। তবে এই ফলের পর চাপ অনেকটাই বাড়লো। আরো ভালো করে পড়াশোনা করতে হবে। ভবিষ্যতে আমি ডাক্তার হতে চাই।""

দুর্গাপুরের কাঁকসা থানা এলাকার পানাগড় সুভাষ পল্লীর বাসিন্দা সায়ন্তিকা রায় এবারের মাধ্যমিক পরীক্ষায় মোট 681 নাম্বার পেয়ে সম্ভাব্য দশম স্থানাধিকারী। মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হওয়ার পরেই তার বাড়িতে উচ্ছ্বাসে মেতে ওঠেন তার পরিবারের মানুষেরা। সায়ন্তিকার এই সাফল্যের কথা শুনে প্রতিবেশীরাও আসেন তাকে মিষ্টিমুখ করাতে। পানাগড় রামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠ এর এই ছাত্রী দশম স্থান অধিকার করবে এতটা ভালো ফল আশা করেনি। রাতের দিকে খুব বেশী পড়াশোনা করতো না সে। তবে সারাদিন বই নিয়েই থাকত সে।সিলেবাস সম্বলিত পাঠ্যবই পড়তে পড়তে যখন সে ভীষণ ক্লান্ত হয়ে যেত তখন সে পড়তে ভালবাসত গোয়েন্দা গল্প। পড়াশোনার পাশাপাশি নাচ, গান,ছবি আঁকা, আবৃত্তি করতে ভালোবাসে সায়ন্তিকা। তার বাবা কলকাতায় একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। মা সামান্য এক গৃহবধূ। কিন্তু সায়ন্তিকার প্রতি নজর রেখেছিল মা বাবা দুজনেই। ইটিভি ভারতের ক্যামেরার সামনে সায়ন্তিকা জানাল পরিবার এবং স্কুল সবার সাহায্য ও সহযোগিতা পেয়েছি। তিনজন টিউশন টিচার তারাও যথাযথ সাহায্য করেছেন। এই সাফল্যের পর তার ওপর চাপ যে বাড়ল তা জানিয়েছে সায়ন্তিকা। ভবিষ্যতে সে বিজ্ঞান নিয়ে পড়ে ডাক্তার হতে চায়।Body:কপিConclusion:কপি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.