ETV Bharat / state

Locket Slams Abhishek: অভিষেকের জনসংযোগ যাত্রাকে 'ভোট লুট' বলে কটাক্ষ লকেটের - লকেট চট্টোপাধ্যায়

'যেন মনে হচ্ছে যুবরাজ সৈন্য নিয়ে ভোট লুট করতে বেরিয়েছেন' দুর্গাপুর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রাকে কটাক্ষ বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের ৷

Locket Slams Abhishek
ভোট লুট বলে কটাক্ষ লকেটের
author img

By

Published : Apr 26, 2023, 6:38 PM IST

ভোট লুট বলে কটাক্ষ লকেটের

দুর্গাপুর, 26 এপ্রিল: পঞ্চায়েত নির্বাচনের আগে মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধি খুঁজতে এবং নিবিড় জনসংযোগ ঘটাতে তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় আগামী দু'মাস যাবেন বলে স্থির হয়েছে। ইতিমধ্যেই উত্তরবঙ্গে শুরু হয়েছে সেই জনসংযোগ যাত্রা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই জনসংযোগ যাত্রাকে দুর্গাপুরে দাঁড়িয়ে তীব্র কটাক্ষ করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সাংবাদিকদের তিনি জানান, দেখে মনে হচ্ছে যুবরাজ যেন সৈন্য নিয়ে ভোট লুট করতে শেখাচ্ছেন। ট্রেলারেই যদি এরকম হয়, তাহলে ভাবুন আগামী পঞ্চায়েত নির্বাচনে অর্থাৎ সিনেমাতে কী হবে?

কালিয়াগঞ্জের ঘটনা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় নারী নির্যাতনের অভিযোগ এবং পুলিশের উপর বিক্ষিপ্ত আক্রমণের ঘটনার পরিপ্রেক্ষিতে লকেট চট্টোপাধ্যায় এদিন নানা দাবি তোলেন ৷ তাঁর কথায়, পুলিশ যদি নিরপেক্ষ হয়ে কাজ করে তাহলে সমস্যা হয় না ৷ পুলিশ এখন তৃণমূলের হয়ে কাজ করছে ৷ তাই মার খাচ্ছে হেনস্তা হচ্ছে। পঞ্চায়েত নির্বাচনের আগে দুর্গাপুরের লাউদোহার প্রতাপপুরে দলীয় কর্মীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে যোগ দিয়ে হুগলির বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, "পুলিশ জনতার রোষে পড়ুক সেটা আমিও জনপ্রতিনিধি হিসেবে সমর্থন করি না ৷ কিন্তু পুলিশ কালিয়াগঞ্জে যেভাবে কাজ করেছে, প্রমাণ লোপাটের চেষ্টা করেছে, তাতে জনতার রোষ যে বাড়বেই তা আর বলার অপেক্ষা রাখে না ৷"

আরও পড়ুন: 56 দিনের নব জোয়ারে অভিষেক, সূচি প্রকাশ দলের

বুধবার দলীয় কর্মীরা এই সাংগঠনিক বৈঠকে সুবিধে-অসুবিধের কথা বলেন দলের রাজ্য নেত্রীকে ৷ সেখানে দলীয় কর্মীদের সব কথা শোনেন হুগলির বিজেপি সাংসদ। একইসঙ্গে লকেট চট্টোপাধ্যায় বলেন, "মহিলা মুখ্যমন্ত্রীর আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নির্যাতিতা মহিলারাই ৷" কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কালিয়াগঞ্জের ঘটনার তদন্তের দাবি জানান হুগলির বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ সবমিলিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় কর্মীদের নিয়ে গুরুত্বপূর্ণ এই সাংগঠনিক বৈঠকে দলীয় রণকৌশল নিয়ে আলোচনা হয় এদিন ৷

ভোট লুট বলে কটাক্ষ লকেটের

দুর্গাপুর, 26 এপ্রিল: পঞ্চায়েত নির্বাচনের আগে মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধি খুঁজতে এবং নিবিড় জনসংযোগ ঘটাতে তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় আগামী দু'মাস যাবেন বলে স্থির হয়েছে। ইতিমধ্যেই উত্তরবঙ্গে শুরু হয়েছে সেই জনসংযোগ যাত্রা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই জনসংযোগ যাত্রাকে দুর্গাপুরে দাঁড়িয়ে তীব্র কটাক্ষ করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সাংবাদিকদের তিনি জানান, দেখে মনে হচ্ছে যুবরাজ যেন সৈন্য নিয়ে ভোট লুট করতে শেখাচ্ছেন। ট্রেলারেই যদি এরকম হয়, তাহলে ভাবুন আগামী পঞ্চায়েত নির্বাচনে অর্থাৎ সিনেমাতে কী হবে?

কালিয়াগঞ্জের ঘটনা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় নারী নির্যাতনের অভিযোগ এবং পুলিশের উপর বিক্ষিপ্ত আক্রমণের ঘটনার পরিপ্রেক্ষিতে লকেট চট্টোপাধ্যায় এদিন নানা দাবি তোলেন ৷ তাঁর কথায়, পুলিশ যদি নিরপেক্ষ হয়ে কাজ করে তাহলে সমস্যা হয় না ৷ পুলিশ এখন তৃণমূলের হয়ে কাজ করছে ৷ তাই মার খাচ্ছে হেনস্তা হচ্ছে। পঞ্চায়েত নির্বাচনের আগে দুর্গাপুরের লাউদোহার প্রতাপপুরে দলীয় কর্মীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে যোগ দিয়ে হুগলির বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, "পুলিশ জনতার রোষে পড়ুক সেটা আমিও জনপ্রতিনিধি হিসেবে সমর্থন করি না ৷ কিন্তু পুলিশ কালিয়াগঞ্জে যেভাবে কাজ করেছে, প্রমাণ লোপাটের চেষ্টা করেছে, তাতে জনতার রোষ যে বাড়বেই তা আর বলার অপেক্ষা রাখে না ৷"

আরও পড়ুন: 56 দিনের নব জোয়ারে অভিষেক, সূচি প্রকাশ দলের

বুধবার দলীয় কর্মীরা এই সাংগঠনিক বৈঠকে সুবিধে-অসুবিধের কথা বলেন দলের রাজ্য নেত্রীকে ৷ সেখানে দলীয় কর্মীদের সব কথা শোনেন হুগলির বিজেপি সাংসদ। একইসঙ্গে লকেট চট্টোপাধ্যায় বলেন, "মহিলা মুখ্যমন্ত্রীর আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নির্যাতিতা মহিলারাই ৷" কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কালিয়াগঞ্জের ঘটনার তদন্তের দাবি জানান হুগলির বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ সবমিলিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় কর্মীদের নিয়ে গুরুত্বপূর্ণ এই সাংগঠনিক বৈঠকে দলীয় রণকৌশল নিয়ে আলোচনা হয় এদিন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.